মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর SAQ 

পরীক্ষা প্রস্তুতি: মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ২০২৩ সালের পরীক্ষার্থীদের কাছে madhyamik  ইতিহাসের পঞ্চম অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।  এই অধ্যায় থেকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে। তাই ২০২৩ সালের মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য এখানে মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বেপূর্ন মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হল। মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ .মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ  মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ  মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ & SAQ

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর SAQ 

কোথায় ,কবে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয় ?

জার্মানির মেয়নেজ শহরে ১৪৫০ খ্রিস্টাব্দে।

‘আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয় এবং কেন ?

জার্মানির জোহানেস গুটেনবার্গ সর্বপ্রথম ছাপাখানা স্থাপন করেন বলে ,তাকে আধুনিক ছাপাখানার জনক বলা হয়।

পোর্তুগীজ মিশনারিরা ভারতের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন ?

গোয়ায়।

বাংলাদেশে কোন সময় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ?

১৭৭৭ খ্রিস্টাব্দে।

‘A Code of Gentoo Laws’ কবে প্রকাশিত হয় ?

১৭৭৭-১৭৭৮ খ্রিস্টাব্দে।

কে প্রথম কলকাতায় ছাপাখানা প্রতিথা করেন ?

জেমস অগাস্টাস হিকি।

হিকির প্রকাশিত সংবাদ পাত্রের নাম কি ?এটি কবে প্রথম প্রকাশিত হয় ?

হিকির প্রকাশিত সংবাদ পত্রের নাম ‘বেঙ্গল গেজেট’ এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১ জানুয়ারি ১৭৮০ খ্রিস্টাব্দে।

বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ?

বেঙ্গল গেজেট।

বাংলা তথা ভারতের প্রথম সংবাদিক কে ?

জেমস অগাস্টাস হিকি।

ক্যালকাটা গেজেট -এর প্রকাশনা কে করেন ?

ফ্র্যান্সিস গ্ল্যাডউইন।

‘ইন্ডিয়া গ্যাজেট পত্রিকাটি প্রথম কবে কাদের সম্পাদনায় প্রকাশিত হয়?

১৭৮০ সালে প্রথম বার্নার্ড মেসেনিক এবং পিটার রিডের সম্পাদনায় সর্বপ্রথম প্রকাশিত হয়।

ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরী করেন ?

চার্লস উইলকিন্স।

কে মুদ্রণের জন্য উন্নত বাংলা হরফ তৈরী করেন ?

পঞ্চানন কর্মকার।

কোন গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফ তৈরী করা হয় ?

হ্যালহেডের বাংলা ব্যাকরণ।

কে কবে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?

১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিথা করেন ?

কবে শ্রী রামপুর ব্যাপ্টিস্টমিশন এবং শ্রী রামপুর প্রেস প্রতিষ্ঠিত হয় ?

১৮০০ খ্রিস্টাব্দে।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি ?কবে প্রকাশিত হয় ?

সমাচার দর্পন। এটি ১৮১৮ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়।

‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয় ?

উইলিয়াম কেরি ,জোসুয়া মার্শমান এবং উইলিয়াম ওয়ার্ড এদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়।

শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত ছাপার অক্ষরে প্রথম বই কোনটি ?

বাইবেল।

সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

ঈশ্বর গুপ্ত।

উইলিয়াম কেরি কে ছিলেন ?

উইলিয়াম কেরি ছিলেন ভারতে খ্রিষ্টান ধর্মের প্রচারক এবং শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা।

ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন ?

গঙ্গাকিশোর ভট্রাচার্য।

গঙ্গাকিশোর ভট্রাচার্য কি প্রতিষ্ঠা করেন?

গঙ্গাকিশোর ভট্রাচার্য বঙ্গাল গেজেটি প্রেস প্রতিষ্ঠা করেন।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি ?

ভারত চন্দ্রের অন্নদামঙ্গল।

ক্যালকাটা বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?

১৮১৭ খ্রিস্টাব্দে।

‘বর্ণপরিচয়’ কে রচনা করেন ?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক কাকে বলা হয় ?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

‘শিশুশিক্ষা’ বইটির রচিয়তা কে ?

মদনমোহন তর্কালঙ্কার।

ইউ রায় এন্ড সন্স ছাপাখানাটি কে কবে প্রতিষ্ঠা করেন ?

১৮৯৫ খ্রিস্টাব্দে উপেন্দ্রকিশোর রায় চৌধুরী।

‘হাফটোন’ কি ?

ফোটোগ্রাফকে বইতে ছাপার উপযুক্ত ব্লক তৈরী করার প্রযুক্তি হল ‘হাফটোন’।

‘হাফটোন’ ব্লক কোন প্রেস প্রথম ব্যবহার শুরু করে ?

ইউ রায় এন্ড সন্স।

‘টুনটুনির বই’ এর লেখক কে ?

উপেন্দ্র কিশোর রায়ু চৌধুরী।

সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯১৩ খ্রিস্টাব্দে।

সুকুমার রায় কে চিঝিলেন ?

উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর পুত্র।

‘History of Hindu Chemistry’বইটির লেখক কে ?

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

মার কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন ?

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তিনি ‘সরল প্রাণিবিজ্ঞান ‘ বইটি লিখেছেন।

‘ইন্ডিয়ান এসোসিয়েশন অফ কাল্টিভেশন অফ সাইন্স ‘(IACS)কে কবে প্রতিষ্ঠা করেন ?

বাংলার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রগতির জন্য ১৮৭৬ খ্রিস্টাব্দে ড: মহেন্দ্রলাল সরকার Indian Association of the Cultivation of Science) প্ৰতিষ্ঠা করেন।

‘কলকাতা বিজ্ঞান কলেজ’ কবে কে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন ?

১৯১৪ খ্রিস্টাব্দ – এ স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

‘বাংলার বাঘ’ কাকে বলা হয় ?

স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে।

‘বসু বিজ্ঞান মন্দির’ কে কবে প্রতিষ্ঠা করেন ?

আচার্য জগদীশ চন্দ্র বসু।

কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কার কে করেছেন ?

আচার্য জগদীশ চন্দ্র বসু। এটি উদ্ভিদদের যে জীবন আছে এবং উত্তেজনায় সাড়া দে তা প্রমান করে।

ভারতে চুঁইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন ?

থমাস ব্যাবিংটন মেকলে।

জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় ?

১৯০৬ খ্রিস্টাব্দের ১১ মার্চ।

জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?

রাসবিহারী বসু।

রবীন্দ্রনাথ কোন ধরনের শিক্ষাব্যবস্থা আদর্শ মনে করতেন ?

আশ্রমিক শিক্ষা ব্যবস্থাকে।

ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

১৯০১ খ্রিস্টাব্দে।

মহর্ষি দাতব্য চিকিৎসালয় কে প্রতিষ্ঠা করেন ?

রবীন্দ্রনাথ ঠাকুর।

কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন ?

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ খ্রিস্টাব্দের ২৩ ডিসেম্বর বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

রবীন্দ্রনাথ ঠাকুর।

‘শিক্ষাসম্বনয়’ প্রবন্ধের লেখক কে ?

রবীন্দ্রনাথ ঠাকুর

‘তপোবন’ প্রবন্ধটির রচয়িতা কে ছিলেন ?

রবীন্দ্রনাথ ঠাকুর।

কোন দিনটিতে শান্তিনিকেতনে উৎসব পালিত হয় ?

প্রতিবছর ২২ শ্রাবন।

‘এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজে ‘ গ্রন্থটি কে রচনা করেন ?

হ্যালহেড। এই বইটি ভারতে প্রকাশিত প্রথম বাংলা বই ছিল। এটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়।

বর্ণপরিচয় বইটি কার লেখা ?এটি কত সালে প্রথম প্রকাশিত হয় ?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। এটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।

জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে ?

মাহেন্দ্রলাল সরকারকে।

‘অব্যক্ত’ গ্রন্থটির লেখক কে ?

জগদীশচন্দ্র বসু।

‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ কবে কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয় ?এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?এর বর্তমান নাম কি ?

‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ ১৯০৬ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথ নাথ বসু। এর বর্তমান নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রনাথ ঠাকুর নোবল পুরস্কার পান কত সালে ?

১৯১৩ খ্রিস্টাব্দে।

শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে প্রতিষ্ঠা করেন ?

কর্নেল রবার্ট কিড।

প্রফুল চন্দ্র রায় কোন বিষয়ের অধ্যাপক ছিলেন ?

রসায়ন শাস্ত্রের।

জগদীশ চন্দ্র বসুর জীবনী লিখেছেন?

প্যাট্রিক সেভেন।

বাংলায় প্রথম ছাপা খানা প্রতিষ্ঠা হয় কবে ?

বাংলায় প্রথম ছাপা খানা প্রতিষ্ঠা হয় ১৭৭৭ খ্রিস্টাব্দে।

আরো পড়ুন :-

মাধ্যমিক প্রথম অধ্যয় বড় প্রশ্ন  উত্তরের জন্য এখানে ক্লিক করুন।     

মাধ্যমিক দ্বিতীয়  অধ্যয় বড় প্রশ্ন  উত্তরের জন্য এখানে ক্লিক করুন। 

মাধ্যমিক তৃতীয়  অধ্যয় বড় প্রশ্ন  উত্তরের জন্য এখানে ক্লিক করুন।              

মাধ্যমিক চতুর্থ অধ্যয় বড় প্রশ্ন  উত্তরের জন্য এখানে ক্লিক করুন।                                                                                                                                                                       

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *