মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন ২০২৩

madhyamik bangla grammar

পরীক্ষা প্রস্তুতি : মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন ২০২৩ প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যারা এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ ,তোমার নিশ্চয়ই মাধ্যমিক বাংলা বিষয়ের ব্যাকরণের সাজেশন  খুঁজে চলেছ। তাই তোমাদের সুবিধার্থে-ই www.parikshaprastuti.org এক্সপার্ট টীম নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন ২০২৩ , যা পড়লে তোমরা বাংলা ব্যাকরণের ১ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অবশ্যই মাধ্যমিক ২০২৩ পরীক্ষায় কমন পাবেই পাবে। 

মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন ২০২৩

মাধ্যমিক বাংলা সমাসের সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর -১ নম্বরের 

১)‘ সমাস ‘ শব্দটির ব্যুৎপত্তি কী ?
Ans: ‘ সমাস ‘ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে পাওয়া যাবে সম্ – অপ্ + ঘঞ ।

২)সমাস  শব্দটির অর্থ কি ?

Ans: পদের মিলন। 

৩)উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো ।
Ans: সাধারণ ধর্ম থাকে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে আর উপমিত কর্মধারয় – এর ক্ষেত্রে সাধারণ ধর্ম থাকে না ।

৪)বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে ?
Ans: যে সমাসে একাধিক সমাসবদ্ধ পদের দ্বারা একটি দীর্ঘ সমস্তপদে উন্নীত হওয়া Seit Weed যায় , তাকে বলে বাক্যাশ্রয়ী সমাস । যেমন — ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি— জিতেপ্রিয় ।

৫)অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে ?
Ans: বহুব্রীহি ।

৬)উপমান কর্মধারয়ের একটি উদাহরণ দাও ।
Ans: তুষারের ন্যায় ধবল তুষারধবল ।

৭)মধ্যপদলোপী কর্মধারয় কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝখানের পদটি লুপ্ত হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে । যেমন — সিংহ চিহ্নিত আসন = 1 সিংহাসন ।

৮)সমাস কাকে বলে ?
Ans: পারস্পরিক অর্থগত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের একপদী করণকেই সমাস বলে ।

৯)‘ কর্মধারয় ‘ শব্দটির অর্থ কী ? কোন প্রসঙ্গে শব্দটির ব্যবহার করা হয় ?
Ans: কর্মকে যে ধারণ করে তাকে কর্মধারয় বলে । যে সমাসে সমস্যমান পদগুলি বিশেষ্য ও বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় , তাকে কর্মধারয় সমাস বলে ।

১০)‘ তৎপুরুষ ‘ শব্দটির সাধারণ অর্থ ও একটি বিশিষ্টতা লেখো ।
Ans: ‘ তৎপুরুষ ‘ শব্দটির সাধারণ অর্থ ‘ তার পুরুষ ‘ । এই সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদ দু’টির মধ্যে পরপদটি প্রধান হয় এবং পূর্বপদের কারকবোধক ও সম্বন্ধবোধক বিভক্তি বা অনুসর্গ লোপ পায় ।

১১)‘ বহুব্রীহি ‘ শব্দটির অর্থ কী ?
Ans: ‘ বহুব্রীহি যার ‘ অর্থাৎ অনেক ধান আছে যার ।

১২)সমস্ত পদ বা সমাসনিষ্পন্ন পদ কাকে বলে ?
Ans: পূর্ব ও উত্তর পদ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমস্ত পদ ।

১৩)সমস্ত পদের অন্য নাম কী ?
Ans: সমস্ত পদের অন্য নাম সমাসবদ্ধ পদ ।

১৪)একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দাও ।
Ans: আমরা > তুমি ও আমি । Se

১৫)নিত্য সমাস কাকে বলে ?
Ans: যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলে নিত্য সমাস ।

মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন 2023

মাধ্যমিক বাংলা কারকের সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর -১ নম্বরের 

১)কারক বলতে কি বোঝ ?

Ans: বাক্যে ক্রিয়া পদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। 

২)বিভক্তি কাকে বলে ?
Ans: যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলা হয় ।

৩)বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো ।
Ans: বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই , কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে ।

৪)শূন্য বিভক্তি কাকে বলে ?
Ans: যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নামপদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাদের বলে ‘ শূন্য ’ বিভক্তি ।

৫) নির্দেশক কাকে বলে ? বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো ।
Ans: কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায় । এই চিহ্নগুলিকে নির্দেশক বলে । বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে । অন্যদিকে নির্দেশকগুলি পদের বচন নির্দেশ করে ।

৬)প্রযোজক কর্তা কাকে বলে ?
Ans: কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে । যেমন – জিং প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছে ।

৭)সমধাতুজ কর্তার উদাহরণ দাও ।
Ans: গায়ক গায় ।

৮)ব্যতিহার কর্তা কাকে বলে ?
Ans: বাক্যের মধ্যে দু’টি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পন্ন করা বোঝালে তাকে বলা হয় ব্যতিহার কর্তা ।

৯)নিরপেক্ষ কর্তা কাকে বলে ?
Ans: একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে ।

১০)অকারক পদ কাকে বলে ? বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো ।
Ans: বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না , অথচ তার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকতে পারে — এই পদগুলিকেই বলে অকারক পদ । যেমন— সম্বন্ধ পদ ও সম্বোধন পদ ।


আরো পড়ুনঃ

মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনার সাজেশনের জন্য এখানে click করুন। 

মাধ্যমিক বাংলা বঙ্গানুবাদ সাজেশনের জন্য এখানে click করুন। 

মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশনের জন্য এখানে click করুন। 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *