KOLKATA POLICE MOCK TEST-10 2022 আমাদের WWW.PARIKSHAPRASTUTI.ORG ওয়েব পেজের পক্ষ থেকে সর্বপ্রথমে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগী পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা চাকরির বাজারের এই কঠিন পরিস্থিতিতে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ওয়েব পেজে আসন্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন মকটেস্ট বা PRACTICE SET নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে এই ওয়েব পেজটি বন্ধুদের মাঝে শেয়ার করবে।,তাহলে আমরা আরো উৎসাহিত হব। এখানে আলোচনা করা হয়েছে কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য ONLINE MOCK TEST -10
Kolkata Police Constable Selection Process 2022
The recruitment of the Constable & Lady Constable Posts will be done through following steps:
Serial No. |
Selection Process Name |
Full Marks |
Step 1 |
Preliminary Exam |
100 Marks |
Step 2 |
Physical Efficiency Test (PET) / Physical Measurement Test (PMT) |
Qualifying Round |
Step 3 |
Final Exam |
85 Marks |
Step 4 |
Interview / Personality Test |
15 Marks |
Kolkata Police Constable Preliminary Exam Syllabus 2022:
Subjects |
Marks |
General Awareness and General Knowledge |
40 Marks |
Elementary Mathematics (Madhyamik standard) |
30 Marks |
Reasoning |
30 Marks |
Total |
100 Marks |
KP Constable Main / Final Exam Syllabus 2022:
Subjects |
Marks |
General Awareness and General Knowledge |
25 Marks |
English |
10 Marks |
Elementary Mathematics (Madhyamik standard) |
25 Marks |
Reasoning and Logical Analysis |
25 Marks |
Total |
85 Marks |
Kolkata Police Exam Pattern
Here are some essential points to note before appearing in the written exam. The aspirants must know the exam pattern to prepare accordingly and perform better in the written exam. The instructions in the Booklet should be gone through by a candidate. Also, take a note of the following points related to the Kolkata Police Constable Exam Pattern:
- The Written Test of the Kolkata Police Constable will have objective-type questions on Current Affairs, General Knowledge, General English, Elementary Mathematics, and Analytical Aptitude.
- The Answer Paper will be OMR based.
- Full marks of the written test will be 90 marks.
- The duration of the test will be 60 minutes.
- Negative marking will also be there of .25 marks per the wrong answer.
কলকাতা পুলিশে নিয়োগ পরীক্ষার লেটেস্ট আপডেট
কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য Preliminary লিখিত পরীক্ষার আয়োজন করা হবে খুব শীঘ্রই। এই পরীক্ষায় 100 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এই পরীক্ষার প্রশ্নপত্র হবে নেপালি ও বাংলা ভাষায়। পরীক্ষার সময়কাল হবে 1 ঘন্টা। ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার তারিখ এবং Admit Card প্রকাশের তারিখ জানতে এখানে ক্লিক করুন ।
KOLKATA POLICE MOCK TEST 10
আসন্ন কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ PRELIMINARY EXAMINATION এ General Awareness and General Knowledge অংশে মোট 40 Marks থাকবে। এই অংশে General Knowledge, Indian History, General English, Indian Geography অংশ মিলিয়ে মোট 40 টি MCQ Typer প্রশ্ন থাকবে।আমাদের www.parikshaprastuti.org এক্সপার্ট team কলকাতা পুলিশের নিশ্চিত সফলতার জন্য ধারাবাহিক ভাবে বিভিন্ন টপিকের উপর MOCK TEST বা PRACTICE SET নিয়ে আসবে। আজকে Indian History টপিকের উপর MCQ আলোচনা করা হয়েছে MOCK TEST -10 এ।
KOLKATA POLICE MOCK TEST 10
1)গদর দলের নেতা কে ছিলেন ?
[A]ভগৎ সিং
[B]লালা হরদয়াল
[C]বি.জি.তিলক
[D]ভি.ডি.সাভারকার
2)কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ আছে ?
[A]দীনবন্ধু
[B]নীলদর্পণ
[C]নীলদর্শন
[D]আনন্দমঠ
3)কৃষকপ্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
[A]ফজলুল হক
[B]জাফর আলী খান
[C]আল্লাহ বক্স
[D]করম শাহ
4)গোলামগিরি গ্রন্থটি কে লেখেন ?
[A]স্যার সৈয়দ আহমদ
[B]রাজা রামমোহন রায়
[C]জ্যোতিবা ফুলে
[D]বি.আর.আম্বেদকর
5)সুভাষ চন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি ?
[A]ইন্ডিয়ান ফ্রিডম পার্টি
[B]আজাদ হিন্দ ফৌজ
[C]রেভলুশনারি ফ্রন্ট
[D]ফরওয়ার্ড ব্লক
6)ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
[A]প্রফুল চাকি
[B]পুলিন দাস
[C]এস. এন. সান্যাল
[D]যতীন্দ্রনাথ মুখার্জী
7)কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠা করেন ?
[A]তিলক
[B]সুভাষ বোস
[C]সি.আর.দাশ
[D]রাসবিহারি বসু
8)হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ?
[A]সুরেন্দ্র নাথ ব্যানার্জী
[B]মতিলাল ঘোষ
[C]শিশির কুমার ঘোষ
[D]হরিশচন্দ্র মুখার্জী
9)বালগঙ্গাধর তিলক ১৯১৬ সালে কোথায় হোমরুল লীগ গড়ে তুলেন ?
[A]সাঁতার
[B]পুনে
[C]বেলগাঁও
[D]বেরার
10)হরিজন সেবক সঙ্ঘের প্রতিঠাতা কে ছিলেন ?
[A]বাল গঙ্গাধর তিলক
[B]মহাত্মা গান্ধী
[C]বাবা সাহেব আম্বেদকর
[D]মতিলাল নেহেরু
11)জাতীয়তাবাদী সংঠন ‘পুনা সার্বজনিক সভা ‘ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
[A]১৮৭০ সালে
[B]১৮৮৫ সালে
[C]১৮৯০ সালে
[D]১৯০০ সালে
12)]ঢাকার নবাব সলিমুল্লা ১৯০৬ সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠ্য করেন?
[A]ভারত সভা
[B]মুসলিম লিগ
[C]বেঙ্গল জমিদার সভা
[D]ভারতের কমিউনিস্ট পার্টি
13)আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ?
[A]সুভাষ চন্দ্র বসু
[B]রাসবিহারী বসু
[C]চিত্তরঞ্জন দাশ
[D]চক্রবর্তী রাজা গোপালচারী
14)হিন্দ স্বরাজ বইটি কে লিখেছিলেন ?
[A]গান্ধীজি
[B]তিলক
[C]মতিলাল নেহেরু
[D]সুভাষ চন্দ্র বসু
15)কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন ?
[A]যতীন দাস
[B]বটুকেশ্বর দত্ত
[C]প্রমথনাথ মিত্র
[D]অশ্বিনী কুমার দত্ত
16)”Drain of Wealth ” বইটির লেখক কে ?
[A]জওহরলাল নেহেরু
[B] দাদা ভাই নওরোজি
[C]মহাত্মা গান্ধী
[D]রমেশচন্দ্র দত্ত
17)সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং -এর নেতৃত্বে Indian National Army (INA) গঠিত হয় কত সালে ?
[A]১৯৪১ সালে
[B]১৯৪২ সালে
[C]১৯৪৩ সালে
[D]১৯৪৪ সালে
18)কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন ?
[A]মতিলাল নেহেরু
[B]চিত্তরঞ্জন দাশ
[C]রাজেন্দ্র প্রসাদ
[D]রাজা গোপালচারী
19)নিচের বই গুলির মধ্যে কোনটি স্বামী বিবেকানন্দের লেখা ?
[A]কথামৃত
[B]কথামালা
[C]বর্তমান ভারত
[D]এ নেশন ইন মেকিং
20)প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি ?
[A]ইন্ডিয়ান রিভিউ
[B]ফ্রি প্রেস অফ ইন্ডিয়া
[C]হিন্দুস্থান রিভিউ
[D]এসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া
21)”India Wins Freedom”বইটির লেখক কে ?
[A]জওহরলাল নেহেরু
[B]মৌলানা আবুল কালাম আজাদ
[C]সর্দার প্যাটেল
[D]মহাত্মা গান্ধী
22)কে নীলদসর্পন নাটকটির ইংরেজি অনুবাদ করেন ?
[A]রেভারেন্ড জেমস লং সাহেব
[B]উইলিয়াম কেরি
[C]সতীশ চন্দ্র মুখার্জী
[D]মাইকেল মধুসূদন দত্ত
23)কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে ?
[A]১৯১৬ খ্রিস্টাব্দে
[B]১৯২৯ খ্রিস্টাব্দে
[C]১৯৩০ খ্রিস্টাব্দে
[D]১৯৪০ খ্রিস্টাব্দে
24)খুদা-ই-ক্ষিতমাদগার বা ঈশ্বরের সেবক দলের নেতা কে ছিলেন ?
[A]মহম্মদ আলী জিন্না
[B]খান আব্দুল গফ্ফর খান
[C]আবুল কালাম আজাদ
[D]মহা আলী
25)অমৃত বাজার পত্রিকা কে প্রকাশ করেন ?
Edit Post
[A]সুরেন্দ্র নাথ ব্যানার্জি
[B]বারীন্দ্র ঘোষ
[C]কৃষ্ণ কুমার মিত্র
[D]শিশির কুমার ঘোষ
**********একাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন *****************
**********দ্বাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন। ***************
*********দশম শ্রেণীর শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন।***************
********WBP এবং KP পরীক্ষার MOCK TEST দিতে এখানে ক্লিক করুন ******************
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.