পথের দাবী গল্পের MCQ & SAQ-পরীক্ষা প্রস্তুতি

পথের দাবী গল্পের MCQ & SAQ

পরীক্ষা প্রস্তুতি :পথের দাবী গল্পের MCQ & SAQ  প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা এবছর ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষাদেবে ,তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে। তাই মাধ্যমিক বাংলা ”পথের দাবী ”  গদ্যাংশ  থেকে এবছর পরীক্ষায় আসতে  পারে এইরকম অতি  গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন-উত্তর (MCQ) ,অতি  সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (VSAQ) সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ  ) গুলি এখানে আলোচনা করা হল।  তোমার এই প্রশ্ন উত্তর গুলি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি করলে অবশ্যই  ”পথের দাবী ” গদ্যাংশ থেকে  সমস্ত ধরনের mcq & saq  প্রশ্ন উত্তর তোমরা কমন পাবেই পাবে। মাধ্যমিক বাংলা পথের দাবী গল্পের MCQ & SAQ পথের দাবী গল্পের MCQ & SAQ  পথের দাবী গল্পের MCQ & SAQ পথের দাবী গল্পের MCQ & SAQ  পথের দাবী গল্পের MCQ & SAQ পথের দাবী গল্পের MCQ & SAQ পথের দাবী গল্পের MCQ & SAQ

শ্রেণী দশম শ্রেণী (মাধ্যমিক)
বিষয় মাধ্যমিক বাংলা
গল্প  পথের  দাবী 
লেখক শরৎ চন্দ্র  চট্রোপাধ্যায়

মাধ্যমিক বাংলা পথের দাবী  গল্পের MCQ 

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন -MCQ (প্রশ্নমান – ১) পথের দাবী  ( শরৎ চন্দ্র  চট্রোপাধ্যায় )গল্পের MCQ  – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023

[এখানে প্রতিটি প্রশ্নের  উত্তরের চারটি অপসন দেওয়া আছে ,আর মধ্যে প্রথমে নিজে নিজে একটি উত্তর বেছে নাও এবং তার পরে Show Ans. এর উপর ক্লিক করে correct answer মিলিয়ে নাও ]

1)অপূর্ব সকালে পুলিশ স্টেশনে গিয়েছিল – 
[A]তামাশা দেখতে
[B]নিমাই কাকার সঙ্গে দেখা করতে
[C]চুরির অভিযোগ জানাতে 
[D]গিরীশ মহাপাত্রকে দেখতে

Show Ans

Correct Answer: [C]চুরির অভিযোগ জানাতে 

2)হলঘরে কতজন বাঙালি বসেছিল – 
[A]জন পাঁচেক 
[B]জন ছয়েক 
[C]জন সাতেক
[D]জন আটেক

Show Ans

Correct Answer:[B]জন ছয়েক 

3)গিরীশ মহাপাত্রের বয়স – 
[A] ২৫-২৬ বছর  
[B]২৮-৩০  
[C]৩০-৩২   
[D]৩৫-৩৬ 

Show Ans

Correct Answer:[C]৩০-৩২   

4)পোলিটিক্যাল সাসপেক্ট ছিল – 
[A]গিরীশ মহাপাত্র 
[B]রামদাস তলওয়ার কর 
[C]নিমাইবাবু 
[D]সব্যসাচী মল্লিক 

Show Ans

Correct Answer:[D]সব্যসাচী মল্লিক 

5)সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন –  
[A] শিক্ষক 
[B]অধ্যাপক  
[C]ডাক্তার  
[D]ইঞ্জিনিয়ার 

Show Ans

Correct Answer:[C]ডাক্তার  

6) গিরীশ মহাপাত্রের রুমালে যে পশুর ছবি আঁকা ছিল –
[A]বাঘ 
[B]সিংহ 
[C]হরিণ 
[D]হাতি 

Show Ans

Correct Answer:[A]বাঘ 

7)তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিল – 
[A]বর্মা  
[B] ভামো    
[C]রেঙ্গুন
[D] ফয়া

Show Ans

Correct Answer:[D] ফয়া

8)অফিসের কাজে অপূর্ব কোথায় গিয়েছিল –     
[A]বর্মা   
[B]ভামো 
[C]রেঙ্গুন 
[D]ফয়া

Show Ans

Correct Answer:[B]ভামো 

9)‘একটু দৃষ্টি রেখো ’ – কিসের প্রতি দৃষ্টি রাখতে হবে – 
[A]জাহাজ 
[B]মেলট্রেন   
[C]বন্দর
[D]রেঙ্গুন শহর

Show Ans

Correct Answer:[B]মেলট্রেন 

10)গিরীশ মহাপাত্র মাথায় মেখেছিল –   
[A]গন্ধতেল   
[B]নেবুর তেল 
[C]নারকেল তেল   
[D]সরষের তেল 

Show Ans

Correct Answer:[B]নেবুর তেল 

11) তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল— 
[A]রেঙ্গুন 
[B]দিল্লি 
[C]কলকাতা 
[D]কোনটি নয় 

Show Ans

Correct Answer:[A]রেঙ্গুন 

12)গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল , তার রং-
[A]নীল 
[B]লাল
[C]সবুজ 
[D]রামধনুর মতো 

Show Ans

Correct Answer:[C]সবুজ 

13)“ দয়ার সাগর ! পরকে সেজে দি , নিজে খাইনে। ” বক্তা হলেন— 
[A]জগদীশবাবু 
[B] অপূর্ব 
[C]নিমাইবাবু 
[D]গিরীশ মহাপাত্র 

Show Ans

Correct Answer:[A]জগদীশবাবু 

14)গিরীশ মহাপাত্রের চোখ দু’টি ছিল— 
[A] ধূর্ততায় ভরা 
[B]নিষ্প্রভ ও বিষণ্ণ 
[C]উদাস ও স্নিগ্ধ 
[D]গভীর জলাশয়ের মতো 

Show Ans

Correct Answer:[D]গভীর জলাশয়ের মতো 

15)গিরীশ মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না-
[A]কর্মফল
[B]ললাটের লিখন 
[C]হাতের রেখা 
[D]ভাগ্য 

Show Ans

Correct Answer:[B]ললাটের লিখন 

16)“ আমি তাকে কাকা বলি ” – উক্তিটিতে কাকা হলেন— 
[A]তেওয়ারি 
[B]অপূর্ব 
[C]জগদীশবাবু 
[D]নিমাইবাবু 

Show Ans

Correct Answer:[D]নিমাইবাবু 

17)গিরীশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করল ? 
[A]পশ্চিম দিকের 
[B]উত্তর দিকের 
[C]পূর্ব দিকের 
[D]দক্ষিণ দিকের 

Show Ans

Correct Answer:[B]উত্তর দিকের 

18)“ কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ ; ” বক্তা হলেন—
[A] অপূর্ব 
[B]রামদাস 
[C] জগদীশ
[D]নিমাইবাবু

Show Ans

Correct Answer:[B]রামদাস 

19)অপূর্বর বড়োবাবুর হাতে ছিল – 
[A]চিঠি 
[B]খাতা 
[C]বই 
[D]টেলিগ্রাম 

Show Ans

Correct Answer:[D]টেলিগ্রাম 

20)“ তুমি তো ইউরোপিয়ান নও। ” অপূর্বকে কথাটি বলেছিলেন— 
[A]বর্মার জেলাশাসক 
[B] বর্মার সাব – ইন্সপেক্টর 
[C]রেঙ্গুনের সাব – ইন্সপেক্টর
[D]বর্মার ইন্সপেক্টর 

Show Ans

Correct Answer:[C]রেঙ্গুনের সাব – ইন্সপেক্টর

21)গাড়ি ছাড়তে বিলম্ব ছিল – 
[A]মিনিট পাঁচেক 
[B]মিনিট সাতেক  
[C]মিনিট আটেক 
[D]মিনিট দশেক 

Show Ans

Correct Answer:[A]মিনিট পাঁচেক 

22) “ টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। ” উভয়ে বলতে বোঝানো হয়েছে— 
[A] অপূর্ব ও রামদাসকে 
[B]অপূর্ব ও আরদালিকে 
[C]অপূর্ব ও তেওয়ারিকে 
[D]অপূর্ব ও নিমাইবাবুকে 

Show Ans

Correct Answer:[A] অপূর্ব ও রামদাসকে 

23)কোথা থেকে গিরীশের দুই বন্ধুর আসার কথা ছিল ?
[A]বর্মা থেকে
[B]ভামো থেকে
[C]এনাঞ্ঝাং থেকে
[D]রেঙ্গুন থেকে

Show Ans

Correct Answer:[C]এনাঞ্ঝাং থেকে

24)এতবড়ো কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর । কার্যকুশলা মেয়েটি হল –
[A]তলওয়ারকরের স্ত্রী 
[B]অপূর্বর স্ত্রী 
[C]উপরতলার বাসিন্দা ক্রিশ্চান মেয়েটি 
[D] অপূর্বর বোন

Show Ans

Correct Answer:[C]উপরতলার বাসিন্দা ক্রিশ্চান মেয়েটি 

25)গিরীশ মহাপাত্রের জামার রং ছিল – 
[A]গেরুয়া 
[B]রামধনু
[C]সাদা 
[D]নীল 

Show Ans

Correct Answer:[B]রামধনু

26)বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন— 
[A] ভামো – তে
[B] ম্যানডালে
[C] উত্তর ব্রহ্মদেশে 
[D]রেঙ্গুনে 

Show Ans

Correct Answer:[A] ভামো – তে

27)অপূর্ব ও তলওয়ারকরের সঙ্গে ভামো – তে যারা গিয়েছিল , তারা হল –
[A]আরদালি ও পেয়াদা
[B]তেওয়ারি ও পেয়াদা
[C] তেওয়ারি ও আরদালি
[D]পেয়াদা ও বড়োসাহেব

Show Ans

Correct Answer:[B]তেওয়ারি ও পেয়াদা

28)‘ তোমার চিন্তা নেই ঠাকুর ।’— ‘ ঠাকুর ‘ বলতে যাকে বোঝানো হয়েছে , তার নাম –
[A]তেওয়ারি 
[B]তলওয়ারকর 
[C]নিমাইবাবু
[D] গিরীশ মহাপাত্র

Show Ans

Correct Answer:[A]তেওয়ারি 

29)‘ পথের দাবী ’ কাহিনিটি যে – উপন্যাসের অংশ বিশেষ , তা হল –
[A]অরক্ষণীয়া 
[B]পথের দাবী
[C]সব্যসাচী
[D]পল্লীসমাজ

Show Ans

Correct Answer:[B]পথের দাবী

30)গিরীশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল –
[A]দুটি টাকা ও গণ্ ডা – ছয়েক পয়সা
[B]দুটি টাকা ও গণ্ডা – চারেক পয়সা 
[C] একটি টাকা ও গণ্ডা – ছয়েক পয়সা 
[D]একটি টাকা ও গণ্ডা – চারেক পয়সা

Show Ans

Correct Answer:[C] একটি টাকা ও গণ্ডা – ছয়েক পয়সা 

মাধ্যমিক বাংলা পথের দাবী  গল্পের SAQ 

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান – ১) পথের দাবী  (শরৎচন্দ্র চট্রোপাধ্যায়  ) গল্পের SAQ – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023

১) “ এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ ? ” এ প্রশ্নের উত্তরে অপূর্ব কী বলেছিল ?

উত্তরঃ রামদাসের প্রশ্নের উত্তরে অপূর্ব বলেছিল , হ্যা । তাছাড়া আমার বড়ো লজ্জা এই যে যিনি পুলিশের কর্তা তিনি আমার আত্মীয় , আমার পিতার বন্ধু । বাবাই একদিন এনার চাকরি করে দিয়েছিলেন।

২) “ কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ । ” বক্তা ‘ বুনোহাঁস ‘ বলতে কী বুঝিয়েছেন ? 

উত্তরঃ পুলিশের চোখে যারা রাজদ্রোহীরূপে সন্দেহভাজন গল্পে তাদের ‘ বুনোহাঁস ‘ বলা হয়েছে ।

৩) “ আমারও তো তাই বিশ্বাস । ” বক্তার কী বিশ্বাস ?

উত্তরঃ স্টেশনে দেখা হওয়ায় গিরীশ মহাপাত্র অপূর্বকে বলেছিল কপালের লেখা কখনো খণ্ডাবে না । অপূর্বও তখন এই কথায় সম্মতি জানিয়ে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল ।

৪) ” ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল । ” ভ্রমটি কী ? 

উত্তরঃ  ট্রেনে প্রথম শ্রেণির যাত্রীদের রাত্রে বিরক্ত করা হয় না বলেই অপূর্ব জানত । কিন্তু বার বার তাকে ঘুম ভাঙানোতে তার এই ধারণা ভুল বলেই অপূর্ব অনুভব করে ।

৫) ভামো যাত্রাপথে ট্রেনে অপূর্ব বিরক্ত হয়েছিল কেন ? 

উত্তরঃ ভামো যাত্রাপথে পুলিশের লোক তাকে তিন বার ঘুম ভাঙিয়ে নাম ও ঠিকানা লিখে নেয় । এতেই সে বিরক্ত হয় ।

৬) “ অফিসের একজন ব্রাক্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত । ” কী বয়ে আনার কথা বলা হয়েছে ? 

উত্তরঃ‘ পথের দাবী ‘ রচনাংশে রামদাসের স্ত্রী নিজের হাতে টিফিনের জন্য যে খাবার তৈরি করে দেয় তা অফিসের ব্রাহ্মণ পেয়াদা বয়ে নিয়ে আসত ।

৭) “ বড়োবাবু হাসিতে লাগিলেন । ” বড়োবাবুর হাসির কারণ কী ? 

উত্তরঃ জগদীশবাবু যখন বললেন গিরীশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথাই ধরে গেল , তখন বড়োবাবু এই কথা শুনে হাসতে লাগলেন ।

৮)গিরীশ মহাপাত্রের ট্র্যাক ও পকেট থেকে কী বার হয়েছিল ?

উত্তরঃ‘পথের দাবী’ রচনায় গিরীশ মহাপাত্রের ট্যাক থেকে একটা টাকা আর গণ্ডা – ছয়েক পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস , মাপ করবার কাঠের একটা ফুটরুল ,কয়েকটা বিড়ি , একটা দেশলাই ও একটা গাঁজার কলকে বার হয়েছিল।

৯)অপূর্ব রাজি হইয়াছিল ” – অপূর্ব কোন বিষয়ে রাজি হয়েছিল ? 

উত্তরঃরামদাসের স্ত্রী একদিন অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বের মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না করছে ততদিন তার হাতেই যৎসামান্য মিষ্টান্ন তাকে প্রতিদিন গ্রহণ করতে হবে ।

১০) “ তারপর সকালে গেলাম পুলিশকে খবর দিতে । ” কে , কেন পুলিশকে খবর দিতে গিয়েছিল ? ‘

উত্তরঃ পথের দাবী ‘ রচনাংশে অপূর্ব নামক ব্যক্তিটির ঘরে আগের দিন রাতে চুরি হয়ে যাওয়ায় সে পুলিশকে খবর দিতে গিয়েছিল।

১১)“ …… এই ব্যাপার ” —কোন ব্যাপারের কথা বলা হয়েছে ? 

উত্তরঃ অপূর্ব অফিসে থাকায় এবং তেওয়ারিও বর্মা নাচ দেখতে যাওয়ার জন্য বাড়ি ফাকাই ছিল । আর এইসময় অপূর্বর বাসায় চুরি হয়ে যায় । উদ্ধৃতাংশে এই চুরির ব্যাপারটির কথাই বলা হয়েছে ।

১২) “ ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য ” – কোন নিয়ম ?

উত্তরঃ ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারকে রাত্রে বিরক্ত করা যায় না বলে অপূর্ব বলায় জনৈক পুলিশ প্রশ্নোঘৃত কথাটি বলে

১৩) “সম্মুখে হাজির করা হইল।”—কাকে, কার সামনে হাজির করা হয়?

উত্তরঃ‘পোলিটিক্যাল সাসপেক্ট’ গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিককে পুলিশ অফিসার নিমাইবাবুর সামনে হাজির করা হয়।

১৪) “এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল।”—এখানে কার কথা বলা হয়েছে?

উত্তরঃএখানে পোলিটিক্যাল সাসপেক্ট’গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে।

১৫)“মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না।”—মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না?

উত্তরঃ পোলিটিক্যাল সাসপেক্ট’ গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের চোখের অতল তলে যেখানে তার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো—সেখানে মৃত্যু প্রবেশ করতে সাহস করে না।

আরো পড়ুনঃ 

মাধ্যমিক বাংলা ” আফ্রিকা ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ” অভিষেক  ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ”প্রলয় উল্লাস  ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ” সিন্ধুতীরে ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ” অস্ত্রের বিরুদ্ধে গান  ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

1 thought on “পথের দাবী গল্পের MCQ & SAQ-পরীক্ষা প্রস্তুতি”

  1. Pingback: মাধ্যমিক বাংলা পথের দাবী গল্পের বড় প্রশ্ন উত্তর | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *