KOLKATA POLICE MOCK TEST-9 2022

KOLKATA POLICE MOCK TEST

KOLKATA POLICE MOCK TEST-9 2022 My dear competitive examinees first we are the expert team of the online web page WWW.PARIKSHAPRASTUTI.ORG give you a hearty welcome for your upcoming examination. We hope you will be prepared well in this challenging and hard competition market. Now our web page brings a MOCK TEST SERIES for the upcoming KOLKATA POLICE (KP) AND WEST BENGAL POLICE (WBP )examination. You share this page with your friend if you feel easy about our convenience. Today we present KOLKATA POLICE REQURTMENT MOCK TEST- 9

KOLKATA POLICE MOCK TEST-9 2022 আমাদের WWW.PARIKSHAPRASTUTI.ORG ওয়েব পেজের পক্ষ থেকে সর্বপ্রথমে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগী পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা  চাকরির বাজারের এই কঠিন পরিস্থিতিতে  ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ওয়েব পেজে  আসন্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন মকটেস্ট নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে এই ওয়েব পেজটি বন্ধুদের মাঝে  শেয়ার করবে।,তাহলে আমরা আরো উৎসাহিত হব। এখানে আলোচনা করা হয়েছে কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য ONLINE MOCK TEST -9 

KOLKATA POLICE MOCK TEST-9 2022

1)স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
[A]উইলিয়াম জোনস 
[B]হাইড ইস্ট 
[C]ডি. বেথুন 
[D]ডেভিড হেয়ার 

Show Ans

Correct Answer: [D]ডেভিড হেয়ার 

[১৮১৭ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ]

2)ব্রতচারী আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ?
[A]গুরু সদয় দত্ত 
[B]বালগঙ্গাধর তিলক 
[C]দয়ানন্দ সরস্বতী 
[D]স্বামী বিবেকানন্দ 

Show Ans

Correct Answer:[A]গুরু সদয় দত্ত 

[গুরু সদয় দত্ত ১৯৩২ সালে  ব্রতচারী আন্দোলন শুরু করেন ]

3)আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?
[A]রাজা রামমোহন রায় 
[B]জহর লাল নেহেরু 
[C]মহাত্মা গান্ধী 
[D]উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় 

Show Ans

Correct Answer:[A]রাজা রামমোহন রায় 

4)বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
[A]উইলিয়াম জোন্স 
[B]ড্রিঙ্কওয়াটার  বেথুন 
[C]ডেভিড  হেয়ার 
[D]লর্ড রিপন 

Show Ans

Correct Answer:[A]উইলিয়াম জোন্স

[ তিনি ১৭৮৪ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেন ]

5)মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (১৯৪০) মূল গুরুত্ব কি ছিল ?
[A]জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা 
[B]মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা 
[C]ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা 
[D]পাকিস্তান প্রস্তাব গ্রহণ 

Show Ans

Correct Answer:[D]পাকিস্তান প্রস্তাব গ্রহণ 

6)১৯২৭ সালের সাইমন কমিশন বয়কটের কারন কি ছিল ?
[A]কমিশনে ভারতীয় কোন মেম্বার ছিল না 
[B]এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল 
[C]কংগেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের সমর্থন কারী  
[D]উপরের কোনটি নয় 

Show Ans

Correct Answer:[A]কমিশনে ভারতীয় কোন মেম্বার ছিল না

  [ এই কমিটনের ৬ জন সদস্যের কেউ ভারতীয়  ছবির না ]

7)কোন ঘটনার পর মহাত্মা গান্ধী  অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ? 
[A]চৌরিচৌরা 
[B]নৌ বিদ্রোহ 
[C]ভারত ছাড় আন্দোলন 
[D]দলিত  হরিজন আন্দোলন 

Show Ans

Correct Answer:[A]চৌরিচৌরা 

[১৯২২ সালের ২৫ ফেব্রুয়ারী চৌরিচৌরা ঘটনায় আন্দোলনকারীরা ২২ জন পুলিশ কে জীবন্ত পুড়িয়ে মারলে গান্ধীজি ক্ষুদ্ধ  হয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন ]

8)কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি ”করেঙ্গে ইয়ে  মরেঙ্গে ” এর ডাক দিয়ে ছিলেন ?
[A]খিলাফত আন্দোলন 
[B]নৌ বিদ্রোহ 
[C]ভারত ছাড় আন্দোলন 
[D]দলিত  হরিজন আন্দোলন 

Show Ans

Correct Answer:[C]ভারত ছাড় আন্দোলন

  [১৯৪২ সালের ৭ আগস্ট গান্ধীজির নেতৃত্বে নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করলে গান্ধীজি  ”করেঙ্গে ইয়ে  মরেঙ্গে ” এর ডাক দিয়ে ছিলেন  উদ্দেশ্যে ]

9)ক্রিপস মিশন কবে ভারতে আসে ?
[A]১৯৪৬ খ্রিস্টাব্দে 
[B]১৯৪৭ খ্রিস্টাব্দে
[C]১৯৪৮ খ্রিস্টাব্দে
[D]১৯৪৯ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer:[A]১৯৪৬ খ্রিস্টাব্দে 

10)কোন সালে কার নেতৃত্বে ” চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন হয় ?
[A]১৯৩০ সালে মাস্টারদা সূর্য  সেনের নেতৃত্বে 
[B]১৯২৯ সালে বটুকেশ্বর দত্ত 
[C]১৯২৯ সালে শচীন্দ্র নাথ সান্যাল 
[D]১৯৩০ সালে রামপ্রসাদ বিসমিল 

Show Ans

Correct Answer:[A]১৯৩০ সালে মাস্টারদা সূর্য  সেনের নেতৃত্বে 

11)ভারতের স্বাধীনতা আইন কবে গৃহত হয় ? 
[A]জুন ,১৯৪৬ 
[B]জুলাই , ১৯৪৭ 
[C]আগস্ট ১৯৪৭ 
[D]আগস্ট,১৯৪৬ 

Show Ans

Correct Answer:[B]জুলাই , ১৯৪৭ 

12)১৯৪৬ সালের ১৬ আগস্ট দিনটিকে ”প্রত্যক্ষ সংগ্রাম দিবস” (Direct Action Day) হিসাবে ঘোষনা করেন কে ?
[A]গান্ধীজি 
[B]জওহর লাল নেহেরু 
[C]মহম্মদ আলী জিন্না 
[D]কেউই নয় 

Show Ans

Correct Answer:[C]মহম্মদ আলী জিন্না 

13)গান্ধীজি  গুজরাটের সবরমতি  আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেন কবে >? 
[A]১২ এপ্রিল  ,১৯২৫
[B]৭ আগস্ট ১৯৪২ 
[C]১২ মার্চ ,১৯৩০
[D]১৪ মে ,১৯৩৫

Show Ans

Correct Answer:[C]১২ মার্চ ,১৯৩০

14)কবে অজ্দ হিন্দ ফৌজ গঠিত হয় ?
[A]১ অক্টোবর ,১৯৩৯
[B]১০ আগস্ট ১৯৪০ 
[C]১১ মে ,১৯৪১ 
[D]১ সেপ্টেম্বর ,১৯৪২ 

Show Ans

Correct Answer:[D]১ সেপ্টেম্বর ,১৯৪২ 

15)কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
[A]১৯১৬ খ্রিস্টাব্দে 
[B]১৯২০ খ্রিস্টাব্দে 
[C]১৯২৩ খ্রিস্টাব্দে 
[D]১৯২৬ খ্রিস্টাব্দে 

Show Ans

Correct Answer:[B]১৯২০ খ্রিস্টাব্দে 

16)মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে ?
[A]১৯২৯ খ্রিস্টাব্দে 
[B]১৯৩৪ খ্রিস্টাব্দে
[C]১৯৪২ খ্রিস্টাব্দে
[D]১৯৩১ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer:[A]১৯২৯ খ্রিস্টাব্দে 

17)গান্ধীজির গন আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
[A]বারদৌলি 
[B]ডান্ডি 
[C]চৌরিচৌরা 
[D]চম্পারণ 

Show Ans

Correct Answer:[D]চম্পারণ

  [ ১৯১৫ সালে গান্ধীজি  দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফায়ার  আসেন।  ভারতে গান্ধীজির  গন আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয় ১৯১৭ সালে উত্তর বিহারের চম্পারন জেলাতে। এখানে নীলচাষিরা নীলকর সাহেবদের অমানবিক অত্যাচারের প্রতিবাদে আন্দোলন গড়ে তুললে  গান্ধীজি তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের নেতৃত্ব দেন ]

18)হোমরুল আন্দোলনের একজন নেতা ছিলেন —
[A] অ্যানি বেসান্ত 
[B]সুরেন্দ্র নাথ ব্যানার্জি 
[C]অরবিন্দ ঘোষ 
[D]বিপিন চন্দ্র পাল 

Show Ans

Correct Answer:[A] অ্যানি বেসান্ত 

19)বঙ্গভঙ্গ কবে রড করা হয় ?
[A]১৯০৫ খ্রিস্টাব্দে 
[B]১৯০৬ খ্রিস্টাব্দে 
[C]১৯১১ খ্রিস্টাব্দে 
[D]১৯১৯ খ্রিস্টাব্দে 

Show Ans

Correct Answer:[C]১৯১১ খ্রিস্টাব্দে 

20)প্রথম  বাংলা ভাগ কবে হয়েছিল ?
[A]১৯০০ খ্রিস্টাব্দে 
[B]১৯০২ খ্রিস্টাব্দে 
[C]১৯০৫ খ্রিস্টাব্দে 
[D]১৯০৭ খ্রিস্টাব্দে 

Show Ans

Correct Answer:[C]১৯০৫ খ্রিস্টাব্দে 

21)গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ?
[A]অসহযোগ আন্দোলন 
[B]আইন অমান্য আন্দোলন
[C]ভারত ছাড় আন্দোলন
[D]নীল চাষের বিরুদ্ধে আন্দোলন

Show Ans

Correct Answer:[A]অসহযোগ আন্দোলন 

22)ভারতের জাতীয়  কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ? 
[A]আবুল কালাম আজাদ 
[B]সৈয়দ আহমেদ খান 
[C]বদরুদ্দীন তৈয়াবাজি 
[D]ফজলুল হক 

Show Ans

Correct Answer:[C]বদরুদ্দীন তৈয়াবাজি 

23)স্বাধীনতার সময়কালে (১৯৪৭) ভারতের জাতীয় কংগ্রসের সভাপতি কে ছিলেন ?
[A]সি  রাজা গোপালচারী 
[B]জে  বি কৃপালিনী 
[C]জওহরলাল নেহেরু 
[D]মৌলানা আবুল কালাম আজাদ 

Show Ans

Correct Answer:[B]জে  বি কৃপালিনী 

24)কংগ্রেসকে ” আণুবীক্ষণিক সংখ্যা লঘিষ্ঠ  ” বলে কে সমালোচনা  করেছেন ?
[A]স্যার সৈয়দ আহমদ খান 
[B]লর্ড কার্জন 
[C]লর্ড ডাফরিন 
[D]থিওডোর বেক 

Show Ans

Correct Answer:[C]লর্ড ডাফরিন 

25)ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ সালে যে শহরে অনুষ্ঠিত হয়েছিল ,সেটি হল –
[A]কলকাতা 
[B]বোম্বাই 
[C]মাদ্রাজ 
[D]এলাহাবাদ 

Show Ans

Correct Answer:[B]বোম্বাই 

[১৮৮৫ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাই শহরে অক্টাভিয়ান হিউম এর উদ্যোগে। জাতীয় কংগ্রেসের প্ৰথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ]

26)জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষ্নৌ চুক্তি স্বাক্ষরিত হয় ?
[A]১৯০৭ সালে 
[B]১৯১১ সালে 
[C]১৯১৬ সালে 
[D]১৯১৯ সালে 

Show Ans

Correct Answer:[C]১৯১৬ সালে 

27)ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
[A]অ্যানি বেসান্ত 
[B]বিজয়লক্ষ্মী পন্ডিত 
[C]সরোজিনী নাইডু 
[D]সনিয়া গান্ধী 

Show Ans

Correct Answer:[A]অ্যানি বেসান্ত

  [তিনি ১৯১৭ জাতীয় কংগ্রেসের সভাপতি হন ]

28)ইন্ডিয়ান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ?
[A]উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় 
[B]সুরেন্দ্র নাথ ব্যানার্জি 
[C]লালা লাজপত রাই 
[D]দাদা ভাই নৌরজি 

Show Ans

Correct Answer:[B]সুরেন্দ্র নাথ ব্যানার্জি

[তিনি ১৮৭৬ সালে ইন্ডিয়ান এসোসিয়েশন  বা ভারত সভা গড়ে তুলেন ]

29)ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিতি লাভ করেছিলেন ?
[A]সুরেন্দ্রনাথ ব্যানার্জি 
[B]মহাত্মা গান্ধী 
[C]অ্যালান  অক্টাভিয়ান হিউম 
[D]মতিলাল নেহেরু 

Show Ans

Correct Answer:[C]অ্যালান  অক্টাভিয়ান হিউম 

30)কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ন  স্বরাজের দাবি জানানো হয় ?
[A]নাগপুর অধিবেশনে 
[B]অমৃতস্বর অধিবেশনে
[C]লাহোর অধিবেশনে
[D]কলকাতা অধিবেশনে

Show Ans

Correct Answer:[C]লাহোর অধিবেশনে

[১৯২৯ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ন স্বরাজের দাবি উত্থাপিত হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন জওহর লাল নেহেরু। এই অধিবেশনে ১৯৩০সালের ৩০ জানুয়ারি দিনটিকে স্বধীনতা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ]

 

**********একাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন *****************

 

**********দ্বাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন। ***************

 

*********দশম শ্রেণীর শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন।***************

 

********WBP এবং KP পরীক্ষার MOCK TEST দিতে এখানে ক্লিক করুন ******************

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *