প্রাইমারি ইন্টাভিউ প্রশ্ন উত্তর

PRIMARY TET INTERVIEW

পরীক্ষা প্রস্তুতি : প্রাইমারি ইন্টাভিউ প্রশ্ন উত্তর primary interview questions answers প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তরের সাজেশন। প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার উপযোগী ১৫ টি ইন্টারভিউ প্রশ্ন উত্তর। 

প্রাইমারি ইন্টাভিউ প্রশ্ন উত্তর

দ্বিতীয় পর্ব  Part – ২

৩১)তোমার জেলার superintendent of police  বা এস পি -র নাম কি ?

উত্তরঃ ————————-

৩২)আপনার জেলার (উত্তর দিনাজপুরের ) একজন সাহিত্যিকের নাম বলুন?

উত্তর; নারায়ণ গঙ্গোপাধ্যায়। তিনি দিনাজপুরের বালিয়াডাঙ্গীতে জন্মে ছিলেন।  তার লেখা একটি ছোটদের  বই হল – টেনিদা। 

৩৩)২৩ জানুয়ারি কেন পালন করা হয় ? 

উত্তর : নেতাজি সুভাস চন্দ্র বসুর জন্ম দিন হিসাবে পালন করা হয়। 

৩৪)২৬ জানুয়ারি কেন পালন করা হয় ?

উত্তর : স্বাধীন ভারতের সংবিধান প্রথম গৃহীত হয় ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি। তাই ওই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে সারা দেশে পালন করা হয় ?

৩৫)এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে ?

উত্তরঃ  ১৫ টি। 

৩৬)’কি’ এবং ‘কী’  -এর মধ্যে পার্থক্য কি ?

উত্তরঃ হ্যাঁ বা না উত্তরের ক্ষেত্রে ‘কি’ ব্যবহার করা হয়। অন্যদিকে নির্দিষ্ট উত্তরের ক্ষেত্রে ‘কী’  ব্যবহৃত হয়।

৩৭)৫ cm ,  ৩ cm  এবং  ৮ cm  দিয়ে ত্রিভিজ আঁকা সম্ভব ?

উত্তরঃ ৫ সেমি, ৩ সেমি ও ৮ সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। ত্রিভুজের যে-কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর  দৈর্ঘ্য অপেক্ষা বড়ো হয়। এখানে ৫ + ৩ = ৮, অর্থাৎ দুটি রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় রেখাংশের সমান। তাই ওই রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি সম্ভব নয়।

৩৮)জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলার নাম কি ?

উত্তর: কালিম্পং। 

৩৯)জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গের সব থেকে বড়  জেলার নাম কি ?

উত্তরঃ উত্তর 24 পরগনা।

৪০)আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা কোন টি ? 

উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগণা।

৪১)আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোন টি ? 

উত্তরঃ কলকাতা।

৪২)পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটির নাম কি? কবে তৈরী হয়েছে?

উত্তরঃ কালিম্পং।  2017 সালে তৈরী হয়েছে।

৪৩)N  C T  E   এর কাজ কি?

উত্তর: NCTE এর পুরো নাম National Council of Teacher Education (রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ)। 1993 সালে পার্লামেন্টের আইন অনুযায়ী রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ গঠিত হয়। টিচার এডুকেশন প্রতিষ্ঠানগুলির সার্বিক মানোন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার NCTE প্রতিষ্ঠা করে।

৪৪)N C E R T এর কাজ কি ?

উত্তরঃ NCERT‘ – এর পুরো নাম National Council of Educational and Training. এটি 1961 – তে প্রতিষ্ঠিত হয়। N C E R T বিদ্যালয় শিক্ষার সাথে জড়িত কার্যকলাপে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারকে পরামর্শ প্রদান করে থাকে।

৪৫) S S A  এর কাজ কি ?

উত্তর: ২০০০ সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য সর্ব শিক্ষা অভিযান বা S S A  প্রকল্পের শুরু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ৬ থেকে ১৪ বছরের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। ২০১১ সালে প্রকল্পটি সর্ব শিক্ষা মিশন বা S S M নামে পশ্চিমবঙ্গে চালু রয়েছে। 

আরো পড়ুন : প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তর প্রথম পর্ব  Part – ১ এর জন্য এখানে ক্লিক করুন।  

1 thought on “প্রাইমারি ইন্টাভিউ প্রশ্ন উত্তর”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *