KOLKATA POLICE MOCK TEST-6 2022

KOLKATA POLICE MOCK TEST

KOLKATA POLICE MOCK TEST-6 2022 My dear competitive examinees first we are the expert team of the online web page WWW.PARIKSHAPRASTUTI.ORG give you a hearty welcome for your upcoming examination. We hope you will be prepared well in this challenging and hard competition market. Now our web page brings a MOCK TEST SERIES for the upcoming KOLKATA POLICE (KP) AND WEST BENGAL POLICE (WBP )examination. You share this page with your friend if you feel easy about our convenience. Today we present KOLKATA POLICE REQURTMENT MOCK TEST- 6

KOLKATA POLICE MOCK TEST-6 2022 আমাদের WWW.PARIKSHAPRASTUTI.ORG ওয়েব পেজের পক্ষ থেকে সর্বপ্রথমে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগী পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা  চাকরির বাজারের এই কঠিন পরিস্থিতিতে  ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ওয়েব পেজে  আসন্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন মকটেস্ট নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে এই ওয়েব পেজটি বন্ধুদের মাঝে  শেয়ার করবে।,তাহলে আমরা আরো উৎসাহিত হব। এখানে আলোচনা করা হয়েছে কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য ONLINE MOCK TEST -6

KOLKATA POLICE MOCK TEST-6 2022

1)সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে –
[A]৩৬৮ নং ধারায় 
[B]৩৭৮ নং ধারায় 
[C]৩৮৮ নং ধারায় 
[D]৩৯০ নং ধারায় 

Show Ans

Correct Answer: [A]৩৬৮ নং ধারায় 

2)স্পিকারকে পদচ্যুত করতে কত দিন আগে সংসদে নোটিশ দিতে হয় ?
[A]৭ দিন 
[B]১৪ দিন 
[C]২১ দিন 
[D]১ মাস 

Show Ans

Correct Answer:[B]১৪ দিন

3)সংবিধানের কত নং ধারা অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভাগুলিতে ইঙ্গ -ভারতীয় সদস্য মনোনয়নের কথা বলা হয়েছে ? 
[A]৩৩১ ও  ৩৩২ নং ধারা 
[B]৩৩২ ও ৩৩৩ নং ধারা 
[C]৩৩৩ ও  ৩৩৪  নং ধারা 
[D]৩৩১ ও ৩৩৩ নং ধারা 

Show Ans

Correct Answer:[D]৩৩১ ও ৩৩৩ নং ধারা 

4)ভারতীয় সংবিধানের কত নং ধারায়  অর্থবিল সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ আছে ?
[A]১০০ নং ধারা 
[B]১১০ নং ধারা 
[C]১২০ নং ধারা 
[D]১৩০ নং ধারা 

Show Ans

Correct Answer:[B]১১০ নং ধারা 

5)ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী কে ? 
[A]লেফট্যানেন্ট জেনারেল 
[B]সলিসিটর জেনারেল 
[C]আটর্নি জেনারেল 
[D]একাউন্ট্যান্ট জেনারেল 

Show Ans

Correct Answer:[C]আটর্নি জেনারেল 

6)ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে ?
[A]৪ টি 
[B]৮ টি 
[C]১২ টি 
[D]১৬ টি 

Show Ans

Correct Answer:[C]১২ টি 

7)নিম্নলিখিত কোন জন পদাধিকারী বলে নীতি আয়োগের চেয়ারম্যান ?
[A]রাষ্ট্রপতি 
[B]উপরাষ্ট্রপতি 
[C]প্রধানমন্ত্রী 
[D]অর্থ মন্ত্রী 

Show Ans

Correct Answer:[C]প্রধানমন্ত্রী 

8)রাজ্যপালের বিল সংক্রান্ত কয়টি ক্ষমতা আছে ?
[A]২ টি 
[B]৩ টি 
[C]৪ টি 
[D]৫ টি 

Show Ans

Correct Answer:[C]৪ টি 

9)ভারতীয় সংবিধানের কত নং ধারায় জীবন ও ব্যক্তি স্বাধীনতার হত্যা বলা আছে ? 
[A]১১ নং ধারায় 
[B]২১ নং ধারায় 
[C]৩১ নং ধারায় 
[D]৪১ নং ধারায় 

Show Ans

Correct Answer:[B]২১ নং ধারায় 

10) ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান  কে ?
[A]রাষ্ট্রপতি 
[B]প্রধানমন্ত্রী 
[C]অর্থমন্ত্রী 
[D]সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি 

Show Ans

Correct Answer:[A]রাষ্ট্রপতি 

11)কোন বিল অর্থবিল কিনা কে স্থির করেন ? 
[A]রাষ্ট্রপতি 
[B]প্রধানমন্ত্রী 
[C]অর্থমন্ত্রী 
[D]লোকসভার স্পিকার 

Show Ans

Correct Answer:[D]লোকসভার স্পিকার 

12)ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি নির্দেশনামূলক নীতি রয়েছে ?
[A]১৩টি 
[B]১৫ টি 
[C]১৭ টি 
[D]১৯ টি 

Show Ans

Correct Answer:[C]১৭ টি 

13)ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে কার নিরঙ্কুশ ক্ষমতার প্রাধান্য পরিলক্ষিত হয় ?
[A]রাষ্ট্রপতির 
[B]প্রধানমন্ত্রীর 
[C]পার্লামেন্টের 
[D]উপরাষ্ট্রপতির 

Show Ans

Correct Answer:[C]পার্লামেন্টের 

14)সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি নিয়োগ সম্পর্কিত বিষয় উল্লেখ আছে ?
[A]৫১ এবং ৫২ নং ধারা 
[B]৫৩ এবং ৫৪ নং ধারা 
[C]৪১ এবং ৪২ নং ধারা 
[D]৪৩ এবং ৪৪ নং ধারা 

Show Ans

Correct Answer:[B]৫৩ এবং ৫৪ নং ধারা 

15)ভারতের সংবিধানের মোট কতগুলি ভাগ আছে ?
[A]১০ টি 
[B]১৫ টি 
[C]২০ টি 
[D]২৫ টি 

Show Ans

Correct Answer:[D]২৫ টি 

16)পাচিমবঙ্গে মোট কতগুলি কর্পোরেশন আছে ?
[A]তিনটি 
[B]চারটি 
[C]পাঁচটি 
[D]ছয়টি 

Show Ans

Correct Answer:[C]পাঁচটি 

17)ভারতীয় গণপরিষদ কত সালে কাজ শুরু করেছিল ? 
[A]১৯৪৪ সকলে 
[B]১৯৪৫ সালে 
[C]১৯৪৭ সালে 
[D]১৯৪৬ সালে 

Show Ans

Correct Answer:[D]১৯৪৬ সালে 

18)জেলা পরিষদের কার্যকাল কতদিন ? 
[A]তিন বছর 
[B]চার বছর 
[C]পাঁচ বছর 
[D]ছয় বছর 

Show Ans

Correct Answer:[C]পাঁচ বছর 

19)রাষ্ট্রপতির আহ্বানে সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ? 
[A]রাষ্ট্রপতি 
[B]প্রধান মন্ত্রী 
[C]রাজ্যসভার চেয়ারম্যান 
[D]লোকসভার স্পিকার 

Show Ans

Correct Answer:[D]লোকসভার স্পিকার 

20)সংবিধানের যুগ্ম তালিকায় কোন সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ?
[A]রাজ্য  সরকারের 
[B]কেন্দ্র সরকারের 
[C]রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের
[D]কোনটি নয় 

Show Ans

Correct Answer:[B]কেন্দ্র সরকারের 

21)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থবিল আলোচিত হয়েছে ?
[A]১০০ নং ধারায় 
[B]১১০ নং ধারায় 
[C]১৩০ নং ধারায় 
[D]১২০ নং ধারায় 

Show Ans

Correct Answer:[B]১১০ নং ধারায় 

22)স্বাধীনতার পর থেকে ভারতে কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে ? 
[A]একবার 
[B]দুইবার 
[C]তিনবার 
[D]চারবার 

Show Ans

Correct Answer:[C]তিনবার 

23)গ্রামপঞ্চায়তের কোন সদস্য পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র পেশ করবেন ?
[A]ব্লক উন্নয়ন আধিকারিক 
[B]মহকুমাশাসক 
[C]জেলাশাসক 
[D]জেলাসভাপতি 

Show Ans

Correct Answer:[A]ব্লক উন্নয়ন আধিকারিক 

24)ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকার আছে ?
[A]আটটি 
[B]নয়টি 
[C]দশটি 
[D]এগারোটি 

Show Ans

Correct Answer:[D]এগারোটি 

25)জেলা পরিষদের সভাপতি কোন পদমর্যদার সমতুল্য বলে বিবেচিত হন ?
[A]ক্যাবিনেট মন্ত্ৰী 
[B]রাষ্ট্রমন্ত্রী 
[C]একজন IAS এর মতো 
[D]কোনটি নয় 

Show Ans

Correct Answer:[B]রাষ্ট্রমন্ত্রী

26)কলকাতা কর্পোরেশন কতজন নির্বাচিত কাউন্সিলর নিয়ে গঠিত ?
[A]১৩১ জন 
[B]১৪০ জন 
[C]১৪১ জন 
[D]১৪৫ জন 

Show Ans

Correct Answer:[C]১৪১ জন 

27)ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের মোট কয়টি আসন রয়েছে ?
[A]১২ টি  
[B]১৪ টি
[C]১৬ টি 
[D]১৮ টি 

Show Ans

Correct Answer:[C]১৬ টি 

28)ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের বয়স ২১ থেকে ১৮ করা  হয় কোন বছর থেকে ?
[A]১৯৬০ – এর দশকে 
[B]১৯৭০ – এর দশকে 
[C]১৯৮০ – এর দশকে 
[D]১৯৯০ – এর দশকে 

Show Ans

Correct Answer:[A]১৯৬০ – এর দশকে 

29)মপুলিক অধিকার সংশোধনের বিষয়ে ভারতীয় সংবিধানের কত তম  সংশোধনীতে বলা হয়েছে ?
[A]২০ তম 
[B]২২ তম 
[C]২৪ তম 
[D]২৬ তম 

Show Ans

Correct Answer:[C]২৪ তম 

30)রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় ?
[A]১৯৩৩ সালে 
[B]১৯৩৫ সালে 
[C]১৯৪০ সালে 
[D]১৯৪০ সালে 

Show Ans

Correct Answer:[B]১৯৩৫ সালে 

**********একাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন *****************

**********দ্বাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন। ***************

*********দশম শ্রেণীর শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন।***************

********WBP এবং KP পরীক্ষার MOCK TEST দিতে এখানে ক্লিক করুন ******************

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *