অসুখী একজন কবিতার MCQ & SAQ

অসুখী একজন কবিতার mcq & saq

পরীক্ষা প্রস্তুতি : অসুখী একজন কবিতার MCQ & SAQ ।  প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা এবছর ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষাদেবে ,তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে। তাই মাধ্যমিক বাংলা ”অসুখী একজন কবিতার MCQ & SAQ ”  কবিতা থেকে এবছর পরীক্ষায় আসতে  পারে এইরকম অতি  গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন-উত্তর (MCQ) ,অতি  সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (VSAQ) গুলি এখানে আলোচনা করা হল।  তোমার এই প্রশ্ন উত্তর গুলি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি করলে অবশ্যই  ”অসুখী একজন ” কবিতার  সমস্ত ধরনের প্রশ্ন MCQ  & SAQ প্রশ্ন-উত্তর তোমরা কমন পাবেই পাবে। অসুখী একজন কবিতার MCQ & SAQ  অসুখী একজন কবিতার MCQ & SAQ  অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ অসুখী একজন কবিতার MCQ & SAQ 

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

অসুখী একজন কবিতার বড় প্রশ্ন – উত্তর 

Asukhi akjn kbitar prashn uttar MCQ & SAQ 

”অসুখী একজন” কবিতার পরিচিতিঃ 

কবিতার নাম: অসুখী একজন
কবির নাম: পাবলো নেরুদা (চিলিয়ান  কবি)
অনুবাদকের নাম: নবারুণ ভট্টাচার্য
মূল অনুবাদ-গ্রন্থ: বিদেশী ফুলে রক্তের ছিটে
মূল কবিতা: লা দেসদিচাদা (কাব্য : এস্ট্রাভ্যাগেরিয়া)
মূল কবিতাটি রচিত হয়: স্প্যানিশ ভাষায়।

অসুখী একজন কবিতার সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন-উত্তর MCQ -১ নম্বরের 

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন -MCQ (প্রশ্নমান – ১) অসুখী একজন  (পাবলো নেরুদা ) কবিতা প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023

[এখানে প্রতিটি প্রশ্নের  উত্তরের অপসন দেওয়া আছে ,আর মধ্যে প্রথমে নিজে নিজে একটি উত্তর মনে মনে ঠিক করে নাও এবং তার পরে Show Ans. এর উপর ক্লিক করে correct answer মিলিয়ে নাও ]

1)‘অসুখী একজন’ কবিতাটির তার কবি হলেন —

Show Ans

Correct Answer: পাবলো নেরুদা

2)পাবলাে নেরুদা কোন্ দেশের কবি —

Show Ans

Correct Answer: চিলি

3)‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেন —

Show Ans

Correct Answer: নবারুন ভট্টাচার্য

4)‘অসুখী একজন’ কবিতায় ‘অসুখী’ কে?

Show Ans

Correct Answer: কবির প্রেমিকা বা দেশ মাতৃকা। 

5)‘অসুখী একজন’ কবিতায় ‘আমি চলে গেলাম _____’( শূন্যস্থান পূরণ কর )। 

Show Ans

Correct Answer: দূর … দূরে

6) আমি তাকে ছেড়ে দিলাম” — ‘অসুখী একজন’কবিতায় ‘তাকে’ বলতে বোঝানো হয়েছে —

Show Ans

Correct Answer: একজন মেয়েকে / কবির প্রেমিকাকে। 

7) “অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে” — কোথায় দাঁড় করিয়ে রাখে?

Show Ans

Correct Answer:  দরজায়

8) “বৃষ্টিতে ধুয়ে দিল”—কী ধুয়ে দিল?

Show Ans

Correct Answer: পায়ের দাগ

9)“বছরগুলো/নেমে এল তার মাথার ওপর।” বছরগুলো নেমে আসে-

Show Ans

Correct Answer: পাথরের মতাে

10)‘তারপর যুদ্ধ হল’ — ‘ যুদ্ধ’ কিসের মতো হয়েছিল ?

Show Ans

Correct Answer: রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে

11) “তারপর যুদ্ধ এল”— যুদ্ধে খুন হল —

Show Ans

Correct Answer: শিশু আর বাড়িরা

12)ছড়ানো করতলের মতো পাতা —

Show Ans

Correct Answer: চিমনি

13) দেবতাদের বলা হয়েছে —

Show Ans

Correct Answer: শান্ত হলুদ

14)“ডুবে ছিল ধ্যানে” —কত বছর ধ্যানে ডুবে ছিল?

Show Ans

Correct Answer: হাজার বছর

15)“পড়ল মন্দির থেকে টুকরো হয়ে” — কে?

Show Ans

Correct Answer: শান্ত হলুদ দেবতারা

16)“তারা আর স্বপ্ন দেখতে পারল না।” —কারা স্বপ্ন দেখতে পারল না? 

Show Ans

Correct Answer: শান্ত হলুদ দেবতারা

17)যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা হল —

Show Ans

Correct Answer: জলতরঙ্গ

18)“যেখানে ছিল শহর /সেখানে ছড়িয়ে রইল” —কী ছড়িয়ে রইল?

Show Ans

Correct Answer: কাঠকয়লা

19)“একটা কালো দাগ” — কীসের?

Show Ans

Correct Answer: রক্তের

20)’অসুখী একজন’ কবিতাটি নবারুণ ভট্রাচার্যের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

Show Ans

Correct Answer: বিদেশী ফুলে রক্তের ছিটে।

21)’সে জানত না’ – সে কি জানত না ?

Show Ans

Correct Answer: কবিতার কথক আর কখনো ফিরে  আসবে না। 

22)’সে জানত না’ – এখানে সে কে ?

Show Ans

Correct Answer: কবির ভালোবাসার মানুষ। 

23)’হেঁটে গেল’ – কে হেঁটে গেল ?

Show Ans

Correct Answer: গির্জার এক নান। 

24)অসুখী একজন কবিতার কবির ঝুলন্ত বিছানার গাছটি ছিল –

Show Ans

Correct Answer: গোলাপি। 

25)বৃষ্টিতে ধুয়ে দিল ————-পায়ের দাগ।  (শূন্যস্থান পূরণ কর )। 

Show Ans

Correct Answer: আমার। 

অসুখী একজন কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর VSAQ-১ নম্বরের 

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ১) অসুখী একজন  ( পাবলো নেরুদা ) কবিতার  প্রশ্ন উত্তর – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023

১)” সে জানত না “…. — এখানে কার কী না জানার কথা বলা হয়েছে?

উওর : এখানে সে জানত না বলতে কবির ভালোবাসার মানুষটির এই বিষয়টি না জানার কথা বলা হয়েছে যে – কবি আর কখনোই ফিরে আসবেন না।।

২)” তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – এখানে কাদের স্বপ্ন না দেখতে পারার কথা বলা হয়েছে?

উওর : কবিতায় তাদের বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। যারা হাজার বছর ধ্যানে ডুবে ছিলেন। কিন্তু যুদ্ধের কারণে মন্দির টুকরো টুকরো হয়ে যাওয়ায় তারা আর স্বপ্ন দেখতে পারল না

৩)অসুখী একজন কবিতায় দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিলেন?

উওর : অসুখী একজন কবিতায় দেবতারা হাজার বছর ধ্যানে ডুবে ছিলেন।

৪)“সব চূর্ন হয়ে গেল,” — কী কী চূর্ন হয়ে গেল?
উত্তরঃ চূর্ন হয়ে গেল কথকের বাড়ি, তার বারান্দা, একদা ঝুলন্ত বিছানায় যেখানে তিনি ঘুমিয়েছিলেন। এছাড়া সেই গোলাপি গাছ যার ছিল ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গও চূর্ন হয়ে গেল।

৫)“যেখানে ছিল শহর” — যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কী আছে?
উত্তরঃ আগে যেখানে শহর ছিল যুদ্ধের পর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ।

৬)অসুখী একজন কবিতায় কিসের মাধ্যমে কবির পায়ের দাগ ধুয়ে গিয়েছিল?

উওর : অসুখী একজন কবিতায় বৃষ্টির জলের মাধ্যমে কবির পায়ের দাগ ধুয়ে গিয়েছিল।

৭)অসুখী একজন কবিতায় কার মাথায় কী নেমে এসেছিল?

উওর : অসুখী একজন কবিতায় কবির প্রিয়তমার মাথায় সময় বা বছর গুলো নেমে এসেছিল। যা তার কাছে শত বেদনাযুক্ত হলেও তিনি সেই যন্ত্রণা সহ্য করেই কবির ফিরে আসার অপেক্ষায় ছিলেন।।

৮)” শিশু আর বাড়িরা খুন হলো ” — শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন?

উওর : কবিতায় এক ভয়াবহ যুদ্ধের সম্পর্কে জানতে পারা যায়। সেই যুদ্ধের বীভৎসতা এবং নৃশংসতায় শিশু এবং বাড়িরা খুন হয়েছিল। যেহুতু যুদ্ধ কখনোই ছোট – বড়ো, ধনী গরীব দেখে না! সেজন্যই সেই যুদ্ধে শিশু এবং বাড়ির বড়ো সদস্যরাও প্রান হারিয়ে ছিলেন।

৯)যেখানে শহর ছিল, সেখানে যুদ্ধের পর কী ছড়িয়ে ছিল?

উওর : যেখানে শহর ছিল, সেখানে যুদ্ধের পর কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, মানুষের কালো রক্তের দাগ ছড়িয়ে ছিল। অর্থাৎ যুদ্ধ কবির শহরটাকে একদমই ধ্বংস করে ফেলেছিল।

১০)অসুখী একজন কবিতায় যুদ্ধের পরে সেই মেয়েটির কী হয়েছিল?

উওর : অসুখী একজন কবিতায় যুদ্ধের পরেও সেই মেয়েটি, অর্থাৎ কবির প্রিয়তমা বেঁচেছিলেন।

১১)”আমি তাকে ছেড়ে দিলাম ” – আমি কে? এবং এখানে কাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে?

উওর : অসুখী একজন কবিতার এই লাইনে আমি হলেন এই কবিতার কথক বা কবি সয়ং নিজেকে বুঝিয়েছেন। এবং এখানে কবির প্রেমিকা বা তাঁর ভালোবাসার মানুষটিকে তাঁর অপেক্ষায় দরজার দাড় করিয়ে রাখার কথা বলা হয়েছে।

১২)কবির অপেক্ষায় কে, কোথায় দাড়িয়েছিলেন?

উওর : অসুখী একজন কবিতায় কবির অপেক্ষায় তাঁর প্রেমিকা বা তাঁর ভালোবাসার মানুষটি তাঁর অপেক্ষায় দরজার দাড়িয়ে ছিলেন।।

আরো পড়ুনঃ  অসুখী একজন কবিতার বড় প্রশ্ন-উত্তর -এর জন্য এখানে CLICK করুন। 

মাধ্যমিক বাংলা ” আফ্রিকা ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ” অভিষেক  ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ”প্রলয় উল্লাস  ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ” সিন্ধুতীরে ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ” অস্ত্রের বিরুদ্ধে গান  ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

1 thought on “অসুখী একজন কবিতার MCQ & SAQ”

  1. Pingback: অসুখী একজন কবিতার বড় প্রশ্ন- উত্তর | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *