প্রাইমারি টেট MOCK TEST-3-পরিবেশ বিদ্যা

RIMARY TET 2022

পরীক্ষা প্রস্তুতি : প্রাইমারি টেট MOCK TEST-3-পরিবেশ বিদ্যা।  প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষনা অনুযায়ী চলতি ২০২২ সালের ১১ ডিসেম্বর তারিখে নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। এই প্রাইমারি টেট ২০২২ পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে D.El.Ed অথবা B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে। খুব শীঘ্রই টেট পরীক্ষা হওয়ার কারণে অনেকের হাতে সময় অনেক কম ,তাই আজকের এই টেট পরীক্ষার সিলেবাসটির দেখে আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিতে শুরু করুন। WWW.PRIKSHA PRASTUTI.ORG এক্সপার্ট টীম  প্রতিটি বিষয়ে সাজেশন ভিত্তিক ১০ টি করে প্রাইমারি টেট MOCK TEST নিয়ে আসবে  ,যা পড়লে প্রাইমারি টেট  পরীক্ষায় অবশ্যই সাফল্য আসবে। আজকে নিয়ে এসেছি প্রাইমারি টেট MOCK TEST-3-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-3-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-3-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-3-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-3-পরিবেশ বিদ্যা।

প্রাইমারি টেট সিলেবাস ২০২২

WB Primary TET Exam 2022 Details

পরীক্ষার নাম  প্রাইমারি টেট ২০২২ (Primary TET 2022)
বোর্ড WBBPE
শিক্ষাগত যোগ্যতা  উচ্চমাধ্যমিক পাশ, সেইসঙ্গে D.EL.Ed/ B.ED
শূন্যপদ পরে ঘোষিত হবে। 
পরীক্ষার তারিখ  11 ডিসেম্বর 2022
বিজ্ঞপ্তি   প্রকাশিত হয়েছে , দেখার জন্য এখানে ক্লিক করুন

WB Primary TET Exam Syllabus 2022

বিষয় নম্বর 
(1) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন 30
(2) বাংলা 30
(3) ইংরেজি  30
(4) গণিত  30
(5) পরিবেশ বিজ্ঞান  30
মোট নম্বর  150

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা (Environmental Studies) সিলেবাস 

  • পরিবার ও আত্মীয়-স্বজন 
  • পরিবেশ দূষণ 
  • পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন 
  • জীববৈচিত্র্য 
  • স্বাস্থ্য ও পরিবেশ 
  • নদনদী 
  • জীবজগত এবং উদ্ভিদ জগত 
  • জলবায়ু 
  • মৃত্তিকা

পরিবেশ শিক্ষণ বিদ্যা-

  • পরিবেশ বিদ্যার ধারণা 
  • পরিবেশের তাৎপর্য 
  • বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক 
  • পরিবেশ শিক্ষার নীতি সমূহ 
  • পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন 
  • শিক্ষা সহায়ক উপকরণ

প্রাইমারি টেট MOCK TEST-3-পরিবেশ বিদ্যা

1)ইংরেজি  ইউট্রোফিকেশন কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে ?  [ তামিলনাড়ু টেট -২০১১ ]

Show Ans

Correct Answer: ইউট্রোফি। 

2)ভারত সরকার কবে গঙ্গা কার্যযোজনা প্রবর্তন করেন ?  [ মহারাষ্ট্র টেট -২০১১ ]

Show Ans

Correct Answer: ১৯৮৫। সালে 

3)মারিয়ানা খাত  কোন মহাসাগরে অবস্থিত ?

Show Ans

Correct Answer: প্রশান্ত মহাসাগরে। 

4)ভারতবর্ষের দীর্ঘতম ও পবিত্রের প্রতীক কোন নদী ?

Show Ans

Correct Answer: গঙ্গা। 

5)কোন বায়ুস্তরে বেতার তরঙ্গ  প্রতিফলিত হয় ?

Show Ans

Correct Answer: আয়োনোস্ফিয়ার স্তরে। 

6)মিনামাটা রোগ কি থেকে উৎপত্তি হয় ?

Show Ans

Correct Answer: পারদ থেকে। 

7)PCB কথাটির পুরো অর্থ কি ? 

Show Ans

Correct Answer: পলিক্লোরিনেটেড বাই  ফিনাইল। 

8)PAH এর পুরো কথা কি ?  [ কেরালা টেট  -২০১২ ]

Show Ans

Correct Answer: পলিসাইক্লিক আয়ারামেটিক কার্বন। 

9)PAH যখন উছ ঘনত্বসম্পন্ন হয় তখন জীবের উপর কি ক্ষতি হতে পারে ?

Show Ans

Correct Answer: ক্যান্সার। 

10)’ ফসজিন গ্যাস ‘ বলা হয় কাকে ?

Show Ans

Correct Answer: নাইট্রোজেন গ্যাসকে। 

11)বেলে মাটিতে কাদার ভাগ কত শতাংশ ?

Show Ans

Correct Answer: ১৫ শতাংশ। 

12)বেলে মাটিতে কোন প্রকার বল কম থাকে  বলে জলধারন ক্ষমতা অনেক কম ?

Show Ans

Correct Answer: আমন্জন  বল। 

13)অম্লবৃষ্টির সময় আমলের পরিমান বেশি হয় তখন PH  এর মান কত হয় ?  [ পাঞ্জাব টেট  – ২০১১ ]

Show Ans

Correct Answer: ৫.৬৫ এর বেশি। 

14)পৃথিবীর সবথেকে  বৃহত্তম তেজস্ক্রিয় দুর্ঘটনার নাম কি ?

Show Ans

Correct Answer: চের্নোবিল বিপর্যয়।   [ তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২৬শে এপ্রিল, ১৯৮৬ তারিখে সংঘটিত ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি চেরনোবিলের বিপর্যয় হিসাবে পরিচিত। চেরনোবিল বর্তমান ইউক্রেনের অন্তর্ভূত। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। ]

15)বিমানের শব্দের তীব্রতা কত  ?  [ দিল্লি টেট -২০১১ ]

Show Ans

Correct Answer: ১১০ ডেসিবেল। 

16)স্বাভাবিকভাবে মানুষের কানের শ্রবণ ক্ষমতা কত থাকে?

Show Ans

Correct Answer: ১০ ডেসিবলের কাছে। 

17)কলেরা একপ্রকারের —

Show Ans

Correct Answer: জল ঘটিত রোগ। 

18)শব্দের তীব্রতা মাপা হয় কোন যাজককে ?  [ অন্ধ্রপ্রদেশ টেট – ২০১১  ]

Show Ans

Correct Answer: ডেসিবেল এককে। 

19)বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কোন দিনটিতে ?

Show Ans

Correct Answer: ৭ এপ্রিল। 

20)সুন্দরবন কোন ধরনের অভয়ারণ্য ?

Show Ans

Correct Answer: একটি সংরক্ষিত বনাঞ্চল। 

21)মানবাধিকার সংরক্ষিত আইন কবে পাশ হয় ?

Show Ans

Correct Answer: ১৯৯৫ সালে। 

22) পৃথিবীর মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য রাষ্ট্রসংঘ মানবাধিকার সনদ তৈরী করে কোন সম্মেলনের মাধ্যমে ?  [ কেরালা টেট  -২০১১ ]

Show Ans

Correct Answer: ভিয়েনা সম্মেলনে। 

23)ভূপাল দুর্ঘটনার কারন হল —     [ মধ্যপ্রদেশ  টেট  – ২০১২ ] 

Show Ans

Correct Answer: মিঃ গ্যাস ভর্তি ট্যাঙ্কার বিস্ফোরণ। 

24)ভারতে জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যের ?

Show Ans

Correct Answer: উত্তর প্রদেশের। 

25)সৌরশক্তিকে সরাসরি বৈদ্যতিক শক্তিতে রূপান্তরিত করা হয় কিসের মাধ্যমে ?  [কেরালা টেট  -২০১১ ]

Show Ans

Correct Answer: সরল কোষের মাধ্যমে। 

26)পোলিওমাইলাইটিস রোগের কারন কি ?   [ পাঞ্জাব টেট – ২০১২ ] 

Show Ans

Correct Answer: ভাইরাস। 

27)চিপকো আন্দোলনে চিপকো কথার অর্থ কি ?

Show Ans

Correct Answer: জড়িয়ে ধরা।     [ চিপকো আন্দোলনটি ১৯৭৪ সালের ২ মার্চ উত্তর প্রদেশে , বন ঠিকাদারদের দ্বারা গাছ এবং বনাঞ্চলের ক্ষেতগুলি কেটে ফেলা আটকানোর লক্ষ্যে স্বতঃস্ফুর্তভাবে শুরু হয়েছিল। হিন্দিতে, ” চিপকো ” এর আক্ষরিক অর্থ “আলিঙ্গন” এবং লোকেরা যখন গাছ কাটছিল তখন গাছগুলিকে তারা জড়িয়ে ধরে আটকা ছিল। ]

28)পিচ গলিয়ে পাথর কুচি মিশ্রনে এক নতুন ধরনের রাস্তা নির্মাণ করার পদ্ধতি আবিষ্কার করেন কে ?

Show Ans

Correct Answer: জন ম্যাকাডাম। 

29)মশার দ্বারা বাহিত কয়েকটি রোগের নাম লেখ।   [ দিল্লি টেট  – ২০১১ ]

Show Ans

Correct Answer: ফাইলেরিয়া , ডেঙ্গুজ্বর , ম্যালেরিয়া। 

30)যোগাযোগ বিপ্লবের  আধুনিকতম ব্যবস্থা কি ? 

Show Ans

Correct Answer:  উপগ্রহ। 

আরো পড়ুন : প্রাইমারি টেট  প্রস্তুতি ২০২২ মকটেস্টের প্রাকটিস সেটের জন্য এখানে CLICK  করুন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *