মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যারা ২০২৩ সালে মাধ্যমিক দেবে , PRIKSHAPASTUTI .ORG এক্সপার্ট টিমের পক্ষ থেকে প্রথমেই তোমাদের অভিনন্দন জানাই।  যাতে তোমরা বাড়িতে বসে সুন্দর ভাবে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করছি তোমরা আমাদের দেওয়া সাজেশন গুলি ভালো করে পড়লে অবশ্যই মাধ্যমিকে চুড়ান্ত সফলতা লাভ করতে পারবে। আজকে তোমাদের সামনে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ( সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ) থেকে ১ নাম্বারের MCQ . ২ নাম্বারের SAQ এবং ৪ নাম্বারের LAQ প্রশ্ন উত্তর গুলি মাধ্যমিক ২০২৩ সাজেশন হিসেবে তুলে ধরা হল।

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (MCQ)
  1. সংবাদ প্রভাকর ‘ – এর সম্পাদক ছিলেন— 

(A) ভবানীচরণ 

(B) ঈশ্বর 

(C) গঙ্গাকিশোর ভট্টাচার্য 

(D) মার্শম্যান 

Ans: (B) ঈশ্বর গুপ্ত

  1. বামাবোধিনী ‘ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন— 

(A) সুকুমার দত্ত 

(B) উমেশচন্দ্র দত্ত

(C) দেবকুমার দত্ত গুপ্ত 

(D) সন্তোষকুমার দত্ত

Ans: (B) উমেশচন্দ্র দত্ত

  1. বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায়— 

(A) সোমপ্রকাশ 

(B) সমাচার দর্পণ 

(C) বেঙ্গল গেজেট

(D) দিগদর্শন 

Ans: (C) বেঙ্গল গেজে

4‘ গ্রামবার্ত্তা প্রকাশিকা ‘ – র সম্পাদক ছিলেন—

(A) ভোলানাথ মুখোপাধ্যায় 

(B) দীনবন্ধু মিত্র 

(C) হরিনাথ চট্টোপাধ্যায় 

(D) হরিনাথ মজুমদার 

Ans: (D) হরিনাথ মজুমদার

  1. জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয়— 

(A) ১৮০০ খ্রিস্টাব্দে 

(B) ১৮১৩ খ্রিস্টাব্দে

(C) ১৮২৩ খ্রিস্টাব্দে 

(D) ১৮৩৩ খ্রিস্টাব্দে

Ans: (C) ১৮২৩ খ্রিস্টাব্দে

  1. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন— 

(A) রামমোহন রায় 

(B) দেবেন্দ্রনাথ ঠাকুর 

(C) কেশবচন্দ্র সেন

(D) আনন্দমোহন বসু 

Ans: (C) কেশবচন্দ্র সেন

  1. ১৮৯৩ খ্রিস্টাব্দে বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়— 

(A) ইংল্যান্ডে 

(B) ফ্রান্সে 

(C) মার্কিন যুক্তরাষ্ট্রে 

(D) জার্মানিতে

Ans: (C) মার্কিন যুক্তরাষ্ট্রে

  1. কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ? 

(A) রবার্ট মে 

(B) ওয়ার্ড 

(C) উইলিয়াম কেরি 

(D) মার্শম্যান 

Ans: (C) উইলিয়াম কেরি

  1. ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম 

(A) শাস্তিসুধা ঘোষ 

(B) কল্পনা মিত্র

(C) প্রিয়ংবদা দেবী 

(D) চন্দ্ৰমুখী বসু 

Ans: (D) চন্দ্ৰমুখী বসু

  1. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য – 

(A) আশুতোষ মুখোপাধ্যায় 

(B) উমাপ্রসাদ মুখোপাধ্যায় 

(C) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 

(D) গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় 

Ans: (A) আশুতোষ মুখোপাধ্যায়

  1. ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপত্র ছিল – 

(A) সমাচার দর্পণ 

(B) পার্থেনন 

(C) সম্বাদ কৌমুদী 

(D) মিরাৎ – উল – আখবার 

Ans: (B) পার্থেনন

  1. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম এম.ডি. উপাধি প্রাপক – 

(A) মধুসূদন গুপ্ত 

(B) নীলরতন সরকার 

(C) ডা . মহেন্দ্রলাল সরকার 

(D) চন্দ্রকুমার দে 

Ans: (D) চন্দ্রকুমার দে

  1. রামমোহন রায় কার কাছ থেকে ‘ রাজা ’ উপাধি পেয়েছিলেন ? 

(A) দ্বিতীয় বাহাদুর শাহ 

(B) সম্রাট ফারুকশিয়ার

(C) জাহান্দার শাহ 

(D) দ্বিতীয় আকবর

Ans: (D) দ্বিতীয় আকবর

  1. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয়—

(A) 1872 

(B) 1878

(C) 1876 

(D) 1894 

Ans: (B) 1878

  1. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন— 

(A) লর্ড কার্জন 

(B) লর্ড ক্যানিং 

(C) লর্ড লিটন 

(D) লর্ড নথক 

Ans: (C) লর্ড লিটন

  1. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন— 

(A) লর্ড নর্থক 

(B) লর্ড কার্জন

(C) লর্ড ওয়েলেসলি 

(D) ওয়ারেন হেস্টিংস

Ans: (A) লর্ড নর্থক

  1. ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়— 

(A) বোম্বাই বিশ্ববিদ্যালয় 

(B) মাদ্রাজ বিশ্ববিদ্যালয় 

(C) বেনারস বিশ্ববিদ্যালয় 

(D) কলকাতা বিশ্ববিদ্যালয় 

Ans: (D) কলকাতা বিশ্ববিদ্যালয়

  1. গ্রামবার্ত্তাপ্রকাশিকা প্রকাশিত হতো— 

(A) কলকাতা 

(B) ঢাকা

(C) নদিয়া 

(D) কুষ্টিয়া থেকে

Ans: (D) কুষ্টিয়া থেকে

  1. ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে— 

(A) বাংলায় 

(B) দিল্লিতে 

(C) মাদ্রাজে 

(D) বোম্বাইয়ে 

Ans: (A) বাংলায়

  1. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়েছিল— 

(A) 1878

(B) 1892 

(C) 1882

(D) 1902 

Ans: (A) 1878

  1. বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় ? 

(A) ঊনবিংশ শতক

(B) বিংশ শতক 

(C) একবিংশ শতক

(D) অষ্টাদশ শতক

Ans: (A) ঊনবিংশ শতক

  1. ব্রহ্মানন্দ উপাধি কার ছিল ? 

(A) দেবেন্দ্রনাথ ঠাকুর 

(B) কেশবচন্দ্র সেন

(C) শিবনাথ শাস্ত্রী 

(D) আনন্দমোহন বসু

Ans: (B) কেশবচন্দ্র সেন

  1. রামকৃস্ল মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?

(A) 1872 

(B) 1892

(C) 1887 

(D) 1897 

Ans: (D) 1897

  1. আদি ব্রাহ্মসমাজ ‘ – এর প্রধান নেতা ছিলেন— 

(A) কেশবচন্দ্র সেন 

(B) আনন্দমোহন বসু 

(C) দেবেন্দ্রনাথ ঠাকুর

(D) শিবনাথ শাস্ত্রী 

Ans: (C) দেবেন্দ্রনাথ ঠাকুর

  1. বামাবোধিনী ‘ পত্রিকার সম্পাদক ছিলেন— (A) শিশিরকুমার ঘোষ 

(B) কৃস্লচন্দ্র মজুমদার 

(C) উমেশচন্দ্র দত্ত

(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ 

Ans: (C) উমেশচন্দ্র দত্ত

  1. সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়— 

(A) 1880 

(B) 1891

(C) 1895 

(D) 1878

Ans: (D) 1878

  1. সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন— 

(A) বেন্টিঙ্ক 

(B) ওয়ারেন হেস্টিংস

(C) লর্ড ওয়েলেসলি 

(D) রবার্ট ক্লাইভ

Ans: (A) বেন্টিঙ্ক

  1. ” বিধবা পুনর্বিবাহ আইন ‘ পাশ হয়— 

(A) 1856 

(B) 1900 

(C) 1857 

(D) 1875

Ans: (A) 1856 

  1. ব্রাহ্ম ধর্মের প্রবর্তক হলেন— 

(A) রামমোহন রায় 

(B) বিবেকানন্দ

(C) কেশবচন্দ্র সেন 

(B) দেবেন্দ্রনাথ ঠাকুর

Ans: (A) রামমোহন রায়

  1. বর্তমান ভারত ‘ রচনা করেন— 

(A) রামমোহন রায় 

(B) দেবেন্দ্রনাথ ঠাকুর

(C) কেশবচন্দ্র সেন 

(D) স্বামী বিবেকানন্দ 

Ans: (D) স্বামী বিবেকানন্দ

  1. মিরাৎ – উল – আখবার যে ভাষায় প্রকাশিত হতো তা – 

(A) ইংরেজি 

(B) পোর্তুগিজ 

(C) ফারসি 

(D) উর্দু 

Ans: (C) ফারসি

  1. ব্রাহ্মসমাজ ক’টি বিভাগে বিভক্ত হয় ? 

(A) এক 

(B) দুই 

(C) তিন 

(D) চার 

Ans: (C) তিন

  1. বাংলার বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন— 

(A) ফকির শাহ 

(B) মজনু শাহ

(C) কাঙাল হরিনাথ 

(D) লালন শাহ

Ans: (D) লালন শাহ

  1. বাংলার ইতিহাসে ‘ রেনেসাঁস ’ বা ‘ নবজাগরণ ‘ শব্দের প্রথম ব্যবহার করেন সম্ভবত – 

(A) সুমিত সরকার 

(B) সুশোভনচন্দ্র সরকার 

(C) শিপ্রা সরকার

(D) তনিমা সরকার 

Ans: (B) সুশোভনচন্দ্র সরকার

  1. বেথুন স্কুলে সর্বপ্রথম কে নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন ? 

(A) রাধাকান্ত দেব 

(B) রবীন্দ্রনাথ 

(C) মাইকেল মধুসূদন 

(D) মদনমোহন তর্কালঙ্কার 

Ans: (D) মদনমোহন তর্কালঙ্কার

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর SAQ 1 নম্বরের

প্রশ্নঃ – “নীলদর্পণ” নাটকটি কে লিখেছেন ?

উত্তরঃ – দীনবন্ধু মিত্র। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় ?

উত্তরঃ – ১৮৬০ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – “নীলদর্পণ” নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ?

উত্তরঃ – মাইকেল মধুসূদন দত্ত। 

প্রশ্নঃ – ‘গ্রামবার্তা প্রকাশিকাI’ পত্রিকাটি সম্পাদনাIকরেন কে?

উত্তরঃ – কাঙ্গাল হরিনাথ মজুমদার। 

প্রশ্নঃ – “‘গ্রামবার্তা প্রকাশিকাI’ ” পত্রিকায় কোন গ্রামের উল্লেখ রয়েছে ?

উত্তরঃ – কুষ্টিয়া জেলার কুমারখালী। 

প্রশ্নঃ – “‘গ্রামবার্তা প্রকাশিকাI’ ” পত্রিকা কবে প্রকাশিত হয় ?

উত্তরঃ – ১৮৬৩ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে। 

প্রশ্নঃ – হরিনাথ মজুমদারের প্রচলিত নাম কি ছিল ?

উত্তরঃ – কাঙ্গাল হরিনাথ। ( অন্যান্য নাম কাঙ্গাল ফিকির চাঁদ, ফিকির চাঁদ বাউল )

প্রশ্নঃ – হরিনাথ মজুমদার লিখিত বইগুলির নাম লেখো ?

উত্তরঃ – বিজয় বসন্ত , চারু চরিত্র , কবিতা কৌমুদী , অঙ্কুর সংবাদ , চিত্ত চপলা ,ফকিরের গীতাবলী। 

প্রশ্নঃ – কোন সময়টিকে বাংলা তথা ভারতের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় ?

উত্তরঃ – অষ্টাদশ শতককে। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয় ?

উত্তরঃ – ১৭৫৭ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?

উত্তরঃ – ১৮২৯ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?

উত্তরঃ – রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। 

প্রশ্নঃ – ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ – কেশব চন্দ্র সেন। 

প্রশ্নঃ – কবে বামাবোধিনী সভা স্থাপিত করা হয়?

উত্তরঃ – ১৮৬৩ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তরঃ – ১৮৬৩ খ্রিস্টাব্দে, আগস্ট।

প্রশ্নঃ – বামাবোধিনীIপত্রিকাটি’র সম্পাদকIকে ছিলেনI?

উত্তরঃ – অধ্যক্ষ উমেশচন্দ্র দত্ত। 

প্রশ্নঃ – বিধবা বিবাহ আইন কত সালে বাস্তবায়ন করা হয়?

উত্তরঃ – ১৮৫৬ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – একটি ইংরেজী সাপ্তাহিকIপত্রিকার নাম বলো?

উত্তরঃ – ” হিন্দু প্যাট্রিয়ট “.

প্রশ্নঃ – Hindu Patriot পত্রিকাটি কে সম্পাদন করেন?

উত্তরঃ – হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 

প্রশ্নঃ – কবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা টি প্রথম পাবলিশ করা হয়?

উত্তরঃ – ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ ই জানুয়ারি। 

প্রশ্নঃ – “হিন্দু প্যাট্রিয়ট ” পত্রিকাটি প্রকাশের সময় ভারতের বড়লাট কে ছিলেন ?

উত্তরঃ – লর্ড ডালহৌসি। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয় ?

উত্তরঃ – ১৮৫৫ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয় ?

উত্তরঃ – ১৮৫৭ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?

উত্তরঃ – ১৮৫৮ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – হুতুম পেঁচার নকশা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে পাবলিশ করা হয়?

উত্তরঃ – ১৮৬৪ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহের জন্ম হয় ?

উত্তরঃ – ১৮৪০ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহ মারা যান ?

উত্তরঃ – ১৯৭০ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ – ওয়ারেন হেস্টিংস। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতাI মাদ্রাসাI প্রতিষ্ঠাI করেন?

উত্তরঃ – ১৭৮১ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন?

উত্তরঃ – স্যার উইলিয়ম জোন্স। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে “এশিয়াটিক সোসাইটি ” স্থাপিত হয় ?

উত্তরঃ – ১৭৮৪ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কলকাতা এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন?

উত্তরঃ – স্যার উইলিয়ম জোন্স। 

প্রশ্নঃ – সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ – জোনাথান ডানকান। 

প্রশ্নঃ – বারানসী সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ – জোনাথান ডানকান ১৭৯২ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ – ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায়। 

প্রশ্নঃ – কে ‘ক্রমনিম্ন পরিস্রুতনীতি বা চ্যুঁইয়ে পড়া নীতি প্রবর্তন করেন?

উত্তরঃ – টমাস ব্যাবিংটন মেকলে। 

প্রশ্নঃ – Comity of Public Instruction এর সভাপতি কে ছিলেন?

উত্তরঃ – টমাস ব্যাবিংটন মেকলে।

প্রশ্নঃ – “মেকলে মিনিট” কবে প্রস্তাবিত হয় ?

উত্তরঃ – ১৮৩৫ খ্রিস্টাব্দে , ২ রা ফেব্রুয়ারী। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে মেকলে তার প্রতিবেদন “মেকলে মিনিট” বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কাছে পেশ করেন ?

উত্তরঃ – ১৮৩৫ খ্রিস্টাব্দে ২ রা ফেব্রুয়ারী। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ইংরেজি ভাষাকে সরকারি ভাবে বাস্তবায়িত করেন ?

উত্তরঃ – ১৮৩৫ খ্রিস্টাব্দের ৭ ই মার্চ। 

প্রশ্নঃ – কবে “ব্যাপ্টিক মিশন” প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ – ১৮০০ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – “ব্যাপ্টিক মিশন” প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ – উইলিয়াম কেরি।  শ্রীরামপুরে। 

প্রশ্নঃ – “জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন ” প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ – আলেকজান্ডার ডাফ। 

প্রশ্নঃ – ‘General Assemblies Institution’ এর বর্তমান নাম কী?

উত্তরঃ – স্কটিশ চার্চ কলেজ। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে কলকাতা “মেডিক্যাল কলেজ” স্থাপিত হয় ?

উত্তরঃ – ১৮৩৫ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কোথায় “থোমসোন ইঞ্জিনিয়ারিং কলেজ ” স্থাপিত হয় ?

উত্তরঃ – রুরকি – তে। 

প্রশ্নঃ – ১৮৩৫ খ্রিস্টাব্দে কোন কোন কলেজ স্থাপিত হয় ?

উত্তরঃ – কলকাতা মেডিক্যাল কলেজ , রুরকি -তে থমাসোন ইঞ্জিনিয়ারিং কলেজ , মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল , ও বোম্বাই এ এলফিনস্টোন ইনস্টিটিউশন। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ” কাউন্সিল অব এডুকেশন ” গঠিত হয় ?

উত্তরঃ – ১৮৪২ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কাকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনাকাটা বলা হয় ?

উত্তরঃ – উডের ডেসপ্যাচ কে। 

প্রশ্নঃ – ১৮৫৭ খ্রিস্টাব্দে কোন কোন কলেজ স্থাপিত হয় ?

উত্তরঃ – কলকাতা , বোম্বাই , ও মাদ্রাজ এই তিনটি কলেজ স্থাপিত হয়। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে  লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ?

উত্তরঃ – ১৮৮২ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

উত্তরঃ – স্যার জেমস উইলিয়াম কোনভিল। 

প্রশ্নঃ – কলকাতার “আজাদ হিন্দ বাগ ” এর পূর্ব নাম কি ছিল ?

উত্তরঃ – হেদুয়া দীঘি। 

প্রশ্নঃ – “ক্যালকাটা ফিমেল স্কুল ” কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ – নন এলিয়ট ডিঙ্কওয়াটার বেথুন ( বেথুন সাহেব ).

প্রশ্নঃ – “ক্যালকাটা ফিমেল স্কুল ” এর বর্তমান নাম কি ?

উত্তরঃ – বেথুন স্কুল। 

প্রশ্নঃ – “ক্যালকাটা ফিমেল স্কুল ” কত সালে স্থাপিত হয় ?

উত্তরঃ – ১৮৪৯ খ্রিস্টাব্দে ৭ ই মে। 

প্রশ্নঃ – ” কন্যাপ্যেবং পালনীয় শিক্ষানিয়তি যত্নতঃ ” কথাটির অর্থ কি ?

উত্তরঃ – এর অর্থ হলো – পুত্রের মতো কন্যাকেও একইভাবে পালন করতে হবে এবং অত্যন্ত যত্নসহকারে শিক্ষা দিতে হবে। 

প্রশ্নঃ – ভারতের প্রথম মহিলা এম.এ পাশ করেন কে ?

উত্তরঃ – চন্দ্রমুখী বসু। 

প্রশ্নঃ – ‘Hindu Female School’ বা হিন্দু বালিকাI বিদ্যালয় কে স্থাপন করেন?

উত্তরঃ – 1849 খ্রিস্টাব্দের 7 ই মে বেথুন সাহেব।

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে বেথুন সাহেব মারা যান ?

উত্তরঃ – ১৮৫১ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – প্রথম কোন ভারতীয়র শবব্যবচ্ছেদ করা হয় ?

উত্তরঃ – ১৮৩৬ খ্রিস্টাব্দের ১০ ই জানুয়ারি মধুসূদন দত্ত এর। 

প্রশ্নঃ – ‘London Farmakopiya’ গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন কে?

উত্তরঃ – ১৮৪৯ খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত। 

প্রশ্নঃ – মধুসূদন গুপ্ত বাংলায় অনুবাদকৃত গ্রন্থগুলির নাম লেখো ?

উত্তরঃ –  লন্ডন ফার্মাকোপিয়া ( ১৮৪৯) , অ্যানাটমি ( ১৮৫৩ ) , অ্যানাটমিস্টস ভ্যাডে-মেকাম। 

প্রশ্নঃ – বিশ্বiবিদ্যালয় আইন কবে পাশiহয়?

উত্তরঃ – ১৮৫৭ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – Kolkata University এর প্রথম উপাচার্যI নিযুক্ত হন কে?

উত্তরঃ – স্যার উইলিয়াম জেমস কোলভিন। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বি.এ. পরীক্ষা আয়োজিত হয় ?

উত্তরঃ – ১৮৫৮ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – এশিয়ার প্রথম ডি.লিট ডিগ্রি প্রাপক ছাত্রের নাম কি ?

উত্তরঃ – বেণীমাধব বড়ুয়া। 

প্রশ্নঃ – কে ‘ব্রাহ্ম সভাi’ প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ – রাজা রামমোহন রায়। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ” ব্রাহ্ম সভা ” প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ – ১৮২৮ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কে কত খ্রিষ্টাব্দে ‘ব্রাহ্মiসমাজ’ প্রতিষ্ঠাiকরেন?

উত্তরঃ – ১৮৩০ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। 

প্রশ্নঃ – কার চেষ্টায় ‘সতীদাহ প্রথা’ নিষিদ্ধ হয়?

উত্তরঃ – ১৮২৯ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। 

প্রশ্নঃ – কে ‘সতীদাহ প্রথাi’ নিবারণ আইনi পাশ করেনi?

উত্তরঃ –  লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ( ১৮২৯ )

প্রশ্নঃ – ‘তত্ত্ববোধিনী সভাI’ কে প্রতিষ্ঠাIকরেন?

উত্তরঃ – ১৮৩৯ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ” তত্ত্ববোধিনী পত্রিকা ” প্রকাশিত হয় ?

উত্তরঃ – ১৮৪৩ খ্রিস্টাব্দে।  ( দেবেন্দ্রনাথ ঠাকুর )

প্রশ্নঃ – ব্রহ্মানন্দ কার উপাধি ছিল ?

উত্তরঃ – কেশবচন্দ্র সেনের। 

প্রশ্নঃ – কেশবচন্দ্র সেনকে ব্রহ্মাIনন্দ উপাধি কে প্রদাIনIকরেন?

উত্তরঃ – দেবেন্দ্রনাথ ঠাকুর। 

প্রশ্নঃ – সর্বভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ – ১৮৬৬ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ” তিন আইন ” পাশ হয় ?

উত্তরঃ – ১৮৭২ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ- ভারতীয় নবজাগরণের অগ্রদুত কাকে বলাi হয়?

উত্তরঃ – রাজা রামমোহন রায়কে। 

প্রশ্নঃ – কাকে ভারতেরiপ্রথম আধুনিক মানুষ বলাiহয়?

উত্তরঃ – রাজা রামমোহন রায়কে। 

প্রশ্নঃ – “হিন্দু কলেজ” কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?

উত্তরঃ – ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ শে জানুয়ারি। 

প্রশ্নঃ – হিন্দু কলেজের বর্তমানiনাম কী?

উত্তরঃ – প্রেসিডেন্সি কলেজ। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ” হিন্দু কলেজ ” এর নাম বদলে ” প্রেসিডেন্সি কলেজ ” নামকরণ করা হয় ?

উত্তরঃ – ১৮৫৫ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – Hindu College কে প্রতিষ্ঠাiকরেন?

উত্তরঃ – রাজা রামমোহন রায়ের সহায়তায় ডেভিড হেয়ার। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ” জনশিক্ষা কমিটি ” গঠিত হয় ?

উত্তরঃ – ১৮২৩ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – রাজা রামমোহন রায়কে ” আধুনিক ভারতের শ্রষ্ঠা ” বলে কে অভিহিত করেন ?

উত্তরঃ – ইংরেজ ঐতিহাসিক স্পিয়ার। 

প্রশ্নঃ – ‘School Book Society’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ – ১৮১৭ খ্রিস্টাব্দের ৪ ঠা জুলাই। 

প্রশ্নঃ – কত খ্রিষ্টাব্দে “Calcata Female School” প্রতিষ্ঠা করাI হয়?

উত্তরঃ – ১৮৪৯ খ্রিস্টাব্দে ( ডিঙ্কওয়াটার বেথুন )

প্রশ্নঃ – ‘Hindu Metropolitan College’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ – ১৮৫৩ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – ” হিন্দু কলেজ ” এর তরুন অধ্যাপক কে ছিলেন ?

উত্তরঃ – ডিরোজিও। 

প্রশ্নঃ – কবে ‘Kolkata School Society’ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ – ১৮১৮ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – কবে ‘Kolkata Medical College’ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ – ১৮৩৫ খ্রিস্টাব্দে ১ লা ফেব্রুয়ারী । 

প্রশ্নঃ – বেথুন সাহেব এর পুরো নাম কি ?

উত্তরঃ – জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। 

প্রশ্নঃ – বেথুনের প্রকৃত নাম কি ?

উত্তরঃ – বিটন।

প্রশ্নঃ – ” তিন আইন ” কি ?

উত্তরঃ – ব্রাহ্মসমাজের আন্দোলনের ফলে ১৮৭২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ , অসবর্ণ বিবাহ , বহুবিবাহ , স্ত্রীশিক্ষা , পর্দাপ্রথা প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে ও বিধবাবিবাহ , অসবর্ণ বিবাহ কে সীকৃতি দেয়।  যে আইনের মাধ্যমে এইগুলি জারি করা হয় তাকে তাকে ” তিন আইন ” বলে। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ” সাধারণ ব্রাহ্ম সমাজ ” প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ – ১৮৭৮ খ্রিস্টাব্দের ১৫ ই মে। 

প্রশ্নঃ – ” সঙ্গত সভা ” প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ – ১৮৬০ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন। 

প্রশ্নঃ – আত্মীয়Iসভা কে প্রতিষ্ঠাIকরেন?

উত্তরঃ – ১৮১৫ খ্রিস্টাব্দে  রাজা রামমোহন রায়। 

প্রশ্নঃ – ” সহমরণ বিষয়ে প্রবর্তক ও বিবর্তকের সম্বাদ ” পুস্তিকাটি কে প্রকাশ করেন ?

উত্তরঃ – ১৮১৮ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। 

প্রশ্নঃ – ‘ধর্মসভাi’ প্রতিষ্ঠাIকরেন কেI?

উত্তরঃ – রাধাকান্ত দেব। 

প্রশ্নঃ – ” বিধায়ক বিষেধকের সম্বাদ ” পুস্তিকাটি কে প্রকাশ করেন ?

উত্তরঃ – কাশীনাথ তর্কবাগীশ। 

প্রশ্নঃ – ” সহমরণ বিষয় ” নামক পুস্তকটি কে লেখেন ?

উত্তরঃ – কাশীনাথ তর্কবাগীশ। 

প্রশ্নঃ –  ” সহমরণ বিষয় ” নামক পুস্তকটি কবে প্রকাশিত হয়  ?

উত্তরঃ – ১৯২৯ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – ডিরোজিও এর প্রকৃত নাম কি ?

উত্তরঃ – হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 

প্রশ্নঃ – নব্যবঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তরঃ – ডিরোজিও। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ” অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ” নাম বিতর্ক সভা প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ – ১৮২৭ খ্রিস্টাব্দে মানিকতলায়। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ” পার্থেনন ” পত্রিকা প্রকাশিত হয় ?

উত্তরঃ – ১৮২৯ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – পার্থেননIপত্রিকার সম্পাদক কে ছিলেনI?

উত্তরঃ – ডিরোজিও। 

প্রশ্নঃ – ” ক্যালেইডোস্কোপ ” পত্রিকাটি কে প্রকাশ করেন ?

উত্তরঃ – ডিরোজিও। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে ডিরোজিও মারা যান ?

উত্তরঃ – ১৮৩১ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ – ” ইয়ং বেঙ্গল  বা  নব্যবঙ্গ ” আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তরঃ – ডিরোজিও। 

প্রশ্নঃ – বিধবাবিবাহ আইন প্রণয়ন করেন কে ?

উত্তরঃ – ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই লর্ড ক্যানিং। 

প্রশ্নঃ – কত খ্রিস্টাব্দে বাংলায় প্রথম বিধবাবিবাহ অনুষ্ঠিত হয় ?

উত্তরঃ – ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ই ডিসেম্বর। 

প্রশ্নঃ – বিদ্যাসাগরের যে পুত্রের সঙ্গে ভবসুন্দরী নামে বিধবার বিয়ে দেন তার নাম কীI?

উত্তরঃ – নারায়ণচন্দ্র

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর SAQ ২ নম্বরের

১.বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল ? 

Ans: 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত এই পত্রিকার উদ্দেশ্য ছিল সমকালীন সমাজের অস্ত্র পুরস্থ মহিলাদের শিক্ষাদানের মাধ্যমে পুরুষ সমাজের শাসনের হাত থেকে মুক্তিদান করা । 

২.হুতোম প্যাঁচার নকশা কবে প্রকাশিত হয় ?

Ans: কালীপ্রসন্ন সিংহের লেখা গ্রন্থটি 1862 খ্রিস্টাব্দে প্রথম খণ্ড ও 1864 খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় । 

৩.মেকলে মিনিট কী ? অথবা মেকলে মিনিট বলতে কী বোঝো ?

Ans: ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার সমর্থনে উইলিয়াম বেন্টিঙ্কের আইন সচিব মেকলে 1835 খ্রিস্টাব্দে যে প্রতিবেদন পেশ করেন , তা মেকলে মিনিট নামে খ্যাত । 

৪.‘ গ্রামবার্তাপ্রকাশিকা’য় সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে ? 

Ans: সমকালীন সমাজের জমিদার , নীলকর , মহাজন , চাষি প্রভৃতি সম্প্রদায়ের উল্লেখ রয়েছে । কাঙাল হরিনাথ সম্পাদিত এই পত্রিকায় সুদখোর মহাজন , অত্যাচারী নীলকর এবং জমিদার শ্রেণির শোষণের কথা তুলে ধরা হয়েছে ।

৫.প্রশ্ন উডের ডেসপ্যাচ কী ? / পাশ্চাত্য শিক্ষা প্রসারের ম্যাগনা কার্টা বলতে কী বোঝো ? 

Ans: বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা ঘোষণা করেন তা পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ‘ ম্যাগনা কার্টা ‘ বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত । 

৬.উডের ডেসপ্যাচের সুপারিশগুলি কী ?

Ans: 1) কলকাতা , বোম্বাই , মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা । 2) পৃথক শিক্ষা দপ্তর ও শিক্ষক শিক্ষন বিদ্যালয় স্থাপন করা । 3)  সরকারি অনুদান দিয়ে বিদ্যালয়গুলিকে উন্নত করে তোলা । 

৭.স্কুল সোসাইটি কে , কেন , কবে প্রতিষ্ঠা করেন ? 

Ans: কলকাতার বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় গঠনের উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্কুল সোসাইটি । 

৮.প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান কীভাবে হয়েছিল ? 

Ans: 1813 খ্রিস্টাব্দের পর থেকে প্রাচ্য – পাশ্চাত্য শিক্ষা নিয়ে যে দ্বন্দ্ব চলছিল , 1835 খ্রিস্টাব্দের মার্চ মাসে উইলিয়াম বেন্টিঙ্কের নির্দেশে মেকলের ঘোষণার দ্বারা সেই প্রাচ্য – পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান হয় । 

৯.শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ? 

Ans: শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি , উইলিয়াম ওয়ার্ড এবং মার্শম্যানকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় । 

১০.স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ? 

Ans: 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল – গরিব ও দুঃস্থ ছাত্রদেরবিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা । 

১১.নববিধান / নববিধান ব্রাহ্মসমাজ কী ? 

Ans: 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ পরিবর্তিত হয়ে গড়ে ওঠে এই নববিধান ব্রাহ্মসমাজ । 

১২.কবে , কার নেতৃত্বে ব্রাক্মসমাজ গড়ে ওঠে ?

Ans: 1828 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের নেতৃত্বে গঠিত ব্রাহ্মসভা যা পরের বছর ব্রাহ্মসমাজে পরিবর্তিত হয় । 

১৩.লালন ফকির কে ছিলেন? 

Ans: হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্রের বিশ্লেষক তথা উনিশ শতকের বাংলার একজন বাউল সাধক ছিলেন লালন ফকির । 

১৪.নব্যবঙ্গ আন্দোলন কী? 

Ans: হিন্দু কলেজের অধ্যক্ষ ডিরোজিও – এর নেতৃত্বে ঊনবিংশ শতকের প্রথমার্ধে ধর্মীয় , সামাজিক ও পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত যে আন্দোলন হয়েছিল তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত । 

১৫.নীলদর্পণ নাটক কার রচনা ? কোন বিষয়কে কেন্দ্র করে রচিত হয় ? 

Ans: দীনবন্ধু মিত্র রচিত ‘ নীলদর্পণ ‘ মূলত নীলচাষিদের ওপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের ঘটনাকে কেন্দ করে রচিত হয়।

মাধ্যমিক দ্বিতীয় অধ্যায়ের ৪ নম্বরের এবং  ৮ নম্বরের প্রশ্ন – উত্তর পেতে এখানে ক্লিক করুন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *