KOLKATA POLICE MOCK TEST-5 2022

KOLKATA POLICE MOCK TEST

KOLKATA POLICE MOCK TEST-5 2022 My dear competitive examinees first we are the expert team of the online web page WWW.PARIKSHAPRASTUTI.ORG give you a hearty welcome for your upcoming examination. We hope you will be prepared well in this challenging and hard competition market. Now our web page brings a MOCK TEST SERIES for the upcoming KOLKATA POLICE (KP) AND WEST BENGAL POLICE (WBP )examination. You share this page with your friend if you feel easy about our convenience. Today we present KOLKATA POLICE REQURTMENT MOCK TEST- 5

KOLKATA POLICE MOCK TEST-5 2022 আমাদের WWW.PARIKSHAPRASTUTI.ORG ওয়েব পেজের পক্ষ থেকে সর্বপ্রথমে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগী পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা  চাকরির বাজারের এই কঠিন পরিস্থিতিতে  ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ওয়েব পেজে  আসন্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন মকটেস্ট নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে এই ওয়েব পেজটি বন্ধুদের মাঝে  শেয়ার করবে।,তাহলে আমরা আরো উৎসাহিত হব। এখানে আলোচনা করা হয়েছে কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য ONLINE MOCK TEST -5

KOLKATA POLICE MOCK TEST-5 2022

1)’আইন -ই -আকবরী ‘ গ্রন্থের লেখক কে ?
[A]বাদাউনী 
[B]আবুল ফজল 
[C]শেখ মুবারক 
[D]ফৌজি 

Show Ans

Correct Answer: [B]আবুল ফজল 

2)মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা  কি ?
[A]উর্দু 
[B]ফার্সি 
[C]ফার্সি ও আঞ্চলিক ভাষা 
[D]তুর্কি 

Show Ans

Correct Answer:[B]ফার্সি 

3)কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?
[A]নাসক 
[B]জাবতি 
[C]কানকুট 
[D]গলাবক্সই 

Show Ans

Correct Answer:[C]কানকুট 

4)আবুল ফজলের রচনায় বর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন –
[A]ফারুক 
[B]মুশকিন 
[C]মনসুর 
[D]মুকুন্দ 

Show Ans

Correct Answer:[C]মনসুর 

5)কোন বছর পানিপথের দ্বিতীয়  যুদ্ধ হয়েছিল ?
[A]১৬০৫ খ্রিস্টাব্দে 
[B]১৭০৭ খ্রিস্টাব্দে
[C]১৭৫৭ খ্রিস্টাব্দে
[D]১৫৫৬ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer:[D]১৫৫৬ খ্রিস্টাব্দে

6)মুঘল সম্রাট শাহজাহান মারা  যান কত সালে ?
[A]১৬৫৮ খ্রিস্টাব্দে
[B]১৬৫৯ খ্রিস্টাব্দে
[C]১৬৬৬ খ্রিস্টাব্দে
[D]১৬৭০ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer:[C]১৬৬৬ খ্রিস্টাব্দে

7)জাহাঙ্গিরের সৌধ কোথায় অবস্থিত ?
[A]আগ্রা 
[B]দিল্লি 
[C]লাহোর 
[D]শ্রীনগর 

Show Ans

Correct Answer:[C]লাহোর 

8)ভারত আক্রমনে কে বাবর কে আমন্ত্রণ করেছিলেন ?
[A]ইব্রাহিম লোদী 
[B]সিকান্দর লোদী 
[C]দৌলত খাঁ লোদী 
[D]শের খাঁ 

Show Ans

Correct Answer:[C]দৌলত খাঁ লোদী 

9)কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন ?
[A]আকবর 
[B]জাহাঙ্গির 
[C]শাহজাহান 
[D]ঔরঙ্গজেব 

Show Ans

Correct Answer:[C]শাহজাহান 

10)’বাবরনামা ‘এর লেখক ছিলেন –
[A]আবুল ফজল 
[B]ফেরদৌসি 
[C]আফিক 
[D]বাবর 

Show Ans

Correct Answer:[D]বাবর 

11)খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?
[A]মাহমুদ লোদী 
[B]হিমু 
[C]রানা সঙ্গ 
[D]এঁদের কেউ নয় 

Show Ans

Correct Answer:[C]রানা সঙ্গ 

12)কোন মুঘল সম্রাট এর শাসনকালে নাদির শাহ ভারত আক্রমন করেছিলেন ?
[A]ফারুখশিয়ার 
[B]বাহাদুর শাহ 
[C]মহম্মদ শাহ 
[D]শাহ আলাম 

Show Ans

Correct Answer:[C]মহম্মদ শাহ 

13)কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন?
[A]জাহাঙ্গির 
[B]ঔরঙ্গজেব 
[C]শাহজাহান 
[D]বাহাদুর শাহ 

Show Ans

Correct Answer:[B]ঔরঙ্গজেব 

14)টোডরমল কে ছিলেন?
[A]শেরশাহের একজন মন্ত্রী 
[B]আকবরের রাজস্ব মন্ত্রী 
[C]মেবারের রাজপূত 
[D]জাহাঙ্গীরের সেনাপতি 

Show Ans

Correct Answer:[B]আকবরের রাজস্ব মন্ত্রী 

15)নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে যিনি আকবরের রাজসভায় প্রথম এসেছিলেন ,তিনি হলেন –
[A]নিকোলা কান্টি 
[B]ফ্র্যাসোয়া বার্নিয়ের 
[C]স্যার টমাস রো 
[D]মেগাস্থিনিস 

Show Ans

Correct Answer:[C]স্যার টমাস রো 

16)দীন -ই – ইলাহী  প্রবর্তন করেন ?
[A]ফিরোজ শাহ তুঘলক 
[B]মহম্মদ বিন তুঘলক 
[C]কবির 
[D]আকবর 

Show Ans

Correct Answer:[D]আকবর 

17)নিম্নলিখিত কোন রাজ্য আকবর জয় করতে পারেন নি ?
[A]কাশ্মীর 
[B]বাংলা 
[C]বিহার 
[D]আসাম 

Show Ans

Correct Answer:[D]আসাম 

18)ইস্টইন্ডিয়া কোম্পানি কার রাজত্ব কালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ?
[A]জাহাঙ্গীর 
[B]শাহজাহান 
[C]ঔরঙ্গজেব 
[D]প্রথম বাহাদুর শাহ 

Show Ans

Correct Answer:[A]জাহাঙ্গীর 

19)মুঘল ভারতে কে জিন্দাপীর নাম পরিচিত ?
[A]বাবার 
[B]আকবর 
[C]হুমায়ুন 
[D]ঔরঙ্গজেব 

Show Ans

Correct Answer:[D]ঔরঙ্গজেব

20)কনৌজের যুদ্ধে ১৫৪০ খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছেন ?
[A]বাবর 
[B]আকবর 
[C]হুমায়ুন 
[D]জাহাঙ্গীর 

Show Ans

Correct Answer:[C]হুমায়ুন 

21)হুমাযূননামা কার রচনা?
[A]আবুল ফজল 
[B]ফৈজী 
[C]বাদাউনী 
[D]গুলবদন বেগম 

Show Ans

Correct Answer:[D]গুলবদন বেগম

22)হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে নেন ?
[A]বাবার 
[B]আকবর 
[C]জাহাঙ্গীর 
[D]শাহজাহান 

Show Ans

Correct Answer:[B]আকবর 

23)মুঘল ইতিহাসে সুন্নিদের নিকট জিন্দাপীর নাম কে পরিচিত ছিলেন ?
[A]ঔরঙ্গজেব 
[B]আকবর 
[C]বাবার 
[D]হুমায়ূন 

Show Ans

Correct Answer:[A]ঔরঙ্গজেব

24) ‘বাবরনামা’ কে রচনা করেন ?
[A]আবুল ফজল 
[B]ফেরদৌসি 
[C]হুমায়ুন 
[D]বাবর 

Show Ans

Correct Answer:[D]বাবর 

25)প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
[A]১৫০০ খ্রিস্টাব্দে
[B]১৫১৯ খ্রিস্টাব্দে
[C]১৫২০ খ্রিস্টাব্দে
[D]১৫২৬ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer:[D]১৫২৬

26)বাহমনি  রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
[A]আলাউদ্দিন হাসান  বাহমান শাহ 
[B]প্রথম মহম্মদ শাহ 
[C]ফিরোজ শাহ 
[D]আহাম্মদ শাহ 

Show Ans

Correct Answer:[A]আলাউদ্দিন হাসান  বাহমান শাহ 

27)বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
[A]হুসেন শাহ 
[B]ইলিয়াস শাহ 
[C]সিকান্দর শাহ 
[D]গিয়াসুদ্দিন মামুদ শাহ 

Show Ans

Correct Answer:[D]গিয়াসুদ্দিন মামুদ শাহ 

28)বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
[A]ইলিয়াস শাহ 
[B]সিকান্দার শাহ 
[C]আজম শাহ 
[D]হামজা শাহ 

Show Ans

Correct Answer:[B]সিকান্দার শাহ 

29)সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ  খাঁ  উপাধিতে ভূষিত করা হয়েছিল ?
[A]জ্ঞানদাস 
[B]গোবিন্দ দাস 
[C ]মালাধর বসু 

[D]চন্ডী  দাস 

Show Ans

Correct Answer:[C ]মালাধর বসু 

30)’অমুক্ত মাল্যদা’  কে লিখেছেন ?
[A]বুক্ক 
[B]দ্বিতীয় হরিহর 
[C]কৃষ্ণদেব রায় 
[D]বীর নরসিংহ 

Show Ans

Correct Answer:[C]কৃষ্ণদেব রায় 

31)সুফিবাদ ভারতে প্রবেশ করে –
[A]একাদশ শতকে 
[B]দ্বাদশ শতকে 
[C]চতুর্দশ শতকে 
[D]ত্রয়োদশ শতকে 

Show Ans

Correct Answer:[B]দ্বাদশ শতকে  

32)’কিতাব-উল – হিন্দ’ বা  ;তহকিক-ই -হিন্দ’   কার রচনা ?
[A]আল মামুদি 
[B]অলবিরুনি 
[C]সুলেমান 
[D]ফিরদৌসী 

Show Ans

Correct Answer:[B]অলবিরুনি 

33)কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?
[A]৭১২ খিষ্টাব্দে 
[B]৭১৫ খিষ্টাব্দে 
[C]৭১৮ খিষ্টাব্দে 
[D]৭২১ খিষ্টাব্দে 

Show Ans

Correct Answer:[A]৭১২ খিষ্টাব্দে 

34) ”দাম”  কি ?
[A]শেরশাহ প্রবর্তিত মুদ্রা 
[B]আকবর প্রবর্তিত মুদ্রা 
[C]হুমায়ুন প্রবর্তিত মুদ্রা 
[D]জাহাঙ্গীর প্রবর্তিত মুদ্রা 

Show Ans

Correct Answer:[A]শেরশাহ প্রবর্তিত মুদ্রা 

35)চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমন করেছিলেন ?
[A]১২১১ খিষ্টাব্দে 
[B]১২২১ খিষ্টাব্দে 
[C]১৩৯৯ খিষ্টাব্দে 
[D]১৫২৬ খিষ্টাব্দে 

Show Ans

Correct Answer:[B]১২২১ খিষ্টাব্দে 

**********একাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন *****************

 

**********দ্বাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন। ***************

 

*********দশম শ্রেণীর শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন।***************

 

********WBP এবং KP পরীক্ষার MOCK TEST দিতে এখানে ক্লিক করুন ******************

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *