KOLKATA POLICE MOCK TEST-12

KOLKATA POLICE MOCK TEST

পরীক্ষা প্রস্তুতি : KOLKATA POLICE MOCK TEST-12 আমাদের WWW.PARIKSHAPRASTUTI.ORG ওয়েব পেজের পক্ষ থেকে সর্বপ্রথমে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগী পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা  চাকরির বাজারের এই কঠিন পরিস্থিতিতে  ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ওয়েব পেজ আসন্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্য অনলাইন মকটেস্ট নিয়ে এসেছি তোমাদের ভালো লাগলে এই ওয়েব পেজটি বন্ধুদের মাঝে  শেয়ার করবে।,তাহলে আমরা আরো উৎসাহিত হব। KOLKATA POLICE MOCK TEST-12

Table of Contents

কলকাতা পুলিশে নিয়োগ পরীক্ষার লেটেস্ট আপডেট

KOLKATA POLICE MOCK TEST-12  কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য Preliminary লিখিত পরীক্ষার আয়োজন করা হবে খুব শীঘ্রই। এই পরীক্ষায় 100 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এই পরীক্ষার প্রশ্নপত্র হবে নেপালি ও বাংলা ভাষায়। পরীক্ষার সময়কাল হবে 1 ঘন্টা। ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার তারিখ এবং Admit Card প্রকাশের তারিখ জানতে এখানে ক্লিক করুন ।  MOCK TEST-12

KOLKATA POLICE MOCK TEST-12

আসন্ন কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ PRELIMINARY EXAMINATION এ General Awareness and General Knowledge অংশে মোট 40 Marks থাকবে। এই অংশে General Knowledge, Indian History, General English, Indian Geography অংশ মিলিয়ে মোট 40 টি MCQ Typer প্রশ্ন থাকবে।আমাদের www.parikshaprastuti.org এক্সপার্ট team কলকাতা পুলিশের নিশ্চিত সফলতার জন্য ধারাবাহিক ভাবে বিভিন্ন টপিকের উপর MOCK TEST বা PRACTICE SET নিয়ে আসবে। আজকে General knowledge ‘Computer’ টপিকের উপর MCQ আলোচনা করা হয়েছে MOCK TEST -12 

KOLKATA POLICE MOCK TEST-12

1)কম্পিউটার আবিষ্কার করেছিলেন —
[A]মার্ক জুকেরবার্গ 
[B]বিল গেটস 
[C]চার্লস ব্যাবেজ 
[D]মাইকেল ফ্যারাডে 

Show Ans

Correct Answer: [C]চার্লস ব্যাবেজ 

2)১৬ বিটস -এর সম্বনয়কে বলা হয় –
[A]নিবেল 
[B]মেমরিবল্ক 
[C]বাইট 
[D]ওয়ার্ড 

Show Ans

Correct Answer:[B]মেমরিবল্ক 

3)২০১৬ সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় – 
[A]ভারতে 
[B]অস্ট্রেলিয়া 
[C]ইংল্যান্ড 
[D]চিনে 

Show Ans

Correct Answer:[D]চিনে 

4)নিম্নলিখিত কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয় ?
[A]ওয়ার্ড পারফেক্ট 
[B]ওয়ার্ডস্টার 
[C]মাইক্রোসফট ওয়ার্ড 
[D]মাইক্রোসফট এক্সেল 

Show Ans

Correct Answer:[D]মাইক্রোসফট এক্সেল 

5)কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ‘LOGO ‘ – এর কার্সারে নিম্নলিখিত কোন নামটি দেওয়া হয়েছে —
[A]ফ্রগ 
[B]স্পাইডার 
[C]টারটেল 
[D]রোবট 

Show Ans

Correct Answer:[C]টারটেল 

6)USB কোন ধরনের স্টোরেজ ?
[A]প্রাইমারি 
[B]সেকেন্ডারি 
[C]টারসিয়ারি 
[D]কোনটি সঠিক নয় 

Show Ans

Correct Answer:[B]সেকেন্ডারি 

7)কম্পিউটার মনিটর হচ্ছে —
[A]একটি আউটপুট ডিভাইস 
[B]একটি ইনপুট ডিভাইস 
[C]একটি প্রসেসিং ডিভাইস 
[D]একটি স্টোরেজ ডিভাইস 

Show Ans

Correct Answer:[A]একটি আউটপুট ডিভাইস 

8)নিম্নলিখিত কোনটি বা কোনগুলি আউটপুট ডিভাইস -১.স্ক্যানার ২.স্পিকার ৩.পল্টার ৪.কীবোর্ড।
[A]কেবলমাত্র ১ ঠিক 
[B]কেবলমাত্র ২ ঠিক 
[C]২ ও ৩ ঠিক 
[D]১ও ২ ঠিক 

Show Ans

Correct Answer:[C]২ ও ৩ ঠিক 

9)আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় –
[A]বাইনারি নাম্বার সিস্টেম 
[B]Analog calculation method 
[C]Decimel numburing method 
[D]কোনটি সঠিক নয় 

Show Ans

Correct Answer:[A]বাইনারি নাম্বার সিস্টেম

10)CPU  -এর পুরো নাম কি?
[A]Central Processing Unit 
[B]Cable Processing Unit
[C]cable Producing Unit 
[D]Central Producing Unit 

Show Ans

Correct Answer:[A]Central Processing Unit 

11)নিম্নলিখিত কোনটিটি কম্পিউটার পিকচার ফাইলের  সঙ্গে সম্পর্কযুক্ত নয় ?
[A] .png
[B] .glf
[C] .jpeg
[D] .mdb

Show Ans

Correct Answer:[D] .mdb

12)নিচে দেওয়া কোনটি কম্পিউটারে প্রাইমারি মেমরি হিসাবে ব্যবহার করা হয় —
[A]ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস 
[B]ম্যাগনেটো অপটিক্যাল স্টোরেজ ডিভাইস 
[C]RAM 
[D]কোনটি নয় 

Show Ans

Correct Answer:[C]RAM 

13)মাল্টিপেল কমপিউটিং টাস্কের জন্য যখন তথ্যগুলিকে সাজিয়ে দেওয়া হয় ,তখন তাকে বলে – 
[A]মাল্টিটাস্কিং 
[B]মেমরি ম্যানেজমেন্ট 
[C]মাল্টিপ্রোগ্রামিং 
[D]নেটওয়ার্কিং 

Show Ans

Correct Answer:[B]মেমরি ম্যানেজমেন্ট 

14)বিশ্বজুড়ে বর্তমান যুগের কম্পিউটার ব্যবহারে কোন সংকেত ব্যবহার ও গ্রহণ করা হয় ?
[A]ISCII 
[B]ASCII
[C]EBCDIC 
[D]হেলিরিথ কোড 

Show Ans

Correct Answer:[B]ASCII

15)তথ্য তৈরির সময় নিম্নলিখিত কোন বেসটি কম্পিউটারে ব্যবহার করা হয় ?
[A]বাইনারি 
[B]হেক্সানারি 
[C]ট্যারসিনারি 
[D]কোনটি নয় 

Show Ans

Correct Answer:[A]বাইনারি 

16)নিম্নলিখিত  কোনটির  স্টোরিং স্পেস সর্বাধিক — 
[A]মেগাবাইট 
[B]গিগাবাইট 
[C]কিলোবাইট 
[D]টেরাবাইট 

Show Ans

Correct Answer:[D]টেরাবাইট 

17)২০১৫ সালের ডিসেম্বর মাসে NIIT কোন তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে শিক্ষাক্ষেত্রে সমঝোতা করেছে ?
[A]ইনফোসিস 
[B]উইপ্রো 
[C]TCS 
[D]HP 

Show Ans

Correct Answer: [D]HP 

18)কম্পিউটারের  প্রোগ্রামিং ত্রুটিকে বলাহয় —
[A]ফলিস 
[B]ভাইরাস 
[C]স্প্যাম 
[D]বাগস 

Show Ans

Correct Answer:[D]বাগস 

19)1 GB=———————- mb.
[A]100 mb 
[B]500 mb
[C]800 mb 
[D]1024 mb

Show Ans

Correct Answer:[D]1024 mb

20)ইন্টারনেট প্রযুক্তিতে ব্যবহৃত URL কথাটির অর্থ –
[A]Graphical Users Interface 
[B]Graphical User’s Information
[C]Graphical Users Interaction
[D]Graphical User’s Instruction

Show Ans

Correct Answer:[A]Graphical Users Interface 

21)এক বিট বলতে বোঝায় —
[A]Bionary informatics
[B]Bilingual information
[C]Bionary terminator 
[D]Bionary digit

Show Ans

Correct Answer:[D]Bionary digit

22)মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি ‘GSM’ -এর পুরো কথাটি হল-
[A]Geo station for mobility
[B]Global System for mobile 
[C] Geo satellite for mobile
[D]উপরের কোনটি নয় 

Show Ans

Correct Answer:[B]Global System for mobile 

23)GUI – এর সম্পূর্ণ রূপটি হল-
[A]Graphical User Interface
[B]Graphical User information 
[C]Graphical User Interaction
[D]Graphical User Instruction

Show Ans

Correct Answer:[A]Graphical User Interface

SERIES এর সমস্যা :-

24)AEI, BFJ, CGK,? 
[A]DLH
[B]EGF
[C]EFL
[D]DHL

Show Ans

Correct Answer:[D]DHL

25)CFL,IKM,OPQ,?
[A]UUU
[B]UST
[C]VUS
[D]TUV

Show Ans

Correct Answer:[A]UUU

আরো পড়ুনঃ 

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -1 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -2 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -3 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -4 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -5 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -6 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -7 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -8 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -9 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -10 -এর জন্য এখানে ক্লিক করুন। 
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার MOCK TEST -11 -এর জন্য এখানে ক্লিক করুন। 

2 thoughts on “KOLKATA POLICE MOCK TEST-12”

  1. I was very happy to uncover this great site. I need to to thank you for your time for this particularly wonderful read!! I definitely loved every little bit of it and I have you book marked to see new information on your web site.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *