মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ

জ্ঞানচক্ষু গল্পের MCQ & LAQ

পরীক্ষা প্রস্তুতি : জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ  প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা এবছর ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষাদেবে ,তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে। তাই মাধ্যমিক বাংলা ”জ্ঞানচক্ষু  ”  ছোট গল্প থেকে এবছর পরীক্ষায় আসতে  পারে এইরকম অতি  গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন-উত্তর (MCQ) ,  সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)  গুলি এখানে আলোচনা করা হল।  তোমার এই প্রশ্ন উত্তর গুলি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি করলে অবশ্যই  ”পথের দাবী ” গদ্যাংশ থেকে  সমস্ত ধরনের mcq & saq  প্রশ্ন উত্তর তোমরা কমন পাবেই পাবে। জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

জ্ঞানচক্ষু গল্প পরিচিতি 

শ্রেণী দশম শ্রেণী (মাধ্যমিক)
বিষয় মাধ্যমিক বাংলা
গল্প  জ্ঞানচক্ষু 
লেখক আশাপূর্ণা দেবী 

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ 

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন -MCQ (প্রশ্নমান – ১) জ্ঞানচক্ষু ( আশাপূর্ণা দেবী )গল্পের MCQ  – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ – Madhyamik Bengali Suggestion 2023

[এখানে প্রতিটি প্রশ্নের  উত্তরের অপসন দেওয়া আছে ,আর মধ্যে প্রথমে নিজে নিজে একটি উত্তর মনে মনে বেছে নাও এবং তার পরে Show Ans. এর উপর ক্লিক করে correct answer মিলিয়ে নাও ] 

1)তপনের গল্প কোন পত্রিকায় কি নামে ছাপা হয়েছিল ? 

Show Ans

Correct Answer: সন্ধ্যাতারা পত্রিকায় ‘প্রথম দিন ‘নামে। 

2)তপনের নতুন মেসো মশাই ছিলেন–

Show Ans

Correct Answer: একজন লেখক।

3)তপনের প্রথম গল্পটি লিখেছিলেন–

Show Ans

Correct Answer: হোম টাস্কের খাতায়।

4)তপন মেসোর মুখে দেখেছিল-– 

Show Ans

Correct Answer: করুনার ছাপ।

5)তপনের গল্পের কথা উঠেছিল। 

Show Ans

Correct Answer: চায়ের টেবিলে।

6)তপনকে এখন কী বলা চলে ? 

Show Ans

Correct Answer: লেখক

7)সূচিপত্রে গল্পের নাম ছিল – 

Show Ans

Correct Answer: প্রথম দিন

8)নতুন মেসো পেশায় ছিলেন – 

Show Ans

Correct Answer: একজন অধ্যাপক

9)ছোট মাসি তপনের চেয়ে বড় ছিল— 

Show Ans

Correct Answer: বছর আষ্টেকের।

10)তপনের চোখ হয়েছিল— 

Show Ans

Correct Answer: মার্বেল

11)গল্প লিখে তপন প্রথম জানায় — 

Show Ans

Correct Answer: ছোট মাসি কে। 

12)প্রথম দিন গল্পের লেখক হলেন– 

Show Ans

Correct Answer: শ্রী তপন কুমার রায়।

13)“না কি অতি আহ্লাদে বাক্য হরে গেল?”—এখানে ‘হরে গেল এই শব্দবন্ধটির অর্থ হল—

Show Ans

Correct Answer: হারিয়ে যাওয়া।

14)তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন- 

Show Ans

Correct Answer: তপনের ছোটো মাসি।

15)যাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল- 

Show Ans

Correct Answer: নতুন মেশোমশাইকে

16)তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ- — 

Show Ans

Correct Answer: অবাক হয়ে যাওয়া

17)নতুন মেসোমশাই ছিলেন একজন – 

Show Ans

Correct Answer: লেখক এবং অধ্যাপক 

18)“কথাটা শুনে _________ চোখ মার্বেল হয়ে গেল!” (শূন্যস্থানে শব্দ বসাও)

Show Ans

Correct Answer: তপনের 

19)“আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।”—কথাটি বলেছেন- 

Show Ans

Correct Answer: মেজো কাকু

20)জ্ঞানচক্ষু গল্পে, জহুরি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন- 

Show Ans

Correct Answer: নতুন মেসো

21)ছোট মেসো তপনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন সঙ্গে নিয়ে-

Show Ans

Correct Answer: সন্ধ্যাতারা পত্রিকা

22)তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিল— 

Show Ans

Correct Answer: ছোটোমাসি 

23)জ্ঞানচক্ষু গল্পটির লেখক কে ?

Show Ans

Correct Answer: আশাপূর্ণা দেবী। 

24)’জ্ঞানচক্ষু’ গল্পটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

Show Ans

Correct Answer: কুমকুম 

25)তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পদককে চিনতেন ?  [মাধ্যমিক – ২০১৮]

Show Ans

Correct Answer: .সন্ধ্যাতারা। 

26)তপনের মেষ কোথায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ?    [মাধ্যমিক – ২০১৯]

Show Ans

Correct Answer: সন্ধ্যাতারা পত্রিকায়।

27)ছোটমাসি তপনের থেকে কত বছরের বড়ো ?  [মাধ্যমিক – ২০২০]

Show Ans

Correct Answer: বছর আষ্টেকের। 

28)জ্ঞানচক্ষু কোন ধরনের রচনা?

Show Ans

Correct Answer: ছোট গল্প। 

29)নতুন মেসোর স্কুলে কিসের ছুটি চলছে ?

Show Ans

Correct Answer: গরমের ছুটি। 

30)ছোট মাসি ডিম্ বাজার সঙ্গে কি খান ?”

Show Ans

Correct Answer: চা। 

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের SAQ – ১ নম্বরের 

(১) “তিনি নাকি বই লেখেন “–তিনি কে ?
উত্তর: তিনি হলেন তপনের নতুন মেসোমশাই।

(২) “বাবা, তারে পেটে পেটে এত”-কে কোন প্রসঙ্গে একথা বলেছিলেন ?
উত্তরঃ আশাপূর্ণাদেবী রচিত ‘জ্ঞানচক্ষু গল্পে তপন যে একটি আস্ত গল্প লিখে ফেলেছে এবং তার ছোটো মেসো ছাপিয়ে দেবেন—তা বাড়ির কেউ বিশ্বাস করেননি, বরং তাকে নিয়ে নানারকম ঠাট্টা-তামাশা হয়েছে। অবশেষে তপনের গল্প প্রকাশিত হয়ে যাওয়ায় তার মা তাকে উপরোক্ত কথাটি বলেছিলেন।

(৩) “আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না…”—এখানে কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উত্তরঃ এক জায়গায় বসে তপনের একটা আস্ত গল্প লিখে ফেলার প্রসঙ্গে উপরোক্ত মন্তব্যটি করা হয়েছে।

(৪) “যেন নেশায় পেয়েছে!”—এখানে কোন্ নেশার কথা বলা হয়েছে?
উত্তরঃ তপনের গল্প লেখার নিরলস চেষ্টার কথা এখানে বলা হয়েছে। হোম টাস্ক ফেলে রেখে, লুকিয়ে লুকিয়েও সে গল্প লিখে গেছে।

(৫) “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন”—তপনের সংকল্প কী ছিল ?
উত্তরঃ তপন সংকল্প করেছিল যে, যদি কখনো লেখা ছাপাতে হয়, তাহলে তপন নিজে গিয়ে তা পত্রিকার অফিসে জমা দেবে।

(৬) কেন তপন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল ?
উত্তরঃ গ্রীষ্মের নিথর দুপুরে মামা বাড়ির সিঁড়িতে বসে একটা আস্ত গল্প লিখে ফেলে তপন। সেটা পড়ার পর ভয়ানক উত্তেজনায় অনুভব করেছিলতপন।

(৭)“কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।”—কোন্ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল?
উত্তরঃ তপন তার বালক বয়সে কোনোদিন কোনো লেখককে স্বচক্ষে দেখেনি। কবি-লেখকরাও যে আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী এ কথা তপন জানত না। তাই সে যখন শুনল যে,তার ছোটোমাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসো একজন লেখক—তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল।

(৮)লেখালেখি ছাড়া তপনের নতুন মেসোর পেশা কী ?
উত্তরঃ লেখালেখি ছাড়া তপনের নতুন মেসো কলেজের একজন অধ্যাপক।

(৯) “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন” —দিনটিতে কোন্ উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল?
উত্তরঃ তপনের জীবনে প্রথমবার তার লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ নামক পত্রিকায় ছাপা হয়েছিল। কিন্তু ছাপার পর দেখা যায় যে, তার গল্পের অনেকাংশই লেখক মেসো সংশোধনের নামে নতুন করে লিখেছিলেন। এই ঘটনায় ব্যথিত তপনের মনে হয়েছিল, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।

আরো পড়ুন : জ্ঞানচক্ষু গল্পের বড়ো  প্রশ্ন-উত্তরের জন্য এখানে ক্লিক করুন। 

1 thought on “মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ”

  1. Pingback: মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের বড়ো প্রশ্ন-উত্তর | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *