পরীক্ষা প্রস্তুতি : প্রাইমারি টেট MOCK TEST-5-পরিবেশ বিদ্যা। প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষনা অনুযায়ী চলতি ২০২২ সালের ১১ ডিসেম্বর তারিখে নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। এই প্রাইমারি টেট ২০২২ পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে D.El.Ed অথবা B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে। খুব শীঘ্রই টেট পরীক্ষা হওয়ার কারণে অনেকের হাতে সময় অনেক কম ,তাই আজকের এই টেট পরীক্ষার সিলেবাসটির দেখে আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিতে শুরু করুন। WWW.PRIKSHAPRASTUTI.ORG এক্সপার্ট টীম প্রতিটি বিষয়ে সাজেশন ভিত্তিক ১০ টি করে প্রাইমারি টেট MOCK TEST নিয়ে আসবে ,যা পড়লে প্রাইমারি টেট পরীক্ষায় অবশ্যই সাফল্য আসবে। আজকে নিয়ে এসেছি প্রাইমারি টেট MOCK TEST-5-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-5-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-5-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-5-পরিবেশ বিদ্যা। প্রাইমারি টেট MOCK TEST-5-পরিবেশ বিদ্যা।
প্রাইমারি টেট সিলেবাস ২০২২
WB Primary TET Exam 2022 Details
পরীক্ষার নাম | প্রাইমারি টেট ২০২২ (Primary TET 2022) |
বোর্ড | WBBPE |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চমাধ্যমিক পাশ, সেইসঙ্গে D.EL.Ed/ B.ED |
শূন্যপদ | পরে ঘোষিত হবে। |
পরীক্ষার তারিখ | 11 ডিসেম্বর 2022 |
বিজ্ঞপ্তি | প্রকাশিত হয়েছে , দেখার জন্য এখানে ক্লিক করুন |
WB Primary TET Exam Syllabus 2022
বিষয় | নম্বর |
(1) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন | 30 |
(2) বাংলা | 30 |
(3) ইংরেজি | 30 |
(4) গণিত | 30 |
(5) পরিবেশ বিজ্ঞান | 30 |
মোট নম্বর | 150 |
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা (Environmental Studies) সিলেবাস
- পরিবার ও আত্মীয়-স্বজন
- পরিবেশ দূষণ
- পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন
- জীববৈচিত্র্য
- স্বাস্থ্য ও পরিবেশ
- নদনদী
- জীবজগত এবং উদ্ভিদ জগত
- জলবায়ু
- মৃত্তিকা
পরিবেশ শিক্ষণ বিদ্যা-
- পরিবেশ বিদ্যার ধারণা
- পরিবেশের তাৎপর্য
- বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক
- পরিবেশ শিক্ষার নীতি সমূহ
- পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন
- শিক্ষা সহায়ক উপকরণ
প্রাইমারি টেট MOCK TEST-5-পরিবেশ বিদ্যা
1)বায়ু একটি –
2)MABP এর পুরো নাম কি ? [ মহারাষ্ট্র টেট – ২০১২ ]
3)পৃথিবী তার প্রধান শক্তি গ্রহণ করে –
4)দিনের গরম ও রাতের ঠান্ডা থেকে পৃথিবীকে রক্ষা করে —
5)পশ্চিমবঙ্গের কোথায় পক্ষী অভায়রন্য অবস্থিত ?
6)ভারতীয় জীব বৈচিত্রে ” হট স্পট ” বলা হয় –
7)ভারতে সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় কোথায় ?
8)বাণিজ্য ও ব্যবসায়িক বিষয়গুলি নিয়ন্ত্রণকারী সংস্থা হল — [হরিয়ানা টেট -২০১১ ]
9)বাসক পাতার রস কি কাজে লাগে ?
10)মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল —
11)ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস হল –
12)রেসারপিন নামক ঔষধ পাওয়া যায় —
13)জু আউটরিচ কোথায় অবস্থিত ? [রাজস্থান টেট – ২০১১ ]
14)শ্রী সুন্দর লাল বহুগুনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ?
15)এরোসেলে থাকে — [ উড়িষ্যা টেট -২০১২ ]
16)ইনসিনারেশন পদ্ধতিতে –
17)আমগাছের বিজ্ঞান সম্মত নাম কি ?
18)পরিবেশ সচেতনতা শিবির পরিচালনা করে —
19)পশ্চিমবঙ্গে কয়টি ব্যাঘ্র সংরক্ষন প্রকল্প রয়েছে ?
20)আলোর ক্ষুদ্রতম কণিকার নাম কি ?
21)পাহাড়ের ঢালে চাষবাসে ব্যবহৃত প্রথার নাম কি ?
22)এশিয়ার বৃহৎতম বায়ুশক্তি উৎপাদন প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে ?
23)’Green Revolution’ কথাটি কিসের সঙ্গে যুক্ত ?
24)ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হল – [ দিল্লি টেট – ২০১২]
25)জলবায়ু পরিবর্তনের অন্যত্তম কারন কি ?
26)ভারতের বৃহতম পাখিরালয় কোথায় অবস্থিত ?
27)মশার জীবনচক্রে কয়টি দশা দেখা যায় /
28)ভারতে সবুজ বিপল্যের জনক কে ?
29)আধুনিক মানুষ হল — [ হরিয়ানা টেট – ২০১২ ]
30)”সজীব বেড়া” হল — [দিল্লি টেট – ২০১২ ]
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.