BROTHERHOOD BY OCTAVIO PAZ SAQ CLASS XI WBCHSE

brotherhood-by-octavio-paz-saq-class-xi-wbchse

পরীক্ষা প্রস্তুতি :BROTHERHOOD BY OCTAVIO PAZ SAQ CLASS XI WBCHSE প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা  যারা ২০২৩ সালে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের সকলকে WWW.PARIKSHAPRASTUTI.ORG এক্সপার্ট টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যাতে একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে ১০০% নাম্বার পেতে পারো তার জন্য আমাদের টীম তোমাদের জন্য বিষয় ভিত্তিক chapter wise সাজেশন নিয়ে আসবে ধারাবাহিক ভাবে। আজকে  একাদশ শ্রেণীর ইংরেজি BROTHERHOOD কবিতা  থেকে ১ নাম্বারের  SAQ (SHORT  ANSWER QUESTION ) এর  সাজেশন ২০২৩ তুলে ধরা হল। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই ওয়েব পেজটি শেয়ার  করবে।

এখানে আলোচনা করা হয়েছে –

  1. The substance of the poem .
  2. কবিতাটির বাংলা সারাংশ। 
  3. কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তু। 
  4. কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ Short answer question (SAQ).

 

‘Brotherhood’ by Octavio Paz

এই কবিতাটিতে মূলত ক্লডিয়াস টলেমির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশিত হয়েছে। টলেমি ছিলেন এজন গ্রিক জ্যোতির্বিদ ও ভূগোলবিদ।  

The substance of the poem: standing under the starry sky, the speaker realizes that he or she is a common man or woman. His or her early existence is finite and bound by time. Life is very short, but the surrounding universe is enormous. Looking up at the night sky, he or she watches the stars that write his or her destiny.

কবিতাটির সারাংশ:  তারকাখচিত আকাশের নিচে দাঁড়িয়ে বক্তা বুঝতে পারেন যে তিনি একজন সাধারন পুরুষ অথবা নারী । তার পার্থিব অস্তিত্ব সসীম এবং সময়ের দ্বারা সীমাবদ্ধ । জীবন সংক্ষিপ্ত কিন্তু তার চারপাশে পরিব্যপ্ত মহাবিশ্ব বিপুলায়তন । রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি সেই সমস্ত তারাদের দেখেন যারা আমাদের ভাগ্য রচনা করে । প্রত্যক্ষ অনুভব এর মাধ্যমে বক্তা উপলব্ধি করেন যে, তার ভাগ্যলিপি পূর্বনির্ধারিত ।ঠিক সেই আত্মোপলব্ধির মুহূর্তে পাঠক তার ভাগ্যলিপি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন।

 

কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তু  : কবিতাটি বিশ্বব্রহ্মাণ্ড ও তার সকল সত্তা সমন্বিতভাবে ক্রিয়াশীল হওয়ার নিরিখে মানুষের তুচ্ছতা কে প্রকাশ করে । চিরন্তন সময়ের পরিপ্রেক্ষিতে মানব জীবনের সময়কাল অত্যন্ত ক্ষুদ্র । মানুষের জীবন ও কর্ম কান্ডের নিয়ন্ত্রণকারী মহাজাগতিক নিয়মগুলোকে মানুষ তার যুক্তিবোধের সীমাবদ্ধতার কারণে ব্যাখ্যা করতে অক্ষম । কিন্তু আমরা সকলে ইতিহাসের সঙ্গে এক সূত্রে সম্পর্কিত । প্রত্যেক জীবনের একটি উদ্দেশ্য আছে । এই মহাবিশ্ব এবং মানবতা  পরস্পর বিজড়িত । তারা একটি ছন্দ মেনে চলে ,যা তাদের একত্রেই বেঁধে রাখে।

 

Short Questions and Answers(S.A.Q.), Class 11, WBCHSE

1)How does the poet introduce himself in the poem ‘Brotherhood’? [Annual Exam. = 2019]

Ans. The poet introduces himself in the poem ‘Brotherhood’ as a man.

2)In the poem ‘Brotherhood’ what does Octavio Paz mean by ‘Little do I last’? Or. What does the expression ‘Little do I last’ refer to? [Annual Exam. = 2020]

Ans. By the expression ‘Little do I last’ Octavio Paz means that the lifespan of humans is transient.

3)How does the poet express the magnitude of the night in ‘Brotherhood’? [Annual Exam. = 2017]

Ans. The poet expresses the magnitude of the night in ‘Brotherhood’ by calling it enormous.

4) How is the night in Brotherhood’? [Annual Exam. = 2018]

Ans. The night is enormous.

5) Why is the night enormous?

Ans. The night is enormous because it represents the whole universe.

6)What does the poet of ‘Brotherhood’ see when he looks up? [Annual Exam. = 2017]

Ans. The poet of ‘Brotherhood’, Octavio Paz sees the stars that write the destiny of the poet when he looks up.

7)What do the stars write? [Annual Exam. = 2016, 2020]

Ans. The stars write the destiny of man as a part of the universe.

8)What do the stars control in the poem ‘Brotherhood’? [Annual Exam. = 2014]

Ans. The stars control the whole universe including man.

9) ‘Unknowing I understand’ – What does the poet understand? [Annual Exam. = 2014, 2018]

Ans. The poet understands that he was predestined like the other things of the universe.

10)Who spells out the poet’s destiny? [Annual Exam. = 2019]

Or. Who, according to Octavio Paz, writes the destiny of the man? [Annual Exam. = 2015, 2017]

Ans. The almighty god or the reader of the poet spells out the poet’s destiny.

11) What does the title ‘Brotherhood’ suggest?

Ans. The title ‘Brotherhood’ suggests the relationship among every element in the whole universe.

12)Who was Claudius Ptolemy?

Ans. Claudius Ptolemy was an astronomer and mathematician who lived in Rome around 100 AD.

***********একাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন *****************

**********দ্বাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তরে পেতে এখানে ক্লিক করুন। ***************

*********দশম শ্রেণীর শ্রেণীর আরো প্রশ্ন-উত্তরে পেতে এখানে ক্লিক করুন।***************

********WBP এবং KP পরীক্ষার MOCK TEST দিতে এখানে ক্লিক করুন ******************

2 thoughts on “BROTHERHOOD BY OCTAVIO PAZ SAQ CLASS XI WBCHSE”

  1. Pingback: Jimmy Valentine by O. Henry – questions and answers(S.A.Q.), class 11, WBCHSE | Pariksha Prastuti

  2. Pingback: ‘Karma’ by Khuswant Singh LAQ | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *