মাধ্যমিক বাংলা অদল বদল গল্পের MCQ & SAQ

অদল বদল গল্পের MCQ & SAQ

পরীক্ষা প্রস্তুতি : অদল বদল গল্পের MCQ & SAQ প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা এবছর ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষাদেবে ,তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে। তাই মাধ্যমিক বাংলা ”অদল বদল ” ছোট গল্প থেকে এবছর পরীক্ষায় আসতে পারে এইরকম অতি গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন-উত্তর (MCQ) , সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ) গুলি এখানে আলোচনা করা হল। তোমার এই প্রশ্ন উত্তর গুলি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি করলে অবশ্যই ”পথের দাবী ” গদ্যাংশ থেকে সমস্ত ধরনের mcq & saq প্রশ্ন উত্তর তোমরা কমন পাবেই পাবে। অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল গল্পের MCQ & SAQ অদল বদল অদল বদল অদল বদল  

মাধ্যমিক বাংলা সাজেশন  ২০২৩

অদল বদল গল্পের MCQ & SAQ

অদল বদল গল্পের ছোট প্রশ্ন উত্তর

অদল বদল  গল্প পরিচিতি 

শ্রেণী দশম শ্রেণী (মাধ্যমিক)
বিষয় মাধ্যমিক বাংলা
গল্প অদল বদল (Adal Badal)
লেখক পান্নালাল প্যাটেল

মাধ্যমিক বাংলা ‘অদল বদল’ গল্পের MCQ -১ নম্বরের 

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন -MCQ (প্রশ্নমান – ১) অদল বদল  ( পান্নালাল প্যাটেল )গল্পের MCQ  – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023

[এখানে প্রতিটি প্রশ্নের  উত্তরের অপসন দেওয়া আছে ,আর মধ্যে প্রথমে নিজে নিজে একটি উত্তর মনে মনে বেছে নাও এবং তার পরে Show Ans. এর উপর ক্লিক করে correct answer মিলিয়ে নাও ] 

1) হোলির দিন  দলের ছেলেরা অমৃত আর ইসাবকে এক রকম পোশাক দেখে কি করতে বলে ছিল ?   [ মাধ্যমিক -২০১৭]

Show Ans

Correct Answer: কুস্তি লড়তে। 

2)‘ হোলির দিনের পড়ন্ত বিকেল । – হোলি যে – ঋতুতে হয় , তা হল –

Show Ans

Correct Answer: বসন্ত

3)যে-দিনের পড়ন্ত বিকেলের কাহিনি গল্পে তুলে ধরা হয়েছে, সেদিন ছিল

Show Ans

Correct Answer: হোলি

4)পান্নালাল প্যাটেল ছিলেন –

Show Ans

Correct Answer: গুজরাটি ভাষার লেখক 

5)গ্রামের একদল ছেলে কোন গাছের নীচে জড়ো হয়েছিল?

Show Ans

Correct Answer: নিমগাছ 

6)অমৃতের বয়স কত বছর?

Show Ans

Correct Answer: দশ বছর

7)অমৃত ও ইসাবের কোন জিনিসটি একই রকম?

Show Ans

Correct Answer: জামা 

8) অমৃত কুস্তি করলে কে তাকে ঠ্যাঙাবে?

Show Ans

Correct Answer: তার মা 

9)“এদের বাড়ি দুটোও মুখোমুখি।”—বাড়ি দুটি কোথায় ?

Show Ans

Correct Answer: রাস্তার মোড়ে 

10)“দুই বন্ধুতে মিলে শান-বাঁধানো ফুটপাথে এসে বসতে…।”—দুই বন্ধু কারা ?

Show Ans

Correct Answer: অমৃত ও ইসাব

11)ইসাবের মতো জামা না-পেলে অমৃত কোথায় যাবে না?

Show Ans

Correct Answer: স্কুলে

12)“এসো, আমরা কুস্তি লড়ি।”—এই কথাটি কার গলা জড়িয়ে ধরে বলা হয়েছিল?

Show Ans

Correct Answer: অমৃতের

13)“মেজাজ চড়ে গেল।”—কার?

Show Ans

Correct Answer: ইসাবের 

14)“আয়, আমি তোর সঙ্গে লড়ব।”—এই কথাটি কে বলেছে?

Show Ans

Correct Answer: ইসাব 

15)কার জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গেছে?

Show Ans

Correct Answer: ইসাবের 

16)“কিছুটা যেতেই অমৃতের নজরে এল…।”—কী নজরে পড়েছিল ?

Show Ans

Correct Answer: ইসাবের জামার পকেটের ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গেছে। 

17) “এমন সময় শুনতে পেল…।”—কী শুনতে পেল?

Show Ans

Correct Answer: ইসাবের বাবা ইসাবকে ডাকছে 

18)“তোর কী হবে, তুই কী করবি?”—কথাটি কে বলেছে?

Show Ans

Correct Answer:  ইসাব

19)“একটা সুচসুতো নিয়ে হেঁড়া জামাটা রিফু করে দিলেন।”—কে দিলেন ?

Show Ans

Correct Answer: ইসাবের দিদি

20)অদল বদল’ গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কার কানে গেল?

Show Ans

Correct Answer: গ্রাম প্রধানের।

21)“ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”—‘ও’ কে?

Show Ans

Correct Answer: অমৃত

22)অমৃত ও ইসাবের জামা যে যে দিক থেকে একরকম ছিল— 

Show Ans

Correct Answer: রং , মাপ , কাপড়-এর  দিক দিয়ে। 

23)অমৃত ও ইসাব পড়ত –

Show Ans

Correct Answer: একই স্কুলে একই ক্লাসে

24)দুজনের বাবা পেশায় ছিলেন –

Show Ans

Correct Answer: চাষি

25)অমৃতের বাড়িতে ছিলেন –

Show Ans

Correct Answer: বাবা – মা ও তিন ভাই

26)ইসাবের বাড়িতে ছিলেন – 

Show Ans

Correct Answer: শুধু বাবা

27)অমৃত তার বাবা – মা – কে জ্বালিয়েছিল –

Show Ans

Correct Answer: নতুন জামার জন্য।

28)নতুন জামা পাওয়াটা অমৃত ও ইসাবের পক্ষে কঠিন ছিল । কারণ –

Show Ans

Correct Answer: তারা ছিল গরিব।

29)শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল , — ‘ ফতোয়া ‘ শব্দের অর্থ হল –

Show Ans

Correct Answer: রায়  বা নির্দেশনামা। 

30)তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো ।’— এখানে কপালে কি থাকার কথা বলা হয়েছে ?

Show Ans

Correct Answer: প্রহার। 

31)ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল , কারণ—

Show Ans

Correct Answer: তাকে খেতে কাজ করতে হত। 

32)‘ ও মরিয়া হয়ে বলল , ‘ ‘ ও ‘ হল –

Show Ans

Correct Answer: অমৃত।

33)অমৃত যেখানে লুকিয়ে ছিল , সেই স্থানটি হল – 

Show Ans

Correct Answer: ইসাবের বাবার গোয়ালঘর।

34)অমৃত একেবারেই গররাজি ছিল – কোন বিষয়ে ?

Show Ans

Correct Answer: ইসাবের সঙ্গে কুস্তি লড়তে।

35)যে – ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল , তার নাম  কি ?

Show Ans

Correct Answer: কালিয়া। 

মাধ্যমিক বাংলা ‘অদল বদল’ গল্পের SAQ -১নম্বরের 

১)‘অদলবদল’ গল্পটি কে বাংলায় তর্জমা করেন।

উত্তরঃ ‘অদলবদল’ গল্পটি বাংলায় তর্জমা করেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।

২)‘… তা দুজনকে কী করে সামলাবেন?’- এখানে কোন দুজনের কথা বলা হয়েছে?

উত্তরঃ এখানে দুজন বলতে অমৃত এবং ইসাবের কথা বলা হয়েছে।

৩) ‘সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল…’- ‘সে’ কে?

উত্তরঃ একটি ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। ‘সে’ বলতে এখানে তার কথা বলা হয়েছে।

৪) ‘সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল…’- সে কী বলল?

উত্তরঃ সে বলল, ‘তোরা অদল-বদল করেছিস, হুম্।’

৫) ‘এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে’- কোন ব্যাপারের কথা বলা হয়েছে?

উত্তরঃ কালিয়া ও ইসাবের কুস্তির কথা বলা হয়েছে।

৬)ওরা ভয়ে কাঠ হয়ে গেল’- ওরা কেন ভয়ে কাঠ হয়ে গেল?

উত্তরঃ ওরা অর্থাৎ অমৃত আর ইসাব ভয়ে কাঠ হয়ে গেল কারণ কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেট ও ছ’ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল।

৭)‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল’- বুদ্ধিটা কীরকম ছিল?

উত্তরঃ অমৃত ইসাবের ছেঁড়া জামাটা পরে নিজেরটা ইসাবকে দিয়েছিল। এটাই হল তার বুদ্ধি।

৮)‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তাে আমার মা আছে।’ – কেন এই উক্তি?

উত্তরঃ ইসাবের ছেঁড়া জামা দেখে তার বাবা তাকে মারলে বাঁচাবার মতো কেউ ছিল না। কিন্তু অমৃত জানতো যে, তার বাবা তাকে মারলে মা গিয়ে তাকে বাঁচাবে।

৯)‘ছেলেরাও কী ঘটেছে জেনে চ্যাঁচাতে লাগল।’- কী বলে ছেলেরা চ্যাঁচাচ্ছিল?

উত্তরঃ ছেলেরা ‘অদল-বদল, অদল-বদল’ বলে চ্যাঁচাচ্ছিল।

১০)কোন্ ঘটনার জন্য ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেছিল?

উত্তরঃ ইসাবের বাবা অমৃত-ইসাবের জামা অদল-বদলের ঘটনার সাক্ষী ছিল। সেইজন্য সে অমৃতকে জড়িয়ে ধরেছিল।

১১)“পাঠানের গল্প শােনার জন্য ঘিরে দাঁড়াল।” – কারা ঘিরে দাঁড়াল?

উত্তরঃ পাড়াপড়শী মায়ের দল ঘিরে দাঁড়াল।

১২)অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে।’ – কোন জবাব?

উত্তরঃ ইসাবের প্রশ্নের উত্তরে অমৃত জবাব দিয়েছিল যে তার বাড়িতে মা আছে এবং তার বাবা তাকে মারতে এলে মা গিয়ে বাঁচাবে। এখানে এই জবাবের কথা বলা হয়েছে।

১৩)‘গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল।’ – কে কোন্ গল্প বলেছিল?

উত্তরঃ ইসাবের বাবা ইসাব ও অমৃতের জামা অদল-বদলের গল্প বলেছিল।

১৪) ‘উনি ঘােষণা করলেন’- কী ঘােষণা করেছিলেন?

উত্তরঃ উনি অর্থাৎ গ্রাম-প্রধান ঘোষণা করেছিলেন যে, এরপর থেকে অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকা হবে।

১৫)‘এই আওয়াজে মুখরিত হয়ে উঠল।’ – কোন্ আওয়াজের কথা বলা হয়েছে?

উত্তরঃ ‘অমৃত-ইসাব অদল বদল, অদল বদল’- এই আওয়াজের কথা বলা হয়েছে।

১৬)‘সব দিক থেকেই একরকম।’ – কোন্ বিষয়ে একরকম?

উত্তরঃ অমৃত ও ইসাব হোলির দিনে যে নতুন জামাগুলি পরেছিল সেগুলির রঙ, মাপ ও কাপড় একরকম ছিল।

১৭)‘তফাত শুধু এই যে’- কী বিষয়ে তফাত?

উত্তরঃ তফাত শুধু এই যে অমৃতের বাবা-মা এবং তিন ভাই ছিল কিন্তু ইসাবের বাবা ছাড়া আর কেউ ছিল না।

১৮)‘মা ওকে অনেক বুঝিয়েছিল’ – কী বলে বুঝিয়েছিল?

উত্তরঃ অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিল যে ইসাবকে ক্ষেতে কাজ করতে হয় বলে তার জামা ছিঁড়ে গেছে কিন্তু অমৃতের জামাটা প্রায় নতুনের মতো আছে।

১৯)‘ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল’ – কেন এমন করেছিল?

উত্তরঃ ইসাবের মতো জামা না পেয়ে অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল।

২০)‘ইসাবের মেজাজ চড়ে গেল।’ -কী কারণে তার মেজাজ চড়ে ছিল?

উত্তরঃ কারণ, কালিয়া একপ্রকার জোর করেই অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে দিয়েছিল।

২১)‘ বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম , তফাত শুধু এই যে , —তফাতটা কী ?

উত্তরঃ পান্নালাল প্যাটেলের ‘ অদল বদল ‘ গল্পের ছেলে দুটো হল ইসাব আর অমৃত । অভিন্নহৃদয় এই দুই বন্ধুর তফাত এই যে , অমৃতের বাবা – মা আর তিন ভাই ছিল , ইসাবের শুধু বাবা ছিল ।

২২)‘ এসো , আমরা কুস্তি লড়ি । – কে , কাকে বলেছিল ?

উত্তরঃ পান্নালাল প্যাটেলের ‘ অদল বদল ‘ গল্পে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া বলেছিল প্রশ্নোদ্ধৃত কথাটি ।

২৩)‘ কুস্তি শুরু হয়ে গেল । — কুস্তির ফলাফল কী হয়েছিল ?

উত্তরঃ কালিয়া অমৃতকে আছাড় মারায় ইসাব রেগে গিয়ে কালিয়াকে কুস্তি র আহ্বান জানায় । কুস্তি শুরু হতেই ইসাব কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয় ।

২৪)‘ ওরা ভয়ে কাঠ হয়ে গেল । -ওরা কেন ভয় পেল ?

উত্তরঃ কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল । জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত ও ইসাবের এই অবস্থা হয় ।

২৫)অমৃতের মা ছেঁড়া জামা দেখে কী করেছিলেন ?

উত্তরঃ হোলিতে বাচ্চাদের ধস্তাধস্তি স্বাভাবিক , তাই ছেঁড়া জামা দেখে অমৃতের মা ভুরু কোঁচকালেও কিছু না বলে সূচ সুতো দিয়ে জামাটি রিফু করে দিয়েছিলেন ।

আরো পড়ুন : অদল বদল গল্পের বড়ো প্রশ্ন  এখানে ক্লিক করুন।

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের ছোট প্রশ্ন উত্তরের জন্য এখানে ক্লিক করুন করুন। 

1 thought on “মাধ্যমিক বাংলা অদল বদল গল্পের MCQ & SAQ”

  1. Pingback: মাধ্যমিক বাংলা অদল বদল গল্পের বড়ো প্রশ্ন উত্তর | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *