ভাত গল্পের প্রশ্ন উত্তর

bhat glper prashn uttar

পরীক্ষাপ্রস্তুতি : ভাত গল্পের প্রশ্ন উত্তর   প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে WWW.PARIKSHAPRASTUTI.ORG এক্সপার্ট টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যাতে উচ্চ মাধ্যমিকবাংলা  বিষয়ে ১০০% নাম্বার পেতে পারো তার জন্য আমাদের টীম তোমাদের জন্য বিষয় ভিত্তিক chapter wise সাজেশন নিয়ে আসবে ধারাবাহিক ভাবে। আজকে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা   ”ভাত” গল্পের Multiple choice questions and answers (MCQ), Short Answer Questions (SAQ) & Long Answer Questions(LAQ) এই প্রশ্ন উত্তর গুলি তোমাদেরকে  ১০০% প্রস্তুত করে তুলবে। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই ওয়েব পেজটি শেয়ার করবে। ”ভাত” গল্পের প্রশ্ন উত্তর। ”ভাত” গল্পের প্রশ্ন উত্তর। ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।ভাত গল্পের প্রশ্ন উত্তর।


ভাত গল্পের প্রশ্ন উত্তর


ভাত গল্পের বিষয়বস্তু 

 
মহাশ্বেতা দেবীর ভাত গল্প আমরা সুন্দরবনের বাদা অঞ্চলের চাষী উৎসব নাইয়া এর জীবনযাত্রা সম্পর্কে পরিচয় পাই। স্বাভাবিকভাবে জীবন পাত করা উৎসব নাইয়ার পরিবারে এক ঝড়ের রাতে বিশাল পরিবর্তন ঘটে।
 
স্ত্রী-পুত্র-কন্যাকে হারিয়ে উৎসব নাইয়া পাগলের মত হয়ে শহরের এক বড় বাড়িতে কাজের সন্ধান পায়। কিন্তু সেই দুর্বিষহ রাতের পর থেকে সে অভুক্ত তার পেটে একটিও ভাতের দানা পড়ে নি। অথচ অন্যদিকে সেই বড় বাড়িতে বিভিন্ন রকমের চাল ও ভাতের আনাগোনা। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর
 
গল্পটির মূল প্রেক্ষাপট বা বিষয় হল এটি, একদিকে খেতে না পাওয়া মানুষের আত্ম যন্ত্রণা অন্যদিকে তার বিপরীতে গড়ে ওঠা এক কুসংস্কারাচ্ছন্ন মানুষের মানসিকতা। উৎসব নাইয়া সামান্য এক মুঠো ভাতের জন্য আজ পরের বাড়িতে কাজ করতেও দ্বিধা বোধ করেনি কিন্তু সেখানে ভাতের অনেক ব্যবস্থা থাকলেও তা রীতি ও নিয়ম এর কাছে অচ্ছুত তে পরিণত হয়েছে।
 
অনেকদিন না খেতে পাওয়া উচ্ছব নাইয়া শেষে সহ্য করতে না পেরে বড় বাড়ির ফেলে দেওয়া ভাতের ডেকচি চুরি করতে বাধ্য হয়েছে। আর অনেকদিন পর তার পেটে ভাতের দানা পড়াতে সে সেই ব্যক্তির উপর ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে পুলিশ তাকে চোর মনে করে গল্পের শেষে জেলে নিয়ে গেছে।

ভাত  গল্পের MCQ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন – উত্তর 


সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন -MCQ (প্রশ্নমান – ১) ডাকাতের মা  (সতীনাথ ভাদুড়ী  )গল্পের প্রশ্ন উত্তর –  একাদশ বাংলা সাজেশন ২০২৩ –Class xi Bengali Suggestion 2023

[এখানে প্রতিটি প্রশ্নের  উত্তরের চারটি অপসন দেওয়া আছে ,আর মধ্যে প্রথমে নিজে নিজে একটি উত্তর বেছে নাও এবং তার পরে Show Ans. এর উপর ক্লিক করে correct answer মিলিয়ে নাও ]

1)“লােকটার চাহনি বড়ো বাড়ির বড়াে বউয়ের প্রথম থেকেই ভালাে লাগেনি। কারণ—
[A] লােকটা ভালােভাবে কথা বলতে পারে না।
[B] লােকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনাে বুনো।
[C]লােকটা দেখতে খারাপ
[D]লােকটা চোর।

Show Ans

Correct Answer: [B] লােকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনাে বুনো।

2)বড়াে বাড়ির বড়া বউয়ের প্রথম থেকেই ভালাে লাগেনি।
বড়াে বউয়ের কী ভালাে লাগেনি?
[A]লােকটার পরিচ্ছদ
[B] লােকটার হাসি
[C]লােকটার চাহনি
[D]লােকটার কথা।

Show Ans

Correct Answer:[C]লােকটার চাহনি

3)“এ সংসারে সবকিছুই চলে বড়াে পিসিমার নিয়মে।” বড়াে পিসিমা সম্পর্কে বড়াে বউয়ের–
[A]বড়াে পিসিমা।
[B]পিসি শাশুড়ি
[C]বড়াে জ্যাঠাইমা
[D]বড়াে ননদ।

Show Ans

Correct Answer:[B]পিসি শাশুড়ি

4)“খুবই অদ্ভুত কথা।”অদ্ভুত কথাটি হল–
[A] বড়াে বাড়ির সবকিছুই বড়াে পিসিমার নিয়মে চলে
[B]বড়াে বাড়িতে একটা শিব মন্দিরও আছে।
[C] বড়াে কর্তা দূরদর্শী লােক ছিলেন।
[D]বড়াে পিসিমার বিয়ে হয়নি।

Show Ans

Correct Answer:[D]বড়াে পিসিমার বিয়ে হয়নি।

5)অমন বড় লােকহয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। কারণ—
[A] কর্তা মহাশয়কে দেখার জন্য।
[B]বিয়েতে অনিচ্ছার জন্য
[C] সংসার ঠেলবার জন্য
[D]দেবতার সেবা করার জন্য।

Show Ans

Correct Answer:[C] সংসার ঠেলবার জন্য

6)বুড়াে কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। কারণ—
[A]বুড়াে কর্তার বয়স হয়ে গিয়েছিল
[B] বুড়াে কর্তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল।
[C]বুড়াে কর্তার বউ মারা গিয়েছিল
[D]বুড়াে কর্তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।

Show Ans

Correct Answer:[C]বুড়াে কর্তার বউ মারা গিয়েছিল

7)বড়াে বাড়িতে শিব মন্দিরও আছে’—বড়ো বাড়িতে কতগুলি শিবমন্দির আছে?
[A]দুটো 
[B]তিনটি 
[C]চারটি 
[D]অনেকগুলি 

Show Ans

Correct Answer:[A]দুটো 

8)“বুড়াে কর্তা এ রাস্তার সবগুলাে বাড়িই শিব-মহেশ্বর-ত্রিলােচন। -উমাপতি, এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন।” কারণ-
[A]তিনি ঈশ্বরভক্ত ছিলেন
[B]তিনি শৈব ছিলেন
[C] তিনি সমাজসেবক ছিলেন।
[D] তিনি দুরদর্শী লােক ছিলেন।

Show Ans

Correct Answer:[D] তিনি দুরদর্শী লােক ছিলেন।

9)“আমাদের বাসিনীর কে হয়। সেই ডেকে আনলে।”—বাসিনী উচ্ছবকে ডেকে এনেছিল কারণ—
[A] ঝড়জলে লােকটির দেশ ভেসে গেছে
[B]লােকটি খুব কাজের
[C]লােকটি খুব গরিব।
[D] লােকটি বাসিনীর আত্মীয়।

Show Ans

Correct Answer:[A] ঝড়জলে লােকটির দেশ ভেসে গেছে

10)ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?” উক্তিটির বক্তা–
[A] বাসিনী।
[B]বড়াে পিসিমা
[C]বড়াে বউ
[D] মেজো বউ।

Show Ans

Correct Answer:[B]বড়াে পিসিমা

11)ময়ুরছাড়া কার্তিক আসবে নাকি?” কার প্রসঙ্গে এই উক্তি?
[A]বুড়াে কর্তা
[B] মহানাম শতপতি
[C]উচ্ছব নাইয়া।
[D]সেজ ছেলে

Show Ans

Correct Answer:[C]উচ্ছব নাইয়া।

12)“তােমার শশুরই মরতে বসেচে বাছা।”—কারণ
[A] তার অনেক বয়স হয়েছে।
[B] তার লিভার ক্যানসার হয়েছে।
[C]পেটের অসুখ হয়েছে।
[D]তার হার্টের অসুখ হয়েছে।

Show Ans

Correct Answer:[B] তার লিভার ক্যানসার হয়েছে।

13)“সে জন্যই হােম-যজ্ঞি হচ্ছে।” এই হােম-যজ্ঞি হচ্ছে-
[A]শ্বশুরের জন্য
[B] উচ্ছবের জন্য
[C]চুন্নুনীর  মার জন্য।
[D]চুন্নুনীর জন্য।

Show Ans

Correct Answer:[A]শ্বশুরের জন্য

14)তার শ্বশুরই মরতে বসেছেন।” শ্বশুরের বয়স হয়েছিল–
[A]৭২ বছর 
[B]৮২  বছর 
[C]৮৩ বছর 
[D]৯২ বছর 

Show Ans

Correct Answer:[B]৮২  বছর 

15)’তাই বড়াে বউ জানত না।’- বড়াে বউ জানত না যে বিষয়টি তা হল-
[A]পিসিমা অবিবাহিত
[B]উৎসব নাইয়া কাজ করার উদ্দেশ্যে এসেছে।
[C]বাড়িতে হােম-যন্ত্র হচ্ছে।
[D] লিভারে ক্যানসার হয়।

Show Ans

Correct Answer:[D] লিভারে ক্যানসার হয়।

®HS English poem ”On Killing a Tree” by Gieve Patel MCQ SAQ & LAQ- এর জন্য এখানে ক্লিক করুন। 

16)“সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি।”বড়াে বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি। কারণ-
[A]তারা বেলা এগারােটার আগে ঘুম থেকে ওঠে না
[B] তারা খুব অলস
[C]তারা খুব স্বাধীনচেতা
[D]তারা বিদেশে থাকে

Show Ans

Correct Answer:[A]তারা বেলা এগারােটার আগে ঘুম থেকে ওঠে না

17)“…দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে?”—তাদের ক-টি দেবত্র বাড়ি ছিল?
[A]১৫ টি 
[B]১৬ টি 
[C]১৭ টি 
[D]১৮ টি 

Show Ans

Correct Answer:[D]১৮ টি 

18)বড়াে বাড়িতে যজ্ঞি-হােম করার জন্য তান্ত্রিক এনেছেন-
[A]বড়ো বউয়ের বাবা।
[B] মেজো বউয়ের বাবা।
[C]সেজো বউয়ের বাবা।
[D]ছােটো বউয়ের বাবা।

Show Ans

Correct Answer:[D]ছােটো বউয়ের বাবা।

19)কালাে বিড়ালের লােম আনতে গেছে–
[A] তান্ত্রিক
[B]উচ্ছব
[C] ভজন চাকর।
[D] মহানাম শতপতি।

Show Ans

Correct Answer:[C] ভজন চাকর।

20) “জেলে ফেলে কত রকম চাল থরে থরে সাজানাে আছে।” কারণ-
[A] এদের ক্যানিং থেকে চাল আসে।
[B]এদের বিলেত থেকে চাল আসে
[C] এদের বান্দা থেকে চাল আসে।
[D]এরা চাল কিনে আনে।

Show Ans

Correct Answer:[C] এদের বান্দা থেকে চাল আসে।

21) বড়াে বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন্ চালের ভাত খাওয়া হয় ?
[A] রামশাল
[B] কনকপানি
[C]পদ্মজালি।
[D] ঝিঙেশাল।

Show Ans

Correct Answer:[D] ঝিঙেশাল।

22)বড়াে বাড়িতে মাছের সঙ্গে কোন্ চালের ভাত খাওয়া হয় ?
[A] ঝিঙেশাল
[B]রামশাল
[C] কনকপানি
[D]পদ্মজালি।

Show Ans

Correct Answer:[B]রামশাল

23)বড়ো বাবু কোন্ চাল ছাড়া খান না?
[A] ঝিঙেশাল
[B]রামশাল।
[C]পদ্মজালি
[D]কনকপানি।

Show Ans

Correct Answer:[C]পদ্মজালি

24)বামুন চাকর-ঝিদের জন্য কোন চাল হয় ?
[A]কনকপানি
[B]মােটা-সাটা
[C]পদ্মজালি।
[D]রামশাল।

Show Ans

Correct Answer:[B]মােটা-সাটা

25)“চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।” বাদার লােকটার চোখ ঠিকরে বেরিয়ে আসে, কারণ-
[A]নানাবিধ চাল দেখে
[B] বড়াে বাড়ি দেখে
[C]যজ্ঞের আয়ােজন দেখে
[D] পিসিমার কথা শুনে।

Show Ans

Correct Answer:[A]নানাবিধ চাল দেখে

26)“এক মুষ্টি চাইল দে।”—উক্তিটি কে কাকে করেছে?
[A] বড়ো পিসিমা বড় বউকে
[B] বড়াে পিসিমা বাসিনীকে
[C]বাসিনী উৎসবকে
[D]উৎসব বাসিনীকে।

Show Ans

Correct Answer:[D]উৎসব বাসিনীকে।

27)“গ্রামের লােকজন বলে, মরেচে যারা তাদের ছরাদ্দ কত্তে হয়। গ্রামের লােকজন মৃত ব্যক্তিদের শ্রাদ্ধ করার জন্য খবর দেয়—
[A] উচ্ছবকে
[B]তান্ত্রিককে
[C] মহানাম শতপতিকে
[D]সাধনকে।

Show Ans

Correct Answer:[C] মহানাম শতপতিকে

28)“তা দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল।”—কারণ
[A]বৈশাখ মাসে ধান খড় হয়ে গেল।
[B]শ্রাবণ মাসে ধান খড় হয়ে গেল।
[C] পৌষ মাসে ধান খড় হয়ে গেল
[D] কার্তিক মাসে ধান খড় হয়ে গেল।

Show Ans

Correct Answer:[D] কার্তিক মাসে ধান খড় হয়ে গেল।

29)উচ্ছব কার কাছে কাজ করেই ক-মাস বেচে থাকে?
[A] মহানাম শতপতি
[B] বড়াে পিসিমা
[C] সতীশবাবু।
[D] সাধনবাবু।

Show Ans

Correct Answer:[C] সতীশবাবু।

30) “অ উচ্ছব, মনিবের ধান যায় তাে তুই কাঁদিস কেন ?” এ কথা বলেছিল-
[A] বড়াে কর্তা
[B] সতীশবাবু
[C] বামুন ঠাকুর
[D]সাধনবাবু।

Show Ans

Correct Answer:[B] সতীশবাবু


ভাত গল্পের SAQ –  ছোট প্রশ্ন-উত্তর 


সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ১) ভাত   (  মহাশ্বেতা দেবী    ) কবিতার  প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ – HS Bengali Suggestion 2023

১) বড়ােবউয়ের উচ্ছবকে ভালাে লাগেনি কেন ?
উত্তরঃ  উচ্ছবের বন্য চেহারা , উগ্র চাহনি এবং তার খাটো করে পরা নােংরা লুঙ্গি দেখে বড়বউয়ের উচ্ছবকে ভালাে লাগেনি ।

২)বামুন ঠাকুর বড়ােবউকে কী বলেছিল ?
উত্তরঃ বামুন ঠাকুর বড়ােবউকে বলেছিল যে , উচ্ছব ভাত খাওয়ার বিনিময়ে বড়াে বাড়িতে কাজ করবে ।

৩)  বড়ােপিসিমা বড়াে বাড়ির কে ছিলেন ?
উত্তরঃ বড়ােপিসিমা ছিলেন বাড়ির বুড়ােকর্তার অবিবাহিত বৃদ্ধা বােন এবং বড়ােবউমাসহ বাড়ির অন্য বউমাদের পিসিশাশুড়ি ।

৪) তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে । কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল ?

উত্তরঃ ঝড়ে – জলে উচ্ছবের সর্বনাশ হয়েছে , তার মানুষও ভেসে গেছে , সেজন্য সে কাদছে । কান্নার এই কারণ শুনে তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে ।

৫)“ শ্বশুরের ঘরে নাস ” – নার্স কাকে বলে ?

উত্তরঃ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোগীর সেবিকাকে নার্স বলে ।

৬)“ তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হত ” – কার জন্যে , কে শরবত করে দিতেন ?

উত্তরঃ ‘ভাত ‘ গল্পে বড়ো বাড়ির বড়ো বউ শ্বশুরমশাইয়ের জন্য শরবত করে দিতেন ।

৭)“ বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি ” – ‘ আহিংকে ‘ শব্দের অর্থ কী ?

উত্তরঃ এখানে ‘ আহিংকে ‘ শব্দের অর্থ হলো ‘ আকাঙ্ক্ষা ‘ ।

৮)গরিবের গতর এরা শস্তা দেখে ” – কে , কাকে , কাদের প্রসঙ্গে এই কথা বলেছিল ?

উত্তরঃ মহাশ্বেতা দেবীর ‘ ভাত ‘ গল্পের বাসিনী উচ্ছবকে বড়ো বাড়ির মানুষজনদের সম্বন্ধে এই কথা বলেছিল ।

৯)“ লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভাল লাগেনি ” — ভালো না লাগার কারণ কী ?

উত্তরঃ লোকটার চাহনি খুব উগ্র ছিল বলে বড়ো বাড়ির বড়ো বউয়ের ভালো লাগেনি ।

১০) উচ্ছবকে জেলখানায় কেন নিয়ে যাওয়া হয়েছিল ?

উত্তরঃ উচ্ছব ভাত খাওয়ার জন্যে বড়ো বাড়ির ভাতসুদ্ধ পিতলের ডেকচি নিয়ে স্টেশনে চলে গিয়েছিল । তাতে লোকেরা উচ্ছবকে চুরির অপবাদ দিয়ে জেলে নিয়ে গিয়েছিল ।

১১)“ চোখ ঠিকরে আসে তার ” — কী দেখে , কার চোেখ ঠিকরে আসে ?

উত্তরঃপাঁচ রকমের চাল দেখে উচ্ছবের চোেখ ঠিকরে আসে ।

১২)“ তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা ” কথাটি যিনি যাঁকে বলেছেন উভয়ের মধ্যে সম্পর্ক কী ?

উত্তরঃকথাটি যিনি যাঁকে বলেছেন উভয়ের মধ্যে পিসি শাশুড়ির ও ভাইপো – বৌ সম্পর্ক ।

১৩)“ তোমরা রা কাড়না ক্যান ” – কে , কাদের উদ্দেশে এই কথা বলেছিল ?

উত্তরঃআলোচ্য কথাটি উচ্ছব তার স্ত্রী – সন্তানদের উদ্দেশে বলেছিল ।

১৪. , বড়াে বাড়িতে তান্ত্রিক কে এনেছিলেন ?

উত্তরঃ বড়াে বাড়িতে ছােটো বউয়ের বাবা তান্ত্রিক ডেকে এনেছিলেন ।

১৫. যজ্ঞিহােমের জন্য কত পরিমাণ করে কাঠ লেগেছিল ? অথবা , যজ্ঞের জন্য কী কী কাঠ আনা হয় ?

উত্তরঃ যজ্ঞের জন্য বেল , ক্যাওড়া , তেঁতুল , বট , অশ্বথ প্রভৃতি গাছের আধ মন করে কাঠে লেগেছিল ।

১৬. ভজন চাকর কী করছিল ?

উত্তরঃ বড়াে বাড়ির ভজন চাকর যজ্ঞের জন্য কালাে বিড়ালের নােম সংগ্রহ করতে গিয়েছিল ।

১৭. তান্ত্রিক শ্মশান থেকে কী আনার ফরমাশ করেন ?

উত্তরঃ তান্ত্রিক শ্মশান থেকে বালি আনার ফরমাশ করেন ।

১৮. “ দেখাে না একতলায় গিয়ে । ” — একতলায় গেলে কী দেখা যায় ?

উত্তরঃ  বড়াে বাড়ির একতলায় গেলে দেখা যায় গােলায় গােলায় , স্তরে স্তরে বহু রকম চাল সাজানাে রয়েছে ।

১৯. , “ মেজ বউ উনােন পাড়ে বসেছে । ” — কী করতে মেজোবউ উনুন পাড়ে বসেছিল ?

উত্তরঃ শাশুড়ির বিধবা হওয়ার আশঙ্কায় তার জন্য নানারকম মাছ রান্না করার উদ্দেশ্যে মেজোবউ উনুনপাড়ে বসেছিল ।

২০. “ তার আসার কথা ওঠে না । ” — কার , কেন আসার কথা ওঠে না ?

উত্তরঃ বৃদ্ধ বুড়োেকর্তার চরম অসুস্থতার জন্য তার সেজো ছেলের বাড়িতে আসার কথা ওঠে না , কারণ সে বিলেতে থাকে ।

২১. “ বােঝা গেল যখন , তখন আর কিছুকরবার নেই । ” — কী বােঝা গেল এবং কী করার কিছু ছিল না ?

উত্তরঃ  বড়াে বাড়ির কর্তামশায়ের লিভার ক্যানসার হওয়ার কথা বােঝা গিয়েছিল এবং দেরিতে ধরা পড়ার জন্য ডাক্তারদের কিছু করার ছিল না ।

২২. “ … তখনও চাঁদ সূর্য উঠবে কি না । ” — উক্তিটিতে কোন্ সময়ের কথা বলা হয়েছে ?

উত্তরঃ বড়ােবউমার কাছে তার শ্বশুর ঠাকুর – দেবতার মতাে ছিল , তাই বড়ােবউমা তার শ্বশুরের মৃত্যুর পর চাঁদ – সূর্য উঠবে কি না এ কথা ভেবেছিল ।

২৩. , “ ডাক্তাররা বলে দিয়েছে বলেই তাে ….। ” — ডাক্তাররা কী বলে দিয়েছে ?

উত্তরঃ ক্যানসারে আক্রান্ত বড়াে বাড়ির বৃদ্ধ গৃহকর্তার শেষ সময় উপস্থিত হয়েছে — এ কথাই ডাক্তাররা বলে দিয়েছিল ।

২৪., “ ডাক্তাররা বলে দিয়েছে বলেই তাে … ” — ডাক্তাররা বলে দিয়েছে বলে কী করা হচ্ছিল ?

উত্তরঃ  ডাক্তাররা বড়াে বাড়ির গৃহকর্তার শেষ সময় এসে গেছে বলে দিয়েছে । তাই তাকে বাঁচানাের শেষ চেষ্টা হিসেবে সে বাড়িতে হামযজ্ঞ হচ্ছিল ।

২৫. “ বাদায় থাকে , অথচ ভাতের আহিংকে এতখানি । ” -বাদায় থাকা লােকদের ভাতের আকাক্ষা সাধারণত থাকে না কেন ?

উত্তরঃ  বাদা অর্থাৎ নিম্নভূমিতে জলের অভাব না থাকায় প্রচুর ধানের ফলন হয় । তাই বাদায় থাকা লােকেদের ভাতের আকাঙ্ক্ষা থাকে না বলে মনে করা হয়েছে ।

২৬. “ এসব কথা সত্যি না মিথ্যে কে জানে । ” — কোন্ কথা ? 

উত্তরঃ অবিবাহিতা বড়ােপিসিমা বলেছিলেন যে , শিব তাঁর পতিদেবতা । তাই তাঁকে যেন মানুষের সাথে বিয়ে দেওয়া না হয় । এখানে এই তথ্যের সত্যতা সম্বন্ধেই বলা হয়েছে ।

২৭.  … তার কাছে ঠাকুরদেবতা সমান । ” — কে , কার কাছে ঠাকুর – দেবতা সমান ?

উত্তরঃ বড়ােবউয়ের কাছে তার শ্বশুরমশাই অর্থাৎ বুড়ােকর্তা হলেন ঠাকুর – দেবতা তুল্য ।

২৮. “ আজ এই যজ্ঞি – হােম হচ্ছে । ” — হােমযজ্ঞের জন্য কোন্ কোন্ উপকরণ প্রয়ােজন ?

উত্তরঃ  হােমযজ্ঞ অনুষ্ঠানে বেল , ক্যাওড়া , অশ্বখ , বট , তেঁতুল — এই পাঁচপ্রকার গাছের আধ মন করে কাঠ , কালাে বিড়ালের লােম , শ্মশানের বালি ইত্যাদি উপকরণের প্রয়ােজন ।

২৯. কার নিয়মে সংসারের সব কিছুই চলে ?

উত্তরঃ  বড়াে বাড়ির সংসারের সব কিছুই বড়ােপিসিমার নিয়মে চলে ।

৩০. , শ্বশুর বড়ােবউয়ের কাছে কীসের মতাে ছিল ?

উত্তরঃ বড়ােবউয়ের কাছে তার শ্বশুর ঠাকুরদেবতার  

৩৭. , বুড়ােকর্তার বাড়িগুলির নাম কী ছিল ?

উত্তরঃ  ‘ ভাত ’ গল্পে বুড়ােকর্তার বাড়িগুলির নাম ছিল শিব , মহেশ্বর , ত্রিলােচন , উমাপতি ইত্যাদি 


ভাত গল্পের বড় -রচনাধর্মী প্রশ্ন-উত্তর -LAQ 


১) ” তুমি কি বুঝবে সতীশবাবু” – সতীশবাবু কি বুঝবে না ? সতীশবাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল ?

 
উত্তরঃ প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী’ র ভাত ছোটগল্পে উল্লিখিত বাক্যটিতে ভাত না খেতে পারার জ্বালা কে সতীশবাবু বুঝবে না বলে উৎসব উল্লেখ করেছেন। 
 
সুন্দরবনের বাদাবনে সতীশবাবু অবস্থাপন্ন চাষী কিন্তু উৎসব নাইয়া দের মত নদীর ধারে তার বাড়ি নয়। গল্পে আমরা সতীশ বাবুর দালান বাড়ির কথা জানতে পারি, যাকে উৎসব বলেছে তার পাকা বাড়ি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর
দুর্বিষহ ঝড়ের রাতের পরে যখন উৎসব নাইয়া তার পরিবারকে হারিয়েছিল তখন গ্রামের এই সতীশবাবুর ঘরে রোজ রান্না হতো এমনকি একদিন উৎসব তার কাছে দুমুঠো ভাত চাইলে সে দিতে অস্বীকার পর্যন্ত করেছে। উৎসবকে সতীশবাবু শেষপর্যন্ত এ কথা জানায় যে – তাকে ভগবান মারতে বসেছে অর্থাৎ সতীশবাবু তাকে বাঁচাতে পারবে না।
 
স্ত্রী পুত্রদের হারিয়ে উৎসব পাগলের মত হয়ে যায়, কিন্তু অগ্রাসি সমাজ সেই অবস্থাতেও অপঘাতে মৃত্যুর দায়ে তার স্ত্রী ও পুত্রের জন্য শ্রাদ্ধশান্তি করাতে বাধ্য করেছিল। সেই সমাজের এক প্রধান উৎসবকে একমুঠো ভাত পর্যন্ত দিতে অস্বীকার করে। এই আচরণ এর পরিপ্রেক্ষিতে উৎসব সতীশবাবু কে প্রশ্নে উল্লেখিত উক্তিটি করেছিল।
 
উৎসবের এরকম আচরণ দেখে সতীশবাবু মন্তব্য করে যে উৎসব পাগল হয়ে গেছে তাই বউ পুত্র মারা গেলে মানুষ যেখানে পাগল হয়ে যায় সেখানে এসে সতীশ বাবুর কাছে ভাত চেয়ে মরে। 
 

২)ভাত গল্পে যে ঝড় জলে রাতের কথা বলা হয়েছে তা বর্ণনা করো।

 
উত্তরঃ মহাশ্বেতা দেবীর ভাত গল্পে আমরা উৎসব নাইয়া নামে এক সর্বশান্ত কৃষকের কথা জানতে পারি। যে ছিল সুন্দরবনের বাদা অঞ্চলের একজন ভূমিহীন মজুর, তার পিতা হরিচরণ নাইয়া, এবং সে স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে মাতলা নদীর তীরে বসবাস করত। কিন্তু হঠাৎ করে এক ঝড় জলের রাত তার এই ক্ষুদ্র জীবনকে শেষ করে দিয়েছিল।
 
অনেকদিন পর সে পেট ভরে দুমুঠো ভাত খেয়ে ছিল কিন্তু তার স্ত্রী দেবতার গতিক ভালো নয় তা বুঝতে পারে। হঠাৎ করেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি, উৎসবের ঘরের মাঝখানের খুঁটিটি ধনুষ্টংকারের রোগীর মতো কাঁপতে থাকে। এরকম অবস্থায় উৎসব খুঁটিকে প্রাণপণে মাটির সঙ্গে চেপে রেখেছিল। কিন্তু মুহূর্তে উৎসবের বুঝতে সমস্যা হয়নি যে বসুন্ধরা সেই খুঁটিটি আর রাখতে চাইছে না।
 
প্রকৃতির ভাব বেগতিক দেখে সে ঠাণ্ডায় ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। এমন সময় সে দেখতে পাই মাফলার সাদা জলের ঢেউ বাতাসের গতিতে ছুটে আসছে, মুহুর্তের মধ্যে উৎসবের জীবনের সবকিছু শেষ হয়ে যায়, শেষমেষ উৎসব গাছ আঁকড়ে ধরে নিজের জীবনটাকে বাঁচিয়ে ছিল।
 
এরপর উৎসব তার স্ত্রী-পুত্র-কন্যাকে পাগলের মত খুঁজতে থাকে সে এত ব্যাকুল হয়ে পড়ে যে ত্রাণের দেওয়া খিচুড়ি পর্যন্ত সে গ্রহণ করেনি। ভাত গল্পের মূল চরিত্র উৎসব নাই আর যে পরিবর্তন আমরা দেখি অর্থাৎ সাধারণ চাষী থেকে পরের বাড়ির চাকর এর কাজ করা, এ সকল কিছুর পিছনে একমাত্র কারণ তার জীবনে সেই ঝড় জলের রাত।
 

৩)” দাঁতগুলো বের করে সে কামটের মত হিংস্র ভঙ্গি করে”  – কে কার প্রতি এরূপ আচরণ করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো ।

 
উত্তরঃ মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়া তার গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর প্রতি এরূপ আচরণ করেছিল। 
 
জীবনের দুর্বিষহ পরিবর্তনের পর উৎসব শহরের বড় বাড়িতে চাকর এর কাজ নেই। বড় বাড়ির বুড়ো কর্তার মৃত্যুর পর তার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বড় পিসিমা নির্দেশ দেয় যেন রান্না করা সমস্ত খাবার ফেলে দেয়া হয়। একথা শুনে মুহূর্তের মধ্যে অভুক্ত উৎসব ঠিক করে নাই সে কি করবে। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর
 
কারণ একমাত্র খাবারের উদ্দেশ্যে সে গ্রামের বাড়ি ছেড়ে শহরের বড় বাড়িতে বা শনির কাছে আশ্রয় নিয়েছিল। কিন্তু কঠোর সমাজ নিয়মের কাছে তার অভুক্ত পেট আত্ম ক্রন্দন কোন টি মূল্য পাইনি। সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে কিন্তু এক মুঠো ভাত এখনো পর্যন্ত সে পায়নি এই কারণে যখন সমস্ত রান্না করা খাবার ফেলে দিতে হবে শুনে তখনই সে হাড়ি ভর্তি ভাত নিয়ে পালাতে চেষ্টা করে।

কিন্তু বাসিনি তার ইচ্ছা বুঝতে পারে ও তাঁকে অনুরোধ জানাই – যে এই ভাত এখন অসৌচ তাই তা খেতে হবে না, বাসিনীর এই কথা শুনে উৎসব কামড়ের মতো হিংস্র ভঙ্গিতে তার দিকে ঘুরে দাঁড়ায়। আসলে খিদেটা একান্ত ব্যক্তিগত তা মানুষকে কখনো বোঝানো সম্ভব নয়।

এই কারণে নিজের খিদে নিবারণ করার জন্য উৎসব এই পথ বাঁচতে বাধ্য হয় কিন্তু যখন বাসিনি সমাজ সংস্কারের মত তাকে অশৌচ ভাত খেতে নিষেধ করেছে তখন সে আদিম প্রবৃত্তি জাতীয় পশুর মত হিংস্র হয়ে উঠেছে। তাই উপবাসী উৎসব এর কাছে এই ভাত তার একান্ত ক্ষুধা নিবারণের খাদ্যবস্তু, আর তাঁকে খাবার জন্য সেই হিংস্র হয়ে উঠেছিল। ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর

৪)“ আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের । ” ‘ আসল বাদা ’ কোনটা ? উচ্ছব আর আসল বাদাটার খোঁজ করতে পারল না কেন ? অথবা , “ সে বাদাটা বড়াে বাড়িতে থেকে যায় অচল হয়ে । ” কোন বাদাটা , কেন বড়াে বাড়িতে অচল হয়ে থেকে যায় ? 

উত্তরঃ মহাশ্বেতা দেবীর ভাত ’ গল্প থেকে সংগৃহীত উক্তিটিতে আসল বাদা ’ বলতে বােঝানাে হয়েছে উচ্ছবের গ্রামতুতাে বােন বাসিনীর মনিবের যে বাদা অঞলে ঝিঙেশাল , রামশাল , কনকপানি , পদ্মজালি , মােটা সাপটা ইত্যাদি ধান উৎপাদিত হতাে সেই অঞ্চলকে ।

গল্পে দেখা যায় , বাসিনী উচ্ছবকে বড়াে বাড়িতে নিয়ে এসেছে হােমযজ্ঞের কাঠ কাটার জন্য । উচ্ছব ভাত খেতে পাবে এই আশায় আড়াই মণ কাঠ কেটে ফেলে । সে অনেক দিন ধরে ভাত খেতে পায়নি , তাই সে ভাতের জন্য উতলা হয়ে ওঠে । কিন্তু তান্ত্রিকের বিধানে তার কাঙ্ক্ষিত ভাত খাওয়া অধরা থেকে যায় । কেননা অসুস্থ বুড়ােকর্তা মরে গিয়ে নাকি বাড়ির রান্না করা ভাত অশুচি করে দিয়েছে । তাই এই ভাত আর খাওয়া চলবে না । সংস্কার মতাে এই অশুচি ভাত ফেলে দেওয়ার দায়িত্ব পড়েছে উচ্ছবের ওপর । কিন্তু ভাতের ডেকচি হাতের নাগালে পেতেই উচ্ছব অশুচি ভাত খাওয়ার ব্যাপারে কোনােরূপ বাধানিষেধ মানতে রাজি নয় । মনের আনন্দে ভাত খেয়ে ভুখা পেটের খিদে মিটাবে এই আশায় সে ভাতের ডেকচি নিয়ে হনহন করে হাঁটতে শুরু করে । সে খুব দ্রুত স্টেশনে উপস্থিত হয় , এবং প্রাণভরে ভাত খেয়ে স্বর্গসুখ অনুভব করে । সব ভাত খেয়ে উচ্ছব ডেকচির কানা মাথা স্পর্শ করে ঘুমিয়ে পড়ে । আর এখানেই উচ্ছবের স্বর্গসুখের স্বপ্ন অপূর্ণ থেকে যায় । সকাল না হতেই পেতলের ডেকচি চুরি করার অপরাধে লােকজন উচ্ছবকে ধরে ফেলে এবং মারতে মারতে থানায় নিয়ে যায় । উচ্ছব একদিন যে আসল বাদাটার খোঁজ করার স্বপ্ন দেখেছিল , সেই বাদাটার খোঁজ করা তার আর সম্ভব হলাে না । এইভাবেই শেষ পর্যন্ত সেই আসল বাদাটা বড়াে বাড়িতে অচল হয়ে থেকে যায় ।

আরো পড়ুন :

HS English poem  ”Asleep in the Valley” by Arthur Rimbaud SAQ-এর জন্য এখানে ক্লিক করুন। 

HS English prose  ”Strong  Roots ” BY APJ ABDUL KALAM LAQ-এর জন্য এখানে ক্লিক করুন। 

HS English poem  ”Shall I compare thee to a summer’s day by William Shakespeare SAQ-এর জন্য এখানে ক্লিক করুন। 


FAQ:


‘ভাত’ গল্পের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন গুলি কি কি ?

উপরের প্রশ্ন চারটি ভাত গল্পের গুরুত্ব পূর্ন প্রশ্ন -উত্তর।

উচ্চ মাধ্যমিক ২০২৩ সালের পরীক্ষার ‘ভাত’ গল্পের সাজেশন কি ?

উপরের সবকটি প্রশ্ন উত্তর এবছরের সাজেশন হিসেবে পড়তে হবে।

‘ভাত’ গল্প থেকে কি এবছর বড় এপ্রশ্ন আসবেই ?

নাও আসতে তবে ”কে বাঁচায় কে বাঁচে” থেকে আসবেই।

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ কি পাওয়া ?

অবশ্যই পূর্ণাঙ্গ সাজেশন পাওয়া যাবে। নিয়মিত ওয়েবসাইট visit করুন।

ভাত গল্পের মুখ্য চরিত্র কে ?

উচ্ছব নাইয়া ওরফে উৎসব নাইয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *