প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১

RIMARY TET 2022

পরীক্ষা প্রস্তুতি : প্রাইমারি টেট সিলেবাস ২০২২  প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষনা অনুযায়ী চলতি ২০২২ সালের ১১ ডিসেম্বর তারিখে নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। এই টেট পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে D.El.Ed অথবা B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে। খুব শীঘ্রই টেট পরীক্ষা হওয়ার কারণে অনেকের হাতে সময় অনেক কম ,তাই আজকের এই টেট পরীক্ষার সিলেবাসটির দেখে আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিতে শুরু করুন।আজকে নিয়ে এসেছি প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১ প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১  প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১    প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১ প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১     প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১

প্রাইমারি টেট সিলেবাস ২০২২

WB Primary TET Exam 2022 Details

পরীক্ষার নাম  প্রাইমারি টেট ২০২২ (Primary TET 2022)
বোর্ড WBBPE
শিক্ষাগত যোগ্যতা  উচ্চমাধ্যমিক পাশ, সেইসঙ্গে D.EL.Ed/ B.ED
শূন্যপদ পরে ঘোষিত হবে। 
পরীক্ষার তারিখ  11 ডিসেম্বর 2022
বিজ্ঞপ্তি   প্রকাশিত হয়েছে , দেখার জন্য এখানে ক্লিক করুন

WB Primary TET Exam Syllabus 2022

বিষয় নম্বর 
(1) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন 30
(2) বাংলা 30
(3) ইংরেজি  30
(4) গণিত  30
(5) পরিবেশ বিজ্ঞান  30
মোট নম্বর  150

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা (Environmental Studies) সিলেবাস 

  • পরিবার ও আত্মীয়-স্বজন 
  • পরিবেশ দূষণ 
  • পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন 
  • জীববৈচিত্র্য 
  • স্বাস্থ্য ও পরিবেশ 
  • নদনদী 
  • জীবজগত এবং উদ্ভিদ জগত 
  • জলবায়ু 
  • মৃত্তিকা

পরিবেশ শিক্ষণ বিদ্যা-

  • পরিবেশ বিদ্যার ধারণা 
  • পরিবেশের তাৎপর্য 
  • বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক 
  • পরিবেশ শিক্ষার নীতি সমূহ 
  • পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন 
  • শিক্ষা সহায়ক উপকরণ

প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১

1)কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস বলা হয় ?

Show Ans

Correct Answer: ৫ ই জুন। 

2)যানবাহন নির্গত দূষণকারী পদার্থের নাম কি ? 

Show Ans

Correct Answer:  কার্বন-ডাই -অক্সাইড। 

3)জলের সুস্থায়ী  ব্যবস্থাকে এক কথায় কি বলে ?

Show Ans

Correct Answer: নীল বিপ্লব। 

4)শুধুমাত্র মানুষের দ্বারা সৃষ্ঠ প্রধান গ্রীন হাউস গ্যাসটির নাম কি? [কেরালা টেট ২০১১]

Show Ans

Correct Answer: কার্বন-ডাই -অক্সাইড। 

5)এইডসের জন্য দায়ী ভাইরাসটির নাম কি ?

Show Ans

Correct Answer: এইচ আই ভি। 

6)বায়ুমন্ডলের ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসটির নাম কি ?

Show Ans

Correct Answer: ক্লোরোফ্লুরো কার্বন। 

7)শব্দ দূষণ পরিমাপের একক কি ?

Show Ans

Correct Answer: ডেসিবেল। 

8)অম্লত্বের মান  কি দিয়ে বোঝানো হয় ?   [ হরিয়ানা টেট ২০১১]

Show Ans

Correct Answer: PH 

9)আমাদের চারপাশে বাতাসের অনেক রকম কঠিন ওজনীয় পদার্থের সূক্ষ্ম কণিকা ভাসমান অবস্থায় থাকে যাদের কি বলে ?

Show Ans

Correct Answer: ইকোসল। 

10)কার্বন-ডাই -অক্সাইড বায়ুতে কত পরিমান থাকে ?

Show Ans

Correct Answer: ০.০৩ শতাংশ। 

11)সার্বজনীন দ্রাবক কাকে বলে ?

Show Ans

Correct Answer: জলকে। 

12)পৃথিবীর মোট জলের ৯৭% কোথাকার ?

Show Ans

Correct Answer: সাগর-মহাসাগরের।  

13)শব্দের মাত্রা কত হলে মানুষের সঙ্গে সঙ্গে বধিরতা আসে ?

Show Ans

Correct Answer: ১৫০ ডেসিবেল। 

14)একটি গৌণ খাদকের উদাহরণ দাও। 

Show Ans

Correct Answer: ব্যাঙ। 

15)বায়ুপ্রবাহের গতি শক্তিকে কি বলে ?

Show Ans

Correct Answer: বায়ুশক্তি। 

16)গাড়ির ওজন কম হলে কি উপকার হবে ?

Show Ans

Correct Answer: জ্বালানি সাশ্রয় হবে। 

17)”কৃষি – বনায়ন” কাকে বলে ?

Show Ans

Correct Answer: কৃষিকাজ এবং বনায়ন একসঙ্গে হলে। 

18)কোন উদ্ভিদ সবচেয়ে বেশি সালোকসংশ্লেষে সক্ষম ?   [পাঞ্জাব টেট -২০১১]

Show Ans

Correct Answer: ক্লোরেলা। 

19)ভারতে বন্যপ্রাণী সংরক্ষন আইন কবে চালু হয় ?

Show Ans

Correct Answer: ১৯৭২ সালে। 

20)নীলাভ সবুজ শৈবালের নাম কি ?

Show Ans

Correct Answer: নেকটন। 

21)১৯৯২ সালে ব্রাজিলের  রিও ডি  জেনেরো  শহরে আয়োজিত বসুন্ধরা শীর্ষ সম্মেলনের প্রধান অংশীদারি দেশ কোনটি ছিল ?

Show Ans

Correct Answer: ভারত। 

22)ভারতে পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয় ?   [মধ্যপ্রদেশ টেট  – ২০১২]

Show Ans

Correct Answer: ১৯৮৬ সালে। 

23)কত সালে ভারত  সরকার পৃথক প্রতিবেশ দপ্তর গঠন করে ?

Show Ans

Correct Answer: ১৯৮০ সালের ১ লা নভেম্বর।  

24)যে প্রজাতি বিগত ৫০ বছর দেখা যায়নি তাকে কি বলে ?

Show Ans

Correct Answer: লুপ্ত প্রজাতি। 

25)ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল ?

Show Ans

Correct Answer: ১৯৮৪ সালে। 

26)স্কার্ভি রোগ কোন ভিটামিনের এভাবে হয় ?

Show Ans

Correct Answer: ভিটামিন – C  এর এভাবে। 

27)ঝড়-ভূমিকম্প ,বন্যা ইত্যাদির ফলে জনগোষ্ঠীর একস্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করাকে কি বলে ?

Show Ans

Correct Answer: বিপর্জয় জনিত উদ্বাস্তু। 

28)উন্নত দেশগুলিতে ব্যাপক হারে  জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রথমে কিসের অভাব ঘটতে থাকে ?

Show Ans

Correct Answer: খাদ্য। 

29)উড়িষ্যার তালচের খনি প্রকল্পে ভূমিহীনদের শতকরা ভাগ কত ?  [উড়িষ্যা টেট -২০১১]

Show Ans

Correct Answer: ২০.৯৭% – ৯০.৩৭%

30)বাস্তুতন্ত্রের প্রধান উপাদানগুলি কি কি ?

Show Ans

Correct Answer: জড় -জীব। 

আরো পড়ুন : প্রাইমারি টেট  প্রস্তুতি ২০২২ মকটেস্টের প্রাকটিস সেটের জন্য এখানে CLICK  করুন। 

1 thought on “প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-১”

  1. Pingback: wb primary tet online mock test-8 | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *