মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ

পরীক্ষা প্রস্তুতি: মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ২০২৩ সালের পরীক্ষার্থীদের কাছে madhyamik  ইতিহাসের ষষ্ঠ  অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।  এই অধ্যায় থেকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে। তাই ২০২৩ সালের মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য এখানে মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ  অধ্যায় : ”বিশ শতকের কৃষক,শ্রমিক ও বামপন্থী আন্দোলন” থেকে অত্যন্ত গুরুত্বেপূর্ন মাধ্যমিক পরীক্ষায় আসতে  পারে এরকম  MCQ & SAQ প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হল প্রশ্ন-উত্তর আকারে।। মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ  মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ  মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ  মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ  মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ  মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ 

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ & SAQ

‘জাতীয় কংগ্রেসের আদিপর্ব কোন সময়কে বলা হয় ?

১৮৮৫ – ১৯০৫ খ্রিস্টাব্দ সময় কালকে। এই সময়কালকে কংগ্রেসের নরমপন্থী পর্বও বলে।

গান্ধীজির নেতৃত্বে পরিচালিত সর্বপ্রথম জাতীয় আন্দোলন কোনটি ?

অসহযোগ আন্দোলন (১৯২১ – ১৯২২ খ্রিস্টাব্দ )

গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন কবে হয় ?

১৯৩০ – ১৯৩৪ খ্রিস্টাব্দে। এই আন্দোলন এপ্রিল মাসে শুরু হয়।

গান্ধীজি তথা জাতীয় কংগ্রেস কবে ভারত ছাড় আন্দোলনের ডাক দিয়েছিল ?

১৯৪২ খ্রিস্টাব্দে।

কোন বড়লাট বাংলা বিভাজন কার্যকরী করেছিলেন ?

লর্ড কার্জন।

বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষিত হয় ?

১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ জুলাই।

বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় ?

১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর।

বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ বলে আখ্যা করেছেন ?

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

আধুনিক ভারতের প্রথম গন আন্দোলন কোনটি ?

স্বদেশী আন্দোলন ও বয়কট আন্দোলন।

গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন ?

বাংলার নাম শূদ্র আন্দোলনের নেতা।

‘চেনাব বস্তি আইন কবে,কোথায় চালু হয় ?

১৯০৬ খ্রিস্টাব্দে পাঞ্জাবে।

ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় ?

১৯১১ খ্রিস্টাব্দে।

কবে , কার নেতৃত্বে এলাহাবাদে ‘যুক্ত কিষান সভা’ গড়ে ওঠে ?

১৯১৮ খ্রিস্টাব্দ- এ মদনমোহন মালব্যের নেতৃত্বে।

বাবা রামচন্দ্র কে ছিলেন ?

মহারাষ্ট্রের একজন ব্রাহ্মণ কৃষক নেতা। তিনি যুক্তপ্রদেশে কৃষক -আন্দোলনে সামিল হয়েছিলেন।

‘অযোধ্যা কিষান সভা ‘ কে কবে গড়ে তুলেন ?

১৯২০ খ্রিস্টাব্দে পন্ডিত জওহরলাল নেহেরু।

চৌরিচৌরা ঘটনা কি ? অথবা গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ?

অহিংস অসহযোগ আন্দোলন চলাকালীন একদল আন্দোলনকারী চৌরিচৌরা থানা আক্রমণ করে এবং ২২ জন পুলিশকে জীবন্ত জ্বালিয়ে মারে। এই ঘটনা ইতিহাসে চৌরিচৌরা ঘটনা নাম পরিচিত। এই ঘটনার পর ক্ষুদ্ধ গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন।

‘মোপালা’ কারা ?

দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মুসলমান কৃষক সম্প্রদায়ের মানুষেরা মোপালা নাম পরিচিত।

মালাবার অঞ্চলের হিন্দু জমিদারদের কি বলা হত ?

‘জেনমি’।

মোপালারা কাদের বিরুদ্ধে মোপালা বিদ্রোহ (১৯২১)করেছিল ?

জেনমি ও ইংরেজ সরকারের বিরুদ্ধে।

মোপালাদের নেতা কে ছিলেনা ?

ইয়াকুব হাসান।

রাম্পা বিদ্রোহ কি ? এই বিদ্রোহ কোথায় সঙ্ঘটিত হয় ?

১৯২২ – ১৯২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সাঁওতাল ,মুন্ডা ,বিল,এবং গোল্ড সম্প্রদায় দ্বারা সংগঠিত বিদ্রোহ রাম্পা নাম পরিচিত। এই বিদ্রোহ অন্ধ্রপ্রদেশের কোঙ্কণ উপকূলে সংঘটিত হয়।

রাম্পা বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন ?

আল্লুরি সীতারাম রাজু।

বীরেন্দ্রনাথ শাসমল কোথায় কষক বিদ্রোহের নেতা ছিলেন ?

কাঁথি ও তমলুক এলাকায়।

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস(AITUC) প্রথম কবে কোথায় প্রতিষ্ঠিত হয় ? এর প্রথম সম্পাদক কে ছিলেন ?(মাধ্যমিক -২০১৭)

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস(AITUC) প্রথম ১৯২০ খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল।

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস(AITUC) -এর প্রাণপুরুষ কে ছিলেন ?

লালা লাজপত রায়।

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস(AITUC) -এর প্রথম সভাপতি কে ছিলেন ?

লালা লাজপত রায়।

কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় প্রতিষ্ঠিত হয় ? (মাধ্যমিক -২০১৯)

বোম্বাইতে।

ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?

১৯৩৯ সালে।

বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল কোন শ্রেণী ?

বাংলার কৃষক শ্রেণী

কোন আইন অমান্য করে আইন অমান্য আন্দোলন শুরু হয় ?

১৯৩০ সালের ১২ মার্চ গান্ধীজি গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি অভিযান করেন লবন আইন ভঙ্গ করার উদ্দেশ্য। এপ্রিল মাসে সমদ্রের জল থেকে নিজে লবন বানিয়ে লবন আইন ভাঙার মাধমে আইন অমান্যআন্দোলন শুরু করেন।

খাজনা বন্ধ আন্দোলনের নেতা কে ছিলেন ?

বাবা রামচন্দ্র।

যুক্ত প্রদেশের জমিদার বিরোধী কৃষক আন্দোলনের কে নেতৃত্ব দেন ?

কালকাপ্রসাদ।

‘ বিহার প্রাদেশিক কিষান সভা ‘ কবে , কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?

১৯২৯ খ্রিস্টাব্দে স্বামী সহজানন্দ -এর উদ্যোগে .

এন জি রঙ্গ কে ছিলেন ?

অন্ধ্র প্রাদেশিক রায়ত সভার নেতা।

বখস্ত আন্দোলন কবে কোখায় শুরু হয় ?এর একজন নেতার নাম লেখা ?

বখস্ত আন্দোলন ১৯৩০ খ্রিস্টাব্দে বিহারে শুরু হয়। এর একজন নেতা ছিলেন -কার্যানন্দ শর্মা।

‘ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?’ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি -র বাংলা শাখার সম্পাদক কে ছিলেন ?’ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি কোথায় সক্রিয় ছিল ?

‘ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি ১৯২৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ‘ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি-র বাংলা শাখার সম্পাদক ছিলেন মজাফ্ফর আহমেদ। এই পার্টি বাংলা ,বোম্বাই , উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে সক্রিয় ছিল।

কে ‘সর্দার’উপাধিতে ভূষিত হন ?

বলভ ভাই প্যাটেল।

‘খোদা-ই-খিদমদগার’ দলটি কে গঠন করেন ? এই কথাটির অর্থ কি ?

‘খোদা-ই-খিদমদগার’ দলটি খান আব্দুল গফ্ফর খান গঠন করেন । ‘খোদা-ই-খিদমদগার’ কথাটির অর্থ ঈশ্বরের সেবক।

‘গান্ধী গীতা কি ?

অন্ধ্রপ্রদেশের গান্ধীবাদী নেতা বালরামকৃষ্ন রচিত তেলেগু ভাষার জাতীয় সঙ্গীত ‘গান্ধী গীতা’ নাম পরিচিত।

বিহারে ‘গয়া কিষাণসভা’ কে প্রতিষ্ঠা করেন ?

যদুনন্দন শর্মা।

‘কৃষক সঙ্গম’ কোথায় গড়ে উঠেছিল ?

কেরলে।

কেরলে কে ‘কিষান সত্যগ্রহ’ চালান ?

কেলাপ্পুন

দ্বিতীয় গোলটেবিল বৈঠক (১৯৩১) এর সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন ?

পঞ্চম জর্জ।

কংগ্রেসের কোন অধিবেশনে ‘ভারত ছাড়ো’ প্রস্তাব গ্রহীত হয় ?

১৯৪২ খ্রিস্টাব্দের ৮ আগস্ট কংগ্রেসের বোম্বাই অধিবেশনে।

তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয় ?

১৯৪২ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর ভারতছাড় আন্দোলনের সময়।

ভারত ছাড়ো আন্দোলনের জন্য উড়িষ্যার কোথায় ‘রক্ত বাহিনী’ গড়ে উঠে ?

উড়িষ্যার কটকে। এর নেতা ছিলেন লক্ষ্মণ নায়েক।

একা আন্দোলন কবে কোথায় হয়েছিল ? একা আন্দোলনের একজন নেতার নাম লেখা।

১৯২১ খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশেঅহিংস অসহযোগ আন্দোলনের সময়। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাসি।

একা আন্দোলনকে সামাজিক দস্যুতা বলেছেন কোন ঐতিহাসিক ?

এরিক হবসবম।

কোন আন্দোলনের সময় ”বারদৌলি সত্যাগ্রহ” হয়েছিল ?এর একজন নেতার নাম লেখ ?

”বারদৌলি সত্যাগ্রহ” হয়েছিল অসহযোগ আন্দোলনের সময়। এর নেতা ছিল সর্দার বলভ ভাই প্যাটেল , মনিবেন প্যাটেল । এখন থেকে ‘সত্যাগ্রহ’ নাম একটি পত্রিকা প্রকাশিত হত।

হালি প্রথা কোথায় প্রচলিত ছিল ?

বারদৌলিতে।

বারদৌলি সত্যাগ্রহের মূল নিয়ন্ত্রণকারী গান্ধীজি প্রচারকার্য চালিয়েছিলেন কোন দুটি পত্রিকার মাধ্যমে ?

ইয়ং ইন্ডিয়া এবং নবজীবন পত্রিকার মাধ্যমে।

”বারদৌলি সত্যাগ্রহ”-এর সময় বোম্বাইয়ের গভর্ণর কে ছিল ?

উইলিংডন।

বিহারের চম্পারন সত্যাগ্রহ কবে হয় ?

১৯১৭ খ্রিস্টাব্দে।

‘চম্পারন কৃষি আইন’ কবে পাস্ হয় ?

১৯১৮ খ্রিস্টাব্দে।

তেভাগা আন্দোলন কবে, কোথায় সংঘটিত হয় ?

১৯৪৬ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে।

তেভাগা আন্দোলনের একজন নেতার নাম লেখা /

বিমলা মন্ডল।

তেভাগা আন্দোলনের স্লোগান কি ছিল ?

‘লাঙল যার জমি তার’।

‘পুন্নাপ্রা – ভায়লার’ আন্দোলন কোথায় হয়েছিল ?

ত্রিবাংকুরে

‘তেট্টি প্রথা”কোথায় প্রচলিত হয় ?

তেলেঙ্গানায়।

তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ কবে হয় ? এই বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন ?

১৯৪৬ খ্রিস্টাব্দে। এই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ইয়েলো রেড্ডি।

স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন ?

মতিলাল নেহেরু।

‘ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি-র বোম্বাই শাখার সম্পাদক কে ছিলেন ?

এস এস মিরাজকর।

‘ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি-র যুক্তপ্রদেশের সম্পাদক কে ছিলেন ?

পি সি যোশি।

‘ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি প্রথম কোন পত্রিকা প্রকাশ করে ?

লাঙল।

‘ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি কিসের সঙ্গে যুক্ত ছিল না?

বারদৌলি সত্যাগ্রহে , সাইমন কমিশনবিরোধী আন্দোলনে।

‘ওয়াকার্স এন্ড পেজেন্টস ‘ পার্টি-র সর্বভারতীয় সম্পাদক কে ছিলেন ?

আর এস নিম্বাকর।

রাশিয়ায় তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম কবে, কে প্রতিষ্ঠা করেন ?

১৯২০ খ্রিস্টাব্দের ১৭ অক্টোবর মানবেন্দ্র নাথ রায় প্রতিষ্ঠা করেন।

সিঙ্গারাভেলু চেটিয়ার কে ছিলেন ?

মাদ্রাজের শ্রমিক নেতা।

ভারতে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?এর প্রথম কে ছিলেন ?

১৯২৫ খ্রিস্টাব্দে। এর প্রথম সম্পাদক ছিলেন সচ্ছিদানন্দ বিষ্ণুঘাটে।

বাংলা থেকে প্রকাশিত দুটি সাম্যবাদী পত্রিকার নাম লেখা।

‘লাঙল’ ও ‘গনবাদী’।

লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

কাজী নজরুল ইসলাম।

গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

মুজ্জাফর আহমেদ।

কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস কবে কোথায় পালিত হয়েছিল ?

সিঙ্গারাভেলু চেটিয়ার -এর নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত ১২৯২৩ খ্রিস্টাব্দের ১ মে মাদ্রাজে।

ভারতের কমিউনিস্ট পার্টি কবে থেকে কবে নিষিদ্ধ ছিল ?কেন ?

১৯৩৪ থেকে ১৯৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত। ‘মিরাট ষড়যন্ত্র মামলা’র (১৯২৯ খ্রিস্টাব্দ) কারনে , যে মামলা বপ্লবীদের বিরুদ্ধে হয়েছিল।

মিরাট ষড়যন্ত্র মামলায় ধৃত দুজন বিদেশি নেতার নাম লেখা।

বেঞ্জামিন ব্যাডলি এবং ফিলিপ স্প্যাট।

১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল কতজন ?

২৮ জন।

কংগ্রেস স্পেশ্যালিস্ট পার্টি (CSP ) কবে প্রতিষ্ঠিত হয় ?এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

১৯৩৪ খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা ছিলেন জয়প্রকাশ নারায়ন।

কে, কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন ?

নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯৩৯ খ্রিস্টাব্দে।

বাংলা ভাগের সময় প্রথম বয়কট আন্দোলনের কথা প্রকাশিত হয় কোন পত্রিকায় ?

সঞ্জীবনী পত্রিকায়।

বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল কারা ?

বাংলার কৃষক শ্রেণী।

গুজরাটের জমিদারদের কি বলা হত ?

পাতিদার

সর্বভারতীয় কিষান সভা প্রথম কবে প্রতিষ্ঠিত হয় ” এর প্রথম সম্পাদক এবং প্রথম সভাপতি কে ছিলেন ?

সর্বভারতীয় কিষান সভা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে। এর প্রথম সম্পাদক ছিলেন -ইঁন্দুলাল যাঙ্গিক এবং প্রথম সভাপতি ছিলেন – স্বামী সহজানন্দ।

বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

ফজলুল হক।

তেলেঙ্গানায় ‘চিকাটু ডোবালু’ বলে হয় কাদের?

কমিউনিস্টদের

ভারতের দ্বিজ পার্টি বলে পরিচিত ছিল কোন পার্টি ?

মুসলিম লীগ

ৱ্যাডিক্যাল হিউমিনিজম -এর প্রবক্তা ছিলেন ?

মানবেন্দ্র রায়। তিনি মি. মার্টিন ছদ্মনামে পরিচিত ছিলেন।

গান্ধীজির রাজনৌতিক গুরু কে ছিলেন ?

গোপালকৃষ্ণ গোখলে।

জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করে কবে ?

১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি।

গুজরাটের কৃষকেরা কি নামে পরিচিত?

কুনবী।

‘কালিপরাজ’ কথাটির অর্থ কি ?

কালো মানুষ

‘উজ্বলিপরাজ’ কথাটির অর্থ কি ?

সাদা মানুষ।

‘রানিপরাজ’ কথাটির অর্থ কি ?

অরণ্যের অধিবাসী।

১৯২০ খ্রিস্টাব্দে বোম্বাই থেকে প্রকাশিত বামপন্থী পত্রিকার নাম কি ?

ইনকিলাব।

তিনকাঠিয়া প্রথা কোথায় প্রচলিত ছিল ?

বিহারের চম্পারনে।

‘হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান আসোসিয়েশন ‘ কে প্রতিষ্ঠা করেন ?

মানবেন্দ্র নাথ রায়।

আরো পড়ুন :

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ  এবং SAQ -এর জন্য এখানে  কিল্ক করুন। Click Here 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *