KOLKATA POLICE MOCK TEST-8 2022

KOLKATA POLICE MOCK TEST

KOLKATA POLICE MOCK TEST-8 2022 My dear competitive examinees first we are the expert team of the online web page WWW.PARIKSHAPRASTUTI.ORG give you a hearty welcome for your upcoming examination. We hope you will be prepared well in this challenging and hard competition market. Now our web page brings a MOCK TEST SERIES for the upcoming KOLKATA POLICE (KP) AND WEST BENGAL POLICE (WBP )examination. You share this page with your friend if you feel easy about our convenience. Today we present KOLKATA POLICE REQURTMENT MOCK TEST- 8

KOLKATA POLICE MOCK TEST-8 2022 আমাদের WWW.PARIKSHAPRASTUTI.ORG ওয়েব পেজের পক্ষ থেকে সর্বপ্রথমে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগী পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা  চাকরির বাজারের এই কঠিন পরিস্থিতিতে  ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ওয়েব পেজে  আসন্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন মকটেস্ট নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে এই ওয়েব পেজটি বন্ধুদের মাঝে  শেয়ার করবে।,তাহলে আমরা আরো উৎসাহিত হব। এখানে আলোচনা করা হয়েছে কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য ONLINE MOCK TEST -8

KOLKATA POLICE MOCK TEST-8 2022

1)কবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমন করেন?
[A]১১৯৪ খ্রিস্টাব্দে 
[B]১১৯৯ খ্রিস্টাব্দে
[C]১২০২ খ্রিস্টাব্দে
[D]১২০৬ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer: [C]১২০২ খ্রিস্টাব্দে

2)তরইনের  প্রথম যুদ্ধ (১১৯১) কার কার মধ্যে  হয়েছিল ?
[A]মহম্মদ ঘোরী  এবং রানা সঙ্গ 
[B]মহম্মদ ঘোরী  এবংরানা প্রতাপ 
[C]মহম্মদ ঘোরী  এবং পৃথ্বীরাজ চৌহান 
[D]মহম্মদ ঘোরী  এবং রানা সংগ্রাম সিংহ 

Show Ans

Correct Answer:[C]মহম্মদ ঘোরী  এবং পৃথ্বীরাজ চৌহান 

3)কবুলিয়ৎ এবং পাট্টা  কে প্রবর্তন করেন ?
[A]বাবর 
[B]শেরশাহ 
[C]আকবর 
[D]শাহজাহান 

Show Ans

Correct Answer:[B]শেরশাহ 

4)বক্সারের যুদ্ধ (১৭৬৪) কার কার মধ্যে হয়েছিল ?
[A]ব্রিটিশ এবং মীরকাশিমের মধ্যে 
[B]ব্রিটিশ এবং সিরাজদৌল্লার মধ্যে 
[C]ব্রিটিশ এবং মীরজাফরের মধ্যে 
[D]ব্রিটিশ এবং জাহাঙ্গীরের মধ্যে 

Show Ans

Correct Answer:[A]ব্রিটিশ এবং মীরকাশিমের মধ্যে 

5)মুন্ডা বিদ্রোহ (উলগুলান)-এর নেতৃত্ব কে দেন ?
[A]সিধো -কানু 
[B]বিরসা  মুন্ডা 
[C]সিধো -কানু এবং বিরসা  মুন্ডা 
[D]এদের কেউই নয় 

Show Ans

Correct Answer:[B]বিরসা  মুন্ডা 

6)সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
[A]সাঁওতাল বিদ্রোহ 
[B]চাকমা বিদ্রোহ 
[C]খাসি বিদ্রোহ 
[D]নীল বিদ্রোহ 

Show Ans

Correct Answer:[A]সাঁওতাল বিদ্রোহ 

7)সিপাহী বিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ ) সময় ভারতের বড়লাট কে ছিলেন ?
[A]উইলিয়াম বেন্টিঙ্ক 
[B]লর্ড কর্নওয়ালিস 
[C]লর্ড ডালহৌসি 
[D]লর্ড ক্যানিং 

Show Ans

Correct Answer:[D]লর্ড ক্যানিং 

8)টিপু সুলতান কার হাতে চূড়ান্ত ভাবে পরাজিত হন ?
[A]লর্ড ওয়েলেসলি 
[B]লর্ড কর্নওয়ালিস 
[C]লর্ড ডালহৌসি 
[D]লর্ড ক্যানিং 

Show Ans

Correct Answer:[A]লর্ড ওয়েলেসলি 

9)কোন বৎসর সুভাষ চন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমন ঘটেছিল ?
[A]১৯৩৯
[B]১৯৪০
[C]১৯৪১
[D]১৯৪২

Show Ans

Correct Answer:[C]১৯৪১

10)কবে জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ড ঘটেছিল ? 
[A]১৩ এপ্রিল ১৯১৯
[B]২১ এপ্রিল ১৯১৯
[C]২৫ এপ্রিল ১৯১৯
[D]২৬ এপ্রিল ১৯১৯

Show Ans

Correct Answer:[A]১৩ এপ্রিল ১৯১৯

11)’ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি কে দিয়েছিলেন ?
[A]মহা: ইকবাল 
[B]ভগৎ সিং 
[C]সুভাষ চন্দ্র বোস 
[D]লালা লাজপত রাই 

Show Ans

Correct Answer:[B]ভগৎ সিং 

12)নব্যবঙ্গ আন্দোলনের  প্রধান প্রবক্তা কে ছিলেন ?
[A]রামমোহন রায় 
[B]ডিরোজিও 
[C]দেবেন্দ্র নাথ ঠাকুর 
[D]ডেভিড হেয়ার 

Show Ans

Correct Answer:[B]ডিরোজিও 

13)সিরাজ-উদ -দৌল্লা কবে সিংহাসনে  বসেন ?
[A]১৭০৭ খ্রিস্টাব্দ 
[B]১৭৩৯ খ্রিস্টাব্দ
[C]১৭৫৬ খ্রিস্টাব্দ
[D]১৭৫৭ খ্রিস্টাব্দ

Show Ans

Correct Answer:[C]১৭৫৬ খ্রিস্টাব্দ

14)কে বলেছিলেন “সব লাল হো জায়েগা ” ?
[A]গুরু গোবিন্দ সিং 
[B]অজিত সিং 
[C]তেগ  বাহাদুর 
[D]রঞ্জিত সিং 

Show Ans

Correct Answer:[D]রঞ্জিত সিং

[পাঞ্জাবের সুকারচুকীয়া মিশেলের অধিপতি রঞ্জিত সিং “সব লাল হো জায়গা” উক্তিটি করেছিলেন। ]

15)পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল ?
[A]১৭৬০ খ্রিস্টাব্দে 
[B]১৭৬১ খ্রিস্টাব্দে 
[C]১৭৬২ খ্রিস্টাব্দে 
[D]১৭৬৩ খ্রিস্টাব্দে 

Show Ans

Correct Answer[B]১৭৬১ খ্রিস্টাব্দে

[এই যুদ্ধ আফগান নেতা  আহম্মদ শাহ আব্দালির সঙ্গে মারাঠাদের মধ্যে হয়েছিল ] 

[এই যুদ্ধ আফগান নেতা  আহম্মদ শাহ আব্দালির সঙ্গে মারাঠাদের মধ্যে হয়েছিল ] 

16)মুর্শিদ কুলি খাঁ  ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?
[A]মুঙ্গের 
[B]মুর্শিদাবাদ 
[C]গৌড় 
[D]পান্ডুয়া 

Show Ans

Correct Answer:[B]মুর্শিদাবাদ 

17)টিপু সুলতানের রাজধানী ছিল –
[A]মহীশূর 
[B]সেরেগাপট্টম 
[C]সৃঙ্গেরি 
[D]বেলুড় 

Show Ans

Correct Answer:[B]সেরেগাপট্টম

[হায়দার আলীর পুত্র টিপু সুলতান ছিলেন মহীশূরের  শাসক। তার রাজধানী ছিল সেরেগাপট্টম বা শ্রীরঙ্গপত্তম।তার আমলের শ্রেষ্ঠ ঘটনা হল শ্রীরঙ্গপত্তমের সন্ধি (১৭৯২) 

18)নাদির শাহ কবে ভারত আক্রমন করেন ?
[A]১৭৩৮ খ্রিস্টাব্দ 
[B]১৭৩৯ খ্রিস্টাব্দ 
[C]১৭৪০খ্রিস্টাব্দ 
[D]১৭৪১ খ্রিস্টাব্দ 

Show Ans

Correct Answer:[B]১৭৩৯ খ্রিস্টাব্দ 

19)শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
[A]১৬৭২ খ্রিস্টাব্দে 
[B]১৬৭৩ খ্রিস্টাব্দে
[C]১৬৭৪ খ্রিস্টাব্দে
[D]১৬৭৫ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer:[C]১৬৭৪ খ্রিস্টাব্দে

[শিবাজির  রাজ্যভিষেক হয়েছিল রায়গড় দুর্গে ]

20)কোন বছর শিবাজীর সঙ্গে রঞ্জিত সিংহের  অমৃতস্বরের সন্ধি স্বাক্ষরিত হয় ?
[A]১৮০৭  খ্রিস্টাব্দে 
[B]১৮০৮  খ্রিস্টাব্দে 
[C]১৮০৯  খ্রিস্টাব্দে 
[D]১৮১০  খ্রিস্টাব্দে 

Show Ans

Correct Answer:[C]১৮০৯  খ্রিস্টাব্দে 

21)বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?
[A]সিরাজ-উদ-দৌল্লা 
[B]মীরজাফর 
[C]মিরকাশিম 
[D]নজম-উদ-দৌল্লা 

Show Ans

Correct Answer:[A]সিরাজ-উদ-দৌল্লা 

22)মারাঠা রাজনীতিতে চানক্য কাকে বলা হয় ?
[A]দ্বিতীয় বাজীরাও 
[B]বালাজি বিশ্বনাথ 
[C]নারায়ন রাও 
[D]নানা ফরনবীশ 

Show Ans

Correct Answer:[D]নানা ফরনবীশ 

23)শিবাজির মৃত্যুর (১৬৮০খ্রি:) পর কে মারাঠা সিংহাসনে বসেন ?
[A]শিবাজি পুত্র শম্ভূজি  
[B]দ্বিতীয় শিবাজি 
[C]রাজারাম 
[D]তারাবাঈ 

Show Ans

Correct Answer:[A]শিবাজি পুত্র শম্ভূজি  

24)কোন বছর বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় ?
[A]১৭৬৫ খ্রিস্টাব্দ 
[B]১৭৯২ খ্রিস্টাব্দ 
[C]১৮০২ খ্রিস্টাব্দ 
[D]১৮০৫ খ্রিস্টাব্দ 

Show Ans

Correct Answer:[C]১৮০২ খ্রিস্টাব্দ 

25)সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ হয় কত সালে ?
[A]১৮২৯ খ্রিস্টাব্দে 
[B]১৮২০ খ্রিস্টাব্দে 
[C]১৮৫৬ খ্রিস্টাব্দে 
[D]১৮৫৭  খ্রিস্টাব্দে 

Show Ans

Correct Answer:[A]১৮২৯ খ্রিস্টাব্দে।

[রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ খ্রিস্টাব্দে সতীদাহপ্রথা নিষিদ্ধ আইন পাশ করেন। ]

26)হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাশ হয় ?
[A]১৮৫৫ খ্রিস্টাব্দে 
[B]১৮৫৬ খ্রিস্টাব্দে
[C]১৮৫৭ খ্রিস্টাব্দে
[D]১৮৫৮ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer:[B]১৮৫৬ খ্রিস্টাব্দে।

[ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে লর্ড ডালহৌসি ১৮৫৬ খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ  করেন ]

27)কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
[A]১৮১৫ খ্রিস্টাব্দে 
[B]১৮১৬ খ্রিস্টাব্দে 
[C]১৮১৭ খ্রিস্টাব্দে 
[D]১৮১৮ খ্রিস্টাব্দে 

Show Ans

Correct Answer:[C]১৮১৭ খ্রিস্টাব্দে 

28)আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
[A]লালা লাজপত রাই 
[B]বালগঙ্গাধর তিলক 
[C]দয়ানন্দ সরস্বতী 
[D]অরবিন্দ ঘোষ 

Show Ans

Correct Answer:[C]দয়ানন্দ সরস্বতী 

29)আলীগড় আন্দোলন শুরু করেছিলেন ?
[A] সৈয়দ আহমেদ খান 
[B]ম.এ.জিন্নাহ 
[C]এ.কে.আজাদ 
[D]মহম্মদ ইকবাল 

Show Ans

Correct Answer:[A] সৈয়দ আহমেদ খান 

30)আলিগড়  মুসলিম Anglo-Oriental College কবে স্থাপিত হয় ?
[A]১৮৬৮ খ্রিস্টাব্দ 
[B]১৮৭৫ খ্রিস্টাব্দ 
[C]১৮৮৩ খ্রিস্টাব্দ 
[D]১৯০৫ খ্রিস্টাব্দ 

Show Ans

Correct Answer:[B]১৮৭৫ খ্রিস্টাব্দ 

 

**********একাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন *****************

 

**********দ্বাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন। ***************

 

*********দশম শ্রেণীর শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন।***************

 

********WBP এবং KP পরীক্ষার MOCK TEST দিতে এখানে ক্লিক করুন ******************

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *