MADHYAMIK LAST MINUTE SUGGESTION 2022 BANGLA জ্ঞানচক্ষু MCQ

MADHYAMIK-BAGLA-SUGGESTION-GANCHAKSHU-MCQ

প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যারা ২০২২ সালে মাধ্যমিক দেবে , PRIKSHAPASTUTI .ORG এক্সপার্ট টিমের পক্ষ থেকে প্রথমেই তোমাদের অভিননন্দন  জানাই। এই করোনা পরিস্থিতিতে যাতে তোমরা বাড়িতে বসে সুন্দর ভাবে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তার জন্যই আমাদের  এই প্রচেষ্টা। আশা করছি তোমরা আমাদের দেওয়া সাজেশন গুলি ভালো করে পড়লে অবশ্যই মাধ্যমিকে চুড়ান্ত সফলতা লাভ করতে পারবে। আজকে তোমাদের সামনে মাধ্যমিক  বাংলা গল্প ‘ জ্ঞানচক্ষু  ‘ থেকে মাধ্যমিক ২০২২ পরীক্ষার্থীদের জন্য গুরুত্ব পূর্ন MCQ  প্রশ্ন-উত্তর গুলি তুলে ধরা হল –

WBBSE  Madhyamik Bengali Suggestion  | জ্ঞানচক্ষু –

(MCQ) 

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]

(১)তপনের গল্প কোন পত্রিকায় কি নামে ছাপাছাপা হয়েছিল ?

উত্তর – সন্ধ্যাতারা পত্রিকায় ‘প্রথম দিন ‘নামে। 

(২) তপনের নতুন মেসো মশাই ছিলেন–

উত্তর -একজন লেখক।.

(৩)তপনের প্রথম গল্পটি লিখেছিলেন–

উত্তর-হোম টেক্স এর খাতায়।

(৪)তপন মেসোর  মুখে দেখেছিল– 

উত্তর- কুরুনার ছাপ।

(৫)তপনের গল্পের কথা উঠেছিল।

উত্তর-চায়ের টেবিলে।

(৬)তপনকে এখন কী বলা চলে ?

উত্তর-লেখক।

(৭)সূচিপত্রে গল্পের নাম ছিল

উত্তর- প্রথম দিন.

(৮)নতুন মেসো পেশায় ছিলেন –

উত্তর-একজন অধ্যাপক।

(৯)ছোট মাসি তপনের চেয়ে বড় ছিল—

উত্তর-বছর আষ্টেকের। 

(১০)তপনের চোখ হয়েছিল—

উত্তর-  মার্বেল।

(১১)গল্প লিখে তপন  প্রথম জানায় — 

উত্তর-ছোট মাসি কে। 

(১২) প্রথম দিন গল্পের লেখক হলেন–

উত্তর- শ্রী তপন কুমার রায়।

(১৩)“না কি অতি আহ্লাদে বাক্য হরে গেল?”—এখানে ‘হরে গেল এই শব্দবন্ধটির অর্থ হল—

 
উত্তর- হারিয়ে যাওয়া।
 

(১৪)তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন-

 
উত্তর-তপনের ছোটো মাসি। 
 

(১৫) যাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল-

 
উত্তর-  নতুন মেশোমশাইকে। 
 

(১৬) তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ- —

উত্তরঃ অবাক হয়ে যাওয়া।

(১৭) নতুন মেসোমশাই ছিলেন একজন-

 
উত্তরঃ লেখক এবং অধ্যাপক 

(১৮)“কথাটা শুনে _________ চোখ মার্বেল হয়ে গেল!” (শূন্যস্থানে শব্দ বসাও)

 
উত্তর – তপনের। 

(১৯)“আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।”—কথাটি বলেছেন-

 

উত্তর–  মেজো কাকু।

 

(২০) জ্ঞানচক্ষু গল্পে, জহুরি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন-

 

উত্তরঃ নতুন মেসো।

 

(২১ছোট মেসো তপনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন সঙ্গে নিয়ে —

 
উত্তর- সন্ধ্যাতারা পত্রিকা। 

(২২ )তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিল—

 
উত্তরঃ ছোটোমাসি। 
 
 
 
 

  মাধ্যধ্যমিক   বাংলা ‘  পথের দাবীর’    সাজেশন    পেতে হলে এখানে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *