প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা

RIMARY TET 2022

পরীক্ষা প্রস্তুতি : প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা।  প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষনা অনুযায়ী চলতি ২০২২ সালের ১১ ডিসেম্বর তারিখে নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। এই প্রাইমারি টেট ২০২২ পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে D.El.Ed অথবা B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে। খুব শীঘ্রই টেট পরীক্ষা হওয়ার কারণে অনেকের হাতে সময় অনেক কম ,তাই আজকের এই টেট পরীক্ষার সিলেবাসটির দেখে আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিতে শুরু করুন। WWW.PRIKSHA PRASTUTI.ORG এক্সপার্ট টীম  প্রতিটি বিষয়ে সাজেশন ভিত্তিক ১০ টি করে প্রাইমারি টেট MOCK TEST নিয়ে আসবে  ,যা পড়লে প্রাইমারি টেট  পরীক্ষায় অবশ্যই সাফল্য আসবে। আজকে নিয়ে এসেছি প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা।

প্রাইমারি টেট সিলেবাস ২০২২

WB Primary TET Exam 2022 Details

পরীক্ষার নাম  প্রাইমারি টেট ২০২২ (Primary TET 2022)
বোর্ড WBBPE
শিক্ষাগত যোগ্যতা  উচ্চমাধ্যমিক পাশ, সেইসঙ্গে D.EL.Ed/ B.ED
শূন্যপদ পরে ঘোষিত হবে। 
পরীক্ষার তারিখ  11 ডিসেম্বর 2022
বিজ্ঞপ্তি   প্রকাশিত হয়েছে , দেখার জন্য এখানে ক্লিক করুন

WB Primary TET Exam Syllabus 2022

বিষয় নম্বর 
(1) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন 30
(2) বাংলা 30
(3) ইংরেজি  30
(4) গণিত  30
(5) পরিবেশ বিজ্ঞান  30
মোট নম্বর  150

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা (Environmental Studies) সিলেবাস 

  • পরিবার ও আত্মীয়-স্বজন 
  • পরিবেশ দূষণ 
  • পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন 
  • জীববৈচিত্র্য 
  • স্বাস্থ্য ও পরিবেশ 
  • নদনদী 
  • জীবজগত এবং উদ্ভিদ জগত 
  • জলবায়ু 
  • মৃত্তিকা

পরিবেশ শিক্ষণ বিদ্যা-

  • পরিবেশ বিদ্যার ধারণা 
  • পরিবেশের তাৎপর্য 
  • বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক 
  • পরিবেশ শিক্ষার নীতি সমূহ 
  • পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন 
  • শিক্ষা সহায়ক উপকরণ

প্রাইমারি টেট MOCK TEST-4-পরিবেশ বিদ্যা

1)এজেন্ডা ২০ কর্মসূচী কবে গৃহীত হয় ?  [পাঞ্জাব টেট  – ২০১২ ]

Show Ans

Correct Answer: ১৯৯২ সালে। 

2)কারখানা আইন কবে চালু হয় ? 

Show Ans

Correct Answer: ১৯৮৪ সালে। 

3)ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ আসলে কি ধরনের উদ্ভিদ ?

Show Ans

Correct Answer: হ্যালোফাইট উদ্ভিদ। 

4)সর্দার সরোবর প্রকল্প কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ?

Show Ans

Correct Answer: নর্মদা নদীকে কেন্দ্র করে। 

5)লেগ হিমোগ্লোবিন দেখা যায় —   [ উড়িষ্যা টেট -২০১১ ] 

Show Ans

Correct Answer: রাইজোবিয়ামে। 

6)বিশ্ব থ্যালেসমিয়া দিবস কবে পালিত হয় ?

Show Ans

Correct Answer: ১১ মে। 

7)পয়ঃপ্রনালীর নোংরা জলে প্রচুর পরিমানে কি থাকে ?

Show Ans

Correct Answer: নাইট্রেট ও ফসফেট। 

8)মেঘালয় হল একটি – 

Show Ans

Correct Answer: অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। 

9)নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন —

Show Ans

Correct Answer: মেধাপাটেকর।    [Narmada Bachao Andolan is an Indian social movement spearheaded by native tribals, farmers, environmentalists, and human rights activists against a number of large dam projects across the Narmada River, which flows through the states of Gujarat, Madhya Pradesh, and Maharashtra. ]

10)নর্মদা বাঁচাও আন্দোলন কমিটি কবে গঠিত হয় ?

Show Ans

Correct Answer: ১৯৮৯ সালে। 

11)বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ইকো ক্লাবের সদস্যদের নিয়ে পরিবেশ রক্ষার্থে গঠিত বাহিনী কি নাম পরিচিত ?  [ পাঞ্জাব টেট  – ২০১১ ] 

Show Ans

Correct Answer: জাতীয় সবুজ বাহিনী। 

12)পাচিমবঙ্গের কোথায় ‘ বায়োটেকনোলজি ‘ পার্ক আছে ?

Show Ans

Correct Answer: পশ্চিম মেদিনীপুরে। 

13)মেলানোসিস রোগের  প্রধান কারন কি ? 

Show Ans

Correct Answer: আর্সেনিক। 

14)ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায় ? 

Show Ans

Correct Answer: মোহনা অঞ্চলে। 

15)ধরিত্রী দিবস পালিত হয় কবে ? 

Show Ans

Correct Answer: ২২ এপ্রিল। 

16)সবুজ বেঞ্চ স্থাপন করার উদ্দেশ্য কি ? 

Show Ans

Correct Answer: পরিবেশ সংক্রান্ত মামলার  নিষ্পত্তি করা।  

17)”বেঙ্গল স্মোক নুইনসেন্স” আইন প্রণয়ন করা হয় কবে / 

Show Ans

Correct Answer: ১৯০৫ সালে। 

18)জাপানের হিরোশিমায় বিস্ফোরণ ঘটানো হয় কবে ?

Show Ans

Correct Answer: ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে।        [‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা ফেলা হয় হিরোশিমা শহরে। এর তিন দিন পর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ]

19)এল নিনো  প্রধানত দেখা যায় কোথায় ? 

Show Ans

Correct Answer: প্রশান্ত মহাসাগরে। 

20)ওয়েস্ট ইন্ডিজে ঘূর্ণিঝড়কে বলা হয় —-

Show Ans

Correct Answer: টাইফুন। 

  

21)ভূমিকম্পের সবচেয়ে দুর্বল তরঙ্গ হল —

Show Ans

Correct Answer: এস. তরঙ্গ। 

22)পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা  বলা হয় —

Show Ans

Correct Answer: ওজন স্তরকে। 

23)বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা পরীক্ষা করা হয় —

Show Ans

Correct Answer: জলকে। 

24)ডিটারজেন্টের প্রধান উপাদান হল — 

Show Ans

Correct Answer: আলকিল বেঞ্জিন সালফেয়েড। 

25)ভাইরাস ঘটিত রোগ হল– 

Show Ans

Correct Answer: পীতজ্বর। 

26)জলবসন্ত একটি —

Show Ans

Correct Answer: ভাইরাস ঘটিত রোগ। 

27)ফসিল ফুয়েল গুলি হল —-

Show Ans

Correct Answer: কয়লা , বায়োগ্যাস। 

28)পৃথিবীর জন্মহার সবচেয়ে বেশি কোন দেশে ? 

Show Ans

Correct Answer:  উগান্ডায়।  

29)মৌসুমী বায়ুর দেশ নাম পরিচিত কোন দেশ ? 

Show Ans

Correct Answer: ভারত।  

30)সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হয় — 

Show Ans

Correct Answer: শর্করা।  

আরো পড়ুন : প্রাইমারি টেট  প্রস্তুতি ২০২২ মকটেস্টের প্রাকটিস সেটের জন্য এখানে CLICK  করুন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *