primary interview questions answers

PRIMARY TET INTERVIEW

পরীক্ষা প্রস্তুতি : primary interview questions answers প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তরের সাজেশন। প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার উপযোগী ৩০টি ইন্টারভিউ প্রশ্ন উত্তর। 

primary interview questions answers

১)শিক্ষা অধিকার আইন সম্পর্কে কী জানেন?
উত্তরঃ শিক্ষার অধিকার আইন (আরটিই), ২০০৯-এর প্রধান বৈশিষ্ট্যগুলি ভারতের ৬-১৪ বছর বয়সি সকল শিশুর জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা। বুনিয়াদি শিক্ষা সম্পূর্ণ করার আগে কোনও পাশ ফেল থাকবে না।
২০১০ সালের ১ এপ্রিল থেকে ভারতের শিক্ষার অধিকার আইন চালু হয়।
২) শিক্ষা অধিকার আইনের যে কোন দুটি ধারা কি জানা আছে?
উত্তরঃ ১২/১/c ধারার অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া শিশুদের জন্য ২৫ % সংরক্ষণ করা।
২১/A ধারা অনুযায়ী শিক্ষকদের প্রাইভেট টিউশন বাঁধ করা।
৩)বর্তমানে সর্বশিক্ষা অভিযানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে আর্থিক ব্যয়ের অনুপাত কত ?
উত্তরঃ বর্তমান ৬৫ : ৩৫ শতাংশ।
৪) জাতীয় শিক্ষানীতি (NPE) কবে ঘোষিত হয়?
উত্তরঃ ১৯৮৬ খ্রিস্টাব্দে।
৫) বুনিয়াদি শিক্ষার কথা কে বলেন?
উত্তরঃ গান্ধীজি।
৬) বুনিয়াদি শিক্ষার অর্থ কী?
উত্তরঃ হাতে-কলমে শিক্ষা।
৭)দুজন ভারতীয় শিক্ষা-চিন্তাবিদ এর নাম বলুন?
উত্তরঃ মহাত্মা গান্ধী , অরবিন্দ ঘোষ।
৮) ভারতের দুটি শিক্ষা কমিশনের নাম বলুন।
উত্তরঃ রাধাকৃষ্ণাণ কমিশন(১৯৪৮) এবং কোঠারি কমিশন (১৯৬৪)
৯) remedial teaching বলতি কী বোঝায়?
উত্তরঃ পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শ্রেণীর গড় মানের উপযোগী করে তুলার প্রচেষ্টাকে রেমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষন বলে।
১০)বাংলা /ইংরেজি/ইতিহাস/ভূগোল পড়ানোর দুটি মেথডের নাম।
উত্তরঃ বক্তৃতাদান পদ্ধতি , গল্প বলা পদ্ধতি।
১১)শিক্ষাসংবিধানের কোন তালিকায় আছে?
উত্তরঃ যগ্মতালিকায়।
১২)special education বলতে কী বোঝায়?
উত্তরঃ special education বা বিশেষ শিক্ষন হল প্রতিবন্ধী বা বিশেষ চিহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদানের বিশেষ পদ্ধতি।
১৩)বর্তমানে দেশ ও রাজ্যের শিক্ষারর হার কত?
উত্তরঃ দেশে সাক্ষরতার হার ৭৭.৭% রাজ্যে সাক্ষরতার হার ৮০.৫%.
১৪)দেশের বর্তমান মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বা শিক্ষামন্ত্রী কে?
উত্তরঃ ধর্মেন্দ্র প্রধান।
১৫)রাজ্যের শিক্ষা মন্ত্রীর নাম কি ?
উত্তরঃ ব্রাত্য বসু।
১৬)রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর  নাম কি ?
উত্তরঃ সত্যজিৎ বর্মন।
১৭)FORMATIVE EVALUATION & SUMATIVE EVALUATION বলতে কি জানেন?
উত্তরঃ ফর্মাটিভ এভালুশন হল প্রস্তুতিকালীন মূল্যায়ন। অন্যদিকে সামাটিভ এভ্যালুশন হল হল সামগ্রিক মূল্যায়ন।
১৮)পাশ ফেল প্রথা থাকা উচিত কিনা আপনার মতামত কী?
উত্তরঃ পাশ-ফেল প্রথা অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। কারন পাশ ফেল ছাড়া শিক্ষার প্রাকৃত মূল্যায়ন কখনোই সম্ভব নয়। পাশ ফেল প্রথা শিক্ষাদানের বিভিন্ন সমস্যাগুলিকেও তুলে ধরে।
১৯)এখন সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলএর দিক ঝোঁক দেখা যাচ্ছে। এর কারণ এবং প্রতিকার কী?
উত্তরঃ আমি মনে করি এর কারণ হল সরকারি শিক্ষা ব্যবস্থায় একটা সময় উদাসীনতার মনোভাব ছিল। । তবে বর্তমানে সরকারের বিভিন্ন কল্যান মূলক প্রকল্পের কারনে পুনরায় সরকারি স্কুলের প্রতি মানুষের চাহিদা বাড়ছে।
২০)মূল্যায়নে পিকক মডেল কি ?
উত্তরঃ ‘পিকক’ মডেল আসলে পাঁচটি সূচক বা মাপকাঠি। মূল্যায়ন হবে তার ভিত্তিতেই। সেগুলি হল: ১) পড়ুয়াদের অংশগ্রহণ, ২) প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহ, ৩) ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, ৪) সহানুভূতি ও সহযোগিতা এবং ৫) নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ।
২১)তোমার এলাকার প্রধানের নাম কি ?
উত্তর :
২২)তোমার এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতির নাম কি ?
উত্তর :
২৩)তোমার এলাকার জেলা পরিষদের সভাধিপতির নাম কি নাম কি ?
উত্তর :
২৪)তোমার এলাকার ব্লকের বিডিও – এর নাম কি ?
উত্তর :
২৫)তোমার এলাকার ডি .এম নাম -এর নাম কি ?
উত্তর :
২৬)তোমার জেলায় কয়টি মহকুমা আছে ?
উত্তর :
২৭)তোমার এলাকার মহকুমা শাসকের (SDO) নাম কি ?
উত্তর :
২৮)BDO -এর ফুল ফর্ম কি ?
উত্তর : Block Development Officer .
২৯)SDO -এর ফুল ফর্ম কি ?
উত্তর : Sub-Divisional Officer
৩০)DM -এর ফুল ফর্ম কি ?
উত্তর : District Magistrate .

আরো পড়ুন : প্রাইমারি টেট ২০২২-এর Answer Key -এর জন্য এখানে  ক্লিক করুন। 

1 thought on “primary interview questions answers”

  1. Pingback: প্রাইমারি ইন্টাভিউ প্রশ্ন উত্তর | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *