পরীক্ষা প্রস্তুতি : প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষনা অনুযায়ী চলতি ২০২২ সালের ১১ ডিসেম্বর তারিখে নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। এই প্রাইমারি টেট ২০২২ পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে D.El.Ed অথবা B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে। খুব শীঘ্রই টেট পরীক্ষা হওয়ার কারণে অনেকের হাতে সময় অনেক কম ,তাই আজকের এই টেট পরীক্ষার সিলেবাসটির দেখে আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিতে শুরু করুন। WWW.PRIKSHA PRASTUTI.ORG এক্সপার্ট টীম প্রতিটি বিষয়ে সাজেশন ভিত্তিক ১০ টি করে প্রাইমারি টেট MOCK TEST নিয়ে আসবে ,যা পড়লে প্রাইমারি টেট পরীক্ষায় অবশ্যই সাফল্য আসবে। আজকে নিয়ে এসেছি প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা।
প্রাইমারি টেট সিলেবাস ২০২২
WB Primary TET Exam 2022 Details
পরীক্ষার নাম | প্রাইমারি টেট ২০২২ (Primary TET 2022) |
বোর্ড | WBBPE |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চমাধ্যমিক পাশ, সেইসঙ্গে D.EL.Ed/ B.ED |
শূন্যপদ | পরে ঘোষিত হবে। |
পরীক্ষার তারিখ | 11 ডিসেম্বর 2022 |
বিজ্ঞপ্তি | প্রকাশিত হয়েছে , দেখার জন্য এখানে ক্লিক করুন |
WB Primary TET Exam Syllabus 2022
বিষয় | নম্বর |
(1) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন | 30 |
(2) বাংলা | 30 |
(3) ইংরেজি | 30 |
(4) গণিত | 30 |
(5) পরিবেশ বিজ্ঞান | 30 |
মোট নম্বর | 150 |
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা (Environmental Studies) সিলেবাস
- পরিবার ও আত্মীয়-স্বজন
- পরিবেশ দূষণ
- পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন
- জীববৈচিত্র্য
- স্বাস্থ্য ও পরিবেশ
- নদনদী
- জীবজগত এবং উদ্ভিদ জগত
- জলবায়ু
- মৃত্তিকা
পরিবেশ শিক্ষণ বিদ্যা-
- পরিবেশ বিদ্যার ধারণা
- পরিবেশের তাৎপর্য
- বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক
- পরিবেশ শিক্ষার নীতি সমূহ
- পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন
- শিক্ষা সহায়ক উপকরণ
প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা
1)এজেন্ডা ২০ কর্মসূচী কবে গৃহীত হয় ? [পাঞ্জাব টেট – ২০১২ ]
2)কারখানা আইন কবে চালু হয় ?
3)ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ আসলে কি ধরনের উদ্ভিদ ?
4)সর্দার সরোবর প্রকল্প কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ?
5)লেগ হিমোগ্লোবিন দেখা যায় — [ উড়িষ্যা টেট -২০১১ ]
6)বিশ্ব থ্যালেসমিয়া দিবস কবে পালিত হয় ?
7)পয়ঃপ্রনালীর নোংরা জলে প্রচুর পরিমানে কি থাকে ?
8)মেঘালয় হল একটি –
9)নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন —
10)নর্মদা বাঁচাও আন্দোলন কমিটি কবে গঠিত হয় ?
11)বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ইকো ক্লাবের সদস্যদের নিয়ে পরিবেশ রক্ষার্থে গঠিত বাহিনী কি নাম পরিচিত ? [ পাঞ্জাব টেট – ২০১১ ]
12)পাচিমবঙ্গের কোথায় ‘ বায়োটেকনোলজি ‘ পার্ক আছে ?
13)মেলানোসিস রোগের প্রধান কারন কি ?
14)ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায় ?
15)ধরিত্রী দিবস পালিত হয় কবে ?
16)সবুজ বেঞ্চ স্থাপন করার উদ্দেশ্য কি ?
17)”বেঙ্গল স্মোক নুইনসেন্স” আইন প্রণয়ন করা হয় কবে /
18)জাপানের হিরোশিমায় বিস্ফোরণ ঘটানো হয় কবে ?
19)এল নিনো প্রধানত দেখা যায় কোথায় ?
20)ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড়কে বলা হয় —-
21)ভূমিকম্পের সবচেয়ে দুর্বল তরঙ্গ হল —
22)পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় —
23)বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা পরীক্ষা করা হয় —
24)ডিটারজেন্টের প্রধান উপাদান হল —
25)ভাইরাস ঘটিত রোগ হল–
26)জলবসন্ত একটি —
27)ফসিল ফুয়েল গুলি হল —-
28)পৃথিবীর জন্মহার সবচেয়ে বেশি কোন দেশে ?
29)মৌসুমী বায়ুর দেশ নাম পরিচিত কোন দেশ ?
30)সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হয় —
Thank you for taking time out of your day to read our article!