KOLKATA POLICE MOCK TEST-2 2022

KP MOCK TEST

পরীক্ষা প্রস্তুতি : KOLKATA POLICE MOCK TEST-2 2022 আমাদের WWW.PARIKSHAPRASTUTI.ORG ওয়েব পেজের পক্ষ থেকে সর্বপ্রথমে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগী পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা  চাকরির বাজারের এই কঠিন পরিস্থিতিতে  ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আমাদের এই ওয়েব পেজে  আসন্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন মকটেস্ট নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে এই ওয়েব পেজটি বন্ধুদের মাঝে  শেয়ার করবে।,তাহলে আমরা আরো উৎসাহিত হব। এখানে আলোচনা করা হয়েছে কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য ONLINE MOCK TEST -2 

KOLKATA POLICE MOCK TEST-2 2022

1)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাযা সংবিধান  সংশোধনের পদ্ধতি সম্পর্কে বলা আছে –
[A]৩৬৫  নং ধারা 
[B]৩৭০  নং ধারা
[C]৩৬৮  নং ধারা
[D]৩৭২ নং ধারা

Show Ans

Correct Answer: [C]৩৬৮  নং ধারা

2)রাজ্যপালের কার্যকাল কত দিন ?
[A]তিন বছর 
[B]চার বছর
[C]পাঁচ বছর
[D]ছয় বছর

Show Ans

Correct Answer:[C]পাঁচ বছর

3)ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে ?
[A]একটি 
[B]দুটি 
[C]তিনটি 
[D]চারটি 

Show Ans

Correct Answer:[C]তিনটি

4)নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ?
[A]রাষ্ট্রপতির দ্বারা 
[B]প্রধান মন্ত্রীর  দ্বারা 
[C]উপ রাষ্ট্রপতির দ্বারা 
[D]লোক সভার স্পিকারের দ্বারা 

Show Ans

Correct Answer:[A]রাষ্ট্রপতির দ্বারা 

5)সুপ্রিম করতে কি ধরনের ফৌজদারি আপিল করা যায় ?
[A]দুই ধরনের 
[B]তিন ধরনের 
[C]চার ধরনের 
[D]পাঁচ ধরনের 

Show Ans

Correct Answer:[B]তিন ধরনের

6)সংসদের স্থায়ী কক্ষ কোনটি ?
[A]লোকসভা
[B] রাজ্যসভা 
[C]লোকসভা ও রাজ্যসভা দুটিই 
[D]কোনটি নয় 

Show Ans

Correct Answer:[B] রাজ্যসভা 

7)ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বলতে বোঝায় –
[A]সংবিধানের বৈশিষ্ট্যাবলী 
[B]সংবিধান পরিবর্তনের নিয়মাবলী 
[C]সংবিধানের মুখবন্ধ 
[D]কোনটিই নয়। 

Show Ans

Correct Answer:[C]সংবিধানের মুখবন্ধ 

8)ভারতীয় সংবিধানের কয়টি অংশ – 
[A]একটি 
[B]দুটি 
[C]তিনটি 
[D]চারটি 

Show Ans

Correct Answer:[B]দুটি 

9)ভারতীয় পার্লামেন্টের  কোন কক্ষের ক্ষমতা বেশি ?
[A]লোকসভা
[B] রাজ্য সভা 
[C]লোকসভা  ও রাজ্যসভা দুটিই সমান ক্ষমতাশালী 
[D]কোনটি নয় 

Show Ans

Correct Answer:[A]লোকসভা

10)নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত ?
[A]চার বছর 
[B]পাঁচ বছর 
[C]ছয় বছর 
[D]সাত বছর 

Show Ans

Correct Answer:[C]ছয় বছর 

11)রাজ্যপাল সংবিধানের কত নং ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে কাজ করে ০-
[A]৩৫২ নং ধারা অনুযায়ী 
[B]৩৫৬ নং ধারা অনুযায়ী
[C]৩৫৮ নং ধারা অনুযায়ী
[D]৩৫৪ নং ধারা অনুযায়ী

Show Ans

Correct Answer:[B]৩৫৬ নং ধারা অনুযায়ী

12)রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করবেন – 
[A]প্রধানমন্ত্রীর কাছে 
[B]সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে 
[C]উপরাষ্ট্রপতির কাছে 
[D]লোকসভার স্পিকারের কাছে  

Show Ans

Correct Answer:[C]উপরাষ্ট্রপতির কাছে 

13)তফশিলীজাতি এবং উপজাতির জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে ?
[A]রাষ্ট্রপতি 
[B]প্রধানমন্ত্রী 
[C]উপরাষ্ট্রপতি 
[D]লোক সভার স্পিকার 

Show Ans

Correct Answer:[A]রাষ্ট্রপতি 

14)ভারতীয় সংবিধান অনুযায়ী  নিম্নলিখিত কোনটি মৌলিক দায়িত্ব ?
[A]অস্পৃশ্যতাকে উৎসাহ দেওয়া 
[B]উপাধি ব্যবহার না করা 
[C]দেশকে রাখা করা, প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা 
[D]উপরের কোনটিই  নয় 

Show Ans

Correct Answer:[C]দেশকে রাখা করা, প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা 

15)ভারতীয় সংবিধানে  বর্তমানে কয়টি  মৌলিক অধিকার সংরক্ষিত আছে ?
[A]চারটি 
[B]পাঁচটি 
[C]ছয়টি 
[Dসাতটি 

Show Ans

Correct Answer:[C]ছয়টি 

16)সুপ্রিমকোর্টের প্রধান  বিচারপতি কত বছর বয়স পর্যন্ত বহাল  থাকেন ?
[A]৬০ বছর 
[B]৬২ বছর 
[C]৫২ বছর 
[D]৬৫ বছর 

Show Ans

Correct Answer:[D]৬৫ বছর 

17)ভারত   একটি সার্বভৌম রাষ্ট্র বলতে বোঝায় –
[A]ভারত  কোন বিদেশী রাষ্ট্রের অধীন নয় 
[B]ভারত বিদেশী রাষ্ট্রের  অধীন 
[C]ভারত কোন দেশের নির্দেশ মানতে বাধ্য 
[D]কোনটি সঠিক নয় 

Show Ans

Correct Answer:[A]ভারত  কোন বিদেশী রাষ্ট্রের অধীন নয় 

18)কতসালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল ?
[A]১৯৭৫ খ্রিস্টাব্দে 
[B]১৯৮০ খ্রিস্টাব্দে 
[C]১৯৮৫ খ্রিস্টাব্দে 
[D]১৯৯০ খ্রিস্টাব্দে 

Show Ans

Correct Answer:[B]১৯৮০ খ্রিস্টাব্দে 

19)রাজ্যপালের স্বেচ্ছাধীণ ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
[A]১৬৩ নং 
[B]১৬৪ নং 
[C]১৬৫ নং 
[D]১৬৬ নং 

Show Ans

Correct Answer:[A]১৬৩ নং 

20)হাইকোর্টের ক্ষমতা সাধারণত কয়টি এলাকায় বিভক্ত ?
[A]দুটি 
[B]তিনটি 
[C]চারটি 
[D]পাঁচটি 

Show Ans

Correct Answer:[A]দুটি 

21)মোট কত জন সদস্য নিয়ে অর্থকমিশন গঠিত হয় ?
[A]পাঁচ জন 
[B]চারজন 
[C]তিনজন 
[D]দুইজন 

Show Ans

Correct Answer:[A]পাঁচ জন

22)ভারতীয় সংবিধানের  ক্ষমতার উৎস হল –
[A]কেন্দ্রীয় সরকার 
[B]ভারতের জনগণ 
[C]সুপ্রিম কোর্ট 
[D]রাষ্ট্রপতি 

Show Ans

Correct Answer:[B]ভারতের জনগণ 

23)যদি রাষ্ট্রপত্যির পদ খালি থাকে ,উপরাষ্ট্রপতি সর্বাধিক কত সময়ের  জন্য রাষ্ট্রপতি হিসাবে কাজ চালাতে পারেন ?
[A]তিন মাস 
[B]চার মাস 
[C]ছয় মাস 
[D]এক বছর 

Show Ans

Correct Answer:[C]ছয় মাস 

24)পার্লামেন্টে কার সম্মতি ছাড়া  অর্থবিল পেশ করা যায় না ?
[A]ভারতের রাষ্ট্রপতি 
[B]ভারতের প্রধানমন্ত্রী 
[C]লোকসভার অধক্ষ্য 
[D]কেন্দ্রীয় অর্থমন্ত্রী 

Show Ans

Correct Answer:[A]ভারতের রাষ্ট্রপতি

25)সংবিধানের কত নং ধারায় স্পীকার নির্বাচন পদ্ধতি বর্ণিত হয়েছে ?
[A]৯০ নং ধারায় 
[B]৯১ নং ধারায় 
[C]৯২ নং ধারায় 
[D]৯৩ নং ধারায় 

Show Ans

Correct Answer:[B]৯১ নং ধারায় 

26)নিম্ন লিখিত কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় –
[A]স্টাফ সিলেকশন কমিশন 
[B]ফিন্যান্স কমিশন 
[C]ইউনিয়ন পাবলিক কমিশন 
[D]ইলেকশন কমিশন 

Show Ans

Correct Answer:[A]স্টাফ সিলেকশন কমিশন 

27)কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ কত দিন ?
[A]তিন বছর 
[B]চার বছর 
[C]পাঁচ বছর 
[D]ছয় বছর 

Show Ans

Correct Answer:[C]পাঁচ বছর 

28)কোন একটি রাজ্যের রাজ্যপাল একই সঙ্গে অন্য্ আরেকটি রাজ্যের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করতে পারেন সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ?
[A]১৫২ নং ধারা অনুযায়ী 
[B]১৫৩ নং ধারা অনুযায়ী
[C]১৫৪ নং ধারা অনুযায়ী
[D]১৫৫ নং ধারা অনুযায়ী

Show Ans

Correct Answer:[B]১৫৩ নং ধারা অনুযায়ী

29)নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ  করেন না ?
[A]এটর্নি জেনারেল 
[B]উপরাষ্ট্রপতি 
[C]সুপ্রিম কোর্টের বিচারপতি 
[D]ভারতের প্রধান বিচারপতি 

Show Ans

Correct Answer:[B]উপরাষ্ট্রপতি 

30)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ”স্বাধীনতার অধিকার ”  উল্লেখ আছে  ?
[A]১৬ নং ধারায় 
[B]১৮ নং ধারায় 
[C]১৯ নং ধারায় 
[D]২০ নং ধারায় 

Show Ans

Correct Answer:[C]১৯ নং ধারায় 

**********একাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তর পেতে এখানে ক্লিক করুন *****************

**********দ্বাদশ শ্রেণীর আরো প্রশ্ন-উত্তরে পেতে এখানে ক্লিক করুন। ***************

*********দশম শ্রেণীর শ্রেণীর আরো প্রশ্ন-উত্তরে পেতে এখানে ক্লিক করুন।***************

********WBP এবং KP পরীক্ষার MOCK TEST দিতে এখানে ক্লিক করুন ******************

বিভিন্ন বোর্ড এবং চাকরির পরীক্ষায় সাফল্য লাভের  জন্য নিয়মিত VISIT করুন আমাদের নিজস্ব ওয়েবসাইট  WWW.PARIKSHAPRASTUTI.ORG তে। এখানে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন  দেওয়া হবে। 

1 thought on “KOLKATA POLICE MOCK TEST-2 2022”

  1. Pingback: KOLKATA POLICE MOCK TEST-1 2022 | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *