KOLKATA POLICE MOCK TEST-4 2022 My dear competitive examinees first we are the expert team of the online web page WWW.PARIKSHAPRASTUTI.ORG give you a hearty welcome for your upcoming examination. We hope you will be prepared well in this challenging and hard competition market. Now our web page brings a MOCK TEST SERIES for the upcoming KOLKATA POLICE (KP) AND WEST BENGAL POLICE (WBP )examination. You share this page with your friend if you feel easy about our convenience. Today we present KOLKATA POLICE REQURTMENT MOCK TEST- 4
KOLKATA POLICE MOCK TEST-4 2022 আমাদের WWW.PARIKSHAPRASTUTI.ORG ওয়েব পেজের পক্ষ থেকে সর্বপ্রথমে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগী পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা চাকরির বাজারের এই কঠিন পরিস্থিতিতে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ওয়েব পেজে আসন্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন মকটেস্ট নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে এই ওয়েব পেজটি বন্ধুদের মাঝে শেয়ার করবে।,তাহলে আমরা আরো উৎসাহিত হব। এখানে আলোচনা করা হয়েছে কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য ONLINE MOCK TEST -4
KOLKATA POLICE MOCK TEST-4 2022
1)বর্তমান কোন মহাজন পদটি বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ?
[A]অঙ্গ
[B]কোশল
[C]মগধ
[D]অবন্তি
2)মগধের কোন শাসক ‘সোনিয়া ‘ নামে পরিচিত ছিলেন ?
[A]বিম্বিসার
[B]অজাতশত্রু
[C]মহাপদ্মনন্দ
[D]চন্দ্রগুপ্ত মৌর্য
3)ইন্ডিকার প্রণেতা কে?
[A]হেরোডোটাস
[B]মেগাস্থিনিস
[C]স্ট্র্যাবো
[D]প্লুটার্ক
4)আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন ?
[A]সিন্ধু
[B]ঝিলাম
[C]রবি
[D]ইরাবতী
5)আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন ?
[A]১৬ মাস
[B]১৯ মাস
[C]২০ মাস
[D]২৪ মাস
6)রাজতরঙ্গিনী বইটির লেখক কে ?
[A]ক্ষেমেন্দ্র
[B]কৌটিল্য
[C]কলহন
[D] মেগাস্থিনিস
7)নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
[A]বিম্বিসার
[B]মহাপদ্মনন্দ
[C]অজাতশত্রু
[D]ধননন্দ
8)সন্ধ্যাকর নন্দী কে ছহিলেন ?
[A]রামচরিত কাব্য গ্রন্থের রচয়িতা
[B]দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি
[C]দোঁহা রচয়িতা
[D]চিকিৎসক
9)মগধের প্রথম রাজধানী ছিল ?
[A]পাটলিপুত্র
[B]কাশী
[C]রাজগৃহ
[D]বৈশালী
10)সূর্যসিদ্ধান্ত বইটির লেখক কে?
[A]আর্যভট্ট
[B]বরাহমিহির
[C]বিন্দুসার
[D]অশোক
11)ভারতের ইতিহাসে কে কুনিক নাম পরিচিত ?
[A]বিম্বিসার
[B]অজাতশত্রু
[C]অশোক
[D] বিন্দুসার
12)সুলতানি আমলে কে ‘চাহলগানী ‘ অভিজাতদের পরাজিত করেছিলেন ?
[A]গিয়াসুদ্দিন বলবন
[B]ইলতুৎমিস
[C]আলাউদ্দিন খলজি
[D]মহম্মদ বিন তুঘলক
13)কে বাজার দর নিয়ন্ত্রণ করেন
[A]ফিরোজশাহ তুঘলক
[B]মহাম্মদ বিন তুঘলক
[C]আলাউদ্দিন খলজি
[D]সিকান্দর লোদী
14)দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে (দেবগিরি )রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন ?
[A]কুতুবুদ্দিন আইবক
[B]ইলতুৎমিস
[C]মহম্মদ বিন তুঘলক
[D]ফিরোজ শাহ তুঘলক
15)দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমন কার আমলে হয়েছিল ?
[A]বলবেন
[B]রাজিয়া
[C]জালালউদ্দিন খলজি
[D]ফিরোজ তুঘলক
16)’তকাভি ‘ বলতে কি বোঝায় ?
[A]কৃষক ঋণ
[B]এক ধরনের উর্বর জমি
[C]হিন্দুদের উপর আরোপিত কর
[D]অনুর্বর জমি
17)নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না ?
[A]কুতুবুদ্দিন আইবক
[B]ইলতুৎমিস
[C]রাজিয়া
[D]বলবন
18)দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
[A]মহম্মদ ঘোরী
[B]কুতুবুদ্দিন আইবক
[C]ইলতুৎমিস
[D]গিয়াসুদ্দিন বলবন
19)গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমন করেন ?
[A]১২ বার
[B]১৭ বার
[C]৫ বার
[D]২০ বার
20)দিল্লির সুলতানি শেষ শাসক কে ছিলেন ?
[A]আলাউদ্দিন এলাম শাহ
[B]ইব্রাহিম লোদী
[C]বহলুল লোদী
[D]সিকান্দর লোদী
21)দিল্লির কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর বানিয়েছিলেন ?
[A]ইলতুৎমিস
[B]বলবেন
[C]মহম্মদ বিন তুঘলক
[D]ফিরোজ শাহ তুঘলক
22)কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিজ খান ভারত আক্রমন করেছিলেন?
[A]ইলতুৎমিস
[B]আলাউদ্দিন খলজি
[C]মহম্মদ বিন তুঘলক
[D]গিয়াসুদ্দিন বলবেন
ফিরোজ শাহ তুঘলক
23)দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন ?
[A]কুতুবুদ্দিন আইবক
[B]ইলতুৎমিস
[C]বলবেন
[D]আলাউদ্দিন খলজি
24)সুলতানি আমলে “ইকতা” বলতে বোঝায় –
[A]একপ্রকার অভিবাদন
[B]একজন গুরূত্বপূর্ন কর্মচারী
[C]কোন গ্রাম বা বিশেষ ভূমি রাজস্ব অনুদান
[D]উপরের কোনটি নয়
25)দিল্লির সুলতানি আমলের একজন কবির নাম বলুন যাকে ‘হিন্দুস্থানের তোতাপাখি’ বলা হয় ?
[A]জিয়াসুদ্দীন বারানী
[B]উৎবি
[C]অলবিরুনি
[D]আমির খসরু
26)ইকতা প্রথার প্রবর্তন কে করেন ?
[A]মহম্মদ ঘোরী
[B]কুতুবুদ্দিন আইবক
[C]ইলতুৎমিস
[D]গিয়াসুদ্দিন বলবন
27)কোন সুলতান রেশনিং ব্যবস্থ্যা প্রবর্তন করেন ?
[A]গিয়াসুদ্দিন বলবন
[B]আলাউদ্দিন খলজি
[C]ফিরোজ তুঘলক
[D]মহম্মদ বিন তুঘলক
28)আমির খসরু কার সভাকবি ছিলেন ?
[A]বলবন
[B]আলাউদ্দিন খলজি
[C]গিয়াসুদ্দিন তুঘলক
[D]আকবর
29)নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন – ই – ইলাহী /তৌহিদ -ই – ইলাহী তে যোগ দেন ?
[A]মান সিংহ
[B]টোডরমল
[C]বীরবল
[D]ভগবন্ত দাস
30)হিন্দু নারীদের ”সতী ” প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?
[A]জাহাঙ্গীর
[B]শাহজাহান
[C]আকবর
[D]ঔরঙ্গজেব
31) সুল -ই -কুল নীতি কে প্রবর্তন করেন ?
[A]আকবর
[B]ঔরঙ্গজেব
[C]জাহান্দার শাহ
[D]মহম্মদ শাহ
32)সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় ?
[A]আকবর
[B]জাহাঙ্গীর
[C]শাহজাহান
[D]ঔরঙ্গজেব
33)মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে হত্যা করেছিলেন ,তিনি ছিলেন –
[A]তেগবাহাদুর
[B]নানক
[C]গোবিন্দ সিংহ
[D]অর্জুন সিংহ
34)রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন –
[A]জাহান্দার শাহ
[B]মুহম্মদ শাহ
[C]দ্বিতীয় আকবর
[D]বাহাদুর শাহ জাফর
35)”রজমনামা” যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হল –
[A]উপনিষদ
[B]রামায়ন
[C]গীতা
[D]মহাভারত
**********একাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন *****************
**********দ্বাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন। ***************
*********দশম শ্রেণীর শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন।***************
********WBP এবং KP পরীক্ষার MOCK TEST দিতে এখানে ক্লিক করুন ******************
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.