মাধ্যমিক সাজেশন আয় আরো বেঁধে বেঁধে থাকি pdf

madhyamik last minute suggestion 2023 reduce.jpg

পরীক্ষা    প্রস্তুতি : মাধ্যমিক সাজেশন আয় আরো বেঁধে বেঁধে থাকি pdf প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা এবছর  মাধ্যমিক পরীক্ষাদেবে ,তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে। তাই মাধ্যমিক বাংলা ”আয় আরো বেঁধে বেঁধে থাকি”  কবিতা থেকে এবছর পরীক্ষায় আসতে  পারে এইরকম অতি  গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন-উত্তর (MCQ) ,অতি  সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (VSAQ) সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ  ) এবং রচনাধর্মী বড় প্রশ্ন উত্তর (LAQ ) গুলি pdf  আকারে এখানে আলোচনা করা হল।  তোমার এই প্রশ্ন উত্তর গুলি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি করলে অবশ্যই  ”আয় আরো বেঁধে বেধেঁ থাকি” কবিতা সমস্ত ধরনের প্রশ্ন উত্তর তোমরা কমন পাবেই পাবে। মাধ্যমিক বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর।মাধ্যমিক সাজেশন আয় আরো বেঁধে বেঁধে থাকি pdf

মাধ্যমিক বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর

মাধ্যমিক বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর

শ্রেণী দশম শ্রেণী (মাধ্যমিক)
বিষয় মাধ্যমিক বাংলা
কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি
কবি শঙ্খ ঘোষ

কবিতার বিষয়বস্তু :

কবি শঙ্খ ঘোষ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় সমাজ ব্যবস্থার সঙ্কট মুহূর্তের এক প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। কবিতার মধ্যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে বিপন্ন মানুষের কথা তুলে ধরেছেন সমাজ সচেতন কবি । এইসব মানুষদের ডানদিকের পথ ধ্বসে রুদ্ধ ,বাম দিকে গভীর গিরিখাদ দ্বারা বাধাপ্রাপ্ত –
” আমাদের ডান পাশে ধ্বস
আমাদের বাঁয়ে গিরিখাদ
…আমাদের পথ নেই কোনমাথার উপর আকাশটাও নিরাপদ নয়,সেখানে বোমারু বিমানের আনাগোনা। দুর্দশাগ্রস্ত মানুষেরা আজ গৃহহারা। শিশুদের শব ছড়ানো রয়েছে কাছে দূরে’। এই প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকতে কবির আহ্বান- “আয় আরো বেঁধে বেঁধে থাকি।”কেবল সমাজের বাহ্যিক অবক্ষয় নয়। বিপন্ন মানুষেরা আজ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে।‌এই দুর্বলতার কারন তাদের কোনো ইতিহাস নেই। যদিও বা থাকে, সেখানে প্রকৃত সত্যের উন্মোচন ঘটেনি-
“অথবা এমনই ইতিহাস
আমাদের চোখমুখ ঢাকা।”
এইসব বিপন্ন মানুষেরা আজ সহানুভূতির কাঙাল। পৃথিবীর অন্যান্য মানুষ কোনো ভাবেই মনে রাখেনি তাদের কথা। এমতাবস্থায় যে কজন বেঁচে থাকতে পারবেন, তাদের একটাই কাজ হবে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা। অর্থাৎ পারস্পরিক ঐক্য সুদৃঢ় করে, নিজেদের শক্তিকে একত্রিত করে অশুভ শক্তিকে প্রতিহত করতে একত্রে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন কবি।

মাধ্যমিক বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর pdf  download করতে নীচে  ক্লিক করুন :

Click here to download pdf আয় আরো বেঁধে বেঁধে থাকি 


Madhyamik English Suggestion pdf download করতে এখানে ক্লিক করুন। 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *