প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-২

RIMARY TET 2022

পরীক্ষা প্রস্তুতি : প্রাইমারি টেট সিলেবাস ২০২২ প্রাইমারি টেট ২০২২ প্রাইমারি টেট ২০২২   প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষনা অনুযায়ী চলতি ২০২২ সালের ১১ ডিসেম্বর তারিখে নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। এই প্রাইমারি টেট ২০২২ পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে D.El.Ed অথবা B.Ed ট্রেনিং কোর্স করা থাকতে হবে। খুব শীঘ্রই টেট পরীক্ষা হওয়ার কারণে অনেকের হাতে সময় অনেক কম ,তাই আজকের এই টেট পরীক্ষার সিলেবাসটির দেখে আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিতে শুরু করুন।আজকে নিয়ে এসেছি প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-২ প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-২ প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-২ প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-২

প্রাইমারি টেট সিলেবাস ২০২২

WB Primary TET Exam 2022 Details

পরীক্ষার নাম  প্রাইমারি টেট ২০২২ (Primary TET 2022)
বোর্ড WBBPE
শিক্ষাগত যোগ্যতা  উচ্চমাধ্যমিক পাশ, সেইসঙ্গে D.EL.Ed/ B.ED
শূন্যপদ পরে ঘোষিত হবে। 
পরীক্ষার তারিখ  11 ডিসেম্বর 2022
বিজ্ঞপ্তি   প্রকাশিত হয়েছে , দেখার জন্য এখানে ক্লিক করুন

WB Primary TET Exam Syllabus 2022

বিষয় নম্বর 
(1) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন 30
(2) বাংলা 30
(3) ইংরেজি  30
(4) গণিত  30
(5) পরিবেশ বিজ্ঞান  30
মোট নম্বর  150

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা (Environmental Studies) সিলেবাস 

  • পরিবার ও আত্মীয়-স্বজন 
  • পরিবেশ দূষণ 
  • পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন 
  • জীববৈচিত্র্য 
  • স্বাস্থ্য ও পরিবেশ 
  • নদনদী 
  • জীবজগত এবং উদ্ভিদ জগত 
  • জলবায়ু 
  • মৃত্তিকা

পরিবেশ শিক্ষণ বিদ্যা-

  • পরিবেশ বিদ্যার ধারণা 
  • পরিবেশের তাৎপর্য 
  • বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক 
  • পরিবেশ শিক্ষার নীতি সমূহ 
  • পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন 
  • শিক্ষা সহায়ক উপকরণ

প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-২

1)জৈব উপাদানকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ?

Show Ans

Correct Answer: স্বভোজী-পরভোজী। 

2)যে সমস্ত খাদক প্রাথমিক খাদক বা শাকাহারী প্রাণীদের খেয়ে জীবন ধারণ করে থাকে তাদের কি বলে ?   [পাঞ্জাব টেট -২০১১]

Show Ans

Correct Answer: গৌণ খাদক। 

3)সবুজ উদ্ভিদ ছাড়াও ফাইটোপ্ল্যাঙ্কটন ,শৈবাল,ইউগ্লিনা ,ক্লামাইনডোমোনাস -এরা সালোকসংশ্লেষে সক্ষম তাই তাদের বলা হয় –

Show Ans

Correct Answer: উৎপাদক।

4)যে খাদ্য শৃঙ্খল উৎপাদক জীব থেকে শুরু করে শাকাশী ও মাংসাশী প্রাণীতে বিস্তার লাভ করে তাকে কি বলা হয় ?

Show Ans

Correct Answer: খাদ্যশৃঙ্খল। 

5)ইচ্ছামত বৃক্ষছেদন করার ফলে কি অসুবিধা হবে ?  

Show Ans

Correct Answer: পৃথিবীর তাপমাত্রা বাড়বে। 

6)জলের উপর ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র উদ্ভিদকূলকে কি বলে ?  [ রাজস্থান টেট -২০১৯]

Show Ans

Correct Answer: ফাইটোপ্লাঙ্কটন। 

7)পুকুরে বাস্তুতন্তে কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া কি হিসাবে কাজ করে ?

Show Ans

Correct Answer: বিয়োজক হিসাবে। 

8)শহরের বাতাসে কিসের পরিমান বেশি থাকে ?

Show Ans

Correct Answer: কার্বন-ডাই -অক্সাইড। 

9)চোরা শিকারিরা বাঘ,হরিণ ,সিংহ ইত্যাদি পশু তাদের ইচ্ছামতো মারার ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে ?

Show Ans

Correct Answer: পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। 

10)কৃষিক্ষেত্রে প্রযুক্তি  বিদ্যার প্রয়োগ ঘটিয়ে আধুনিকীকরণ ঘটানোর ফলে মৃত্তিকার উৎপাদিকা শক্তির কি পরিবর্তন ঘটে ?

Show Ans

Correct Answer: অবনমন ঘটে। 

11)যে সকল বস্তু পরিমাপ করা সম্ভব তাকে কি বলে ?  [হরিয়ানা টেট -২০১২]

Show Ans

Correct Answer: বস্তুগত সম্পদ। 

12)যে সকল সম্পদ ব্যবহার করার পর তাদের ঘাটতি পূরণ করা যায় বা যাদের ব্যবহার করলেও নিশ্চিহ্ন হয়ে যায় না ,তাকে কি বলা হয় ?

Show Ans

Correct Answer: অপুরাবর্তন যোগ্য বস্তুগত সম্পদ। 

13)সাইক্লোন,তুফান,টর্পেডো ,সিডার ইত্যাদি ঝড়ের প্রভাবে যে প্রাকৃতিক উপাদান ধ্বংস হয়ে যায় অথচ পূরণ করা যায় না ,তাকে  কি বলে ?

Show Ans

Correct Answer: বায়বীয় অবক্ষয়। 

14)সুনামি কত সালের কত তারিখে হয়েছিল ?

Show Ans

Correct Answer: ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। 

15)সুনামি কথার অর্থ কি ?

Show Ans

Correct Answer: উদ্বঢেউ। 

16)খনিজ তেলের সঙ্গে যে গ্যাস সঞ্চিত থাকে তাকে কি বলে ?

Show Ans

Correct Answer: প্রাকৃতিক গ্যাস। 

17)সারা পৃথিবীতে প্রকৃতির পরিমান কত ?   [কেরালা টেট  – ২০১১]

Show Ans

Correct Answer: ৬ লক্ষ বিলিয়ন ঘনমিটার। 

18)কত সালে ভারতে প্রথম পারমানবিক চুল্লি স্থাপিত হয় ?

Show Ans

Correct Answer: ১৯৬৭ সালে। 

19)বর্তমানে ভারতে কত গুলি সক্রিয় পারমানবিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ?

Show Ans

Correct Answer: ১৪ টি। 

20)পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী প্রধান দুটি গ্যাসের নাম কি কি ?  [ দিল্লি টেট  -২০১১]

Show Ans

Correct Answer: কার্বন-ডাই -অক্সাইড এবং ক্লোরোফ্লুরো কার্বন(CFC ) .

21)ওজন গহ্বর কোন বিজ্ঞানী নাম দিয়েছিলেন ?

Show Ans

Correct Answer:   ফারমেন। 

22)জলের অম্লতার পরিমান অর্থাৎ PH -এর মান কত ?  [ঊড়িষ্যা টেট -২০১২]

Show Ans

Correct Answer: ৭-এর কম। 

23)এককোষী প্রাণী ইউগ্লিনার দেহে যে ধরনের পুষ্টি দেখা যায় ,সেটি হল-

Show Ans

Correct Answer: পরভোজী পুষ্টি। 

24)কিছু কিছু জৈব যৌগ মানুষের শরীরে কি সৃষ্টি করে ?

Show Ans

Correct Answer: যক্ষ্মা রোগ। 

25)মনামাটা রোগ কত সালে হয়েছিল ?

Show Ans

Correct Answer: ১৯৫০ সালে। 

26)মিনামাটা রোগ কোথায় দেখা দিয়েছিল ?

Show Ans

Correct Answer: জাপানের মিনামাটা শহরে।

27)ফুসফুসে জ্বালা যন্ত্রনা কার প্রভাবে মনুষ্য দেহে দেখা যায় ?

Show Ans

Correct Answer: কোবাল্ট। 

28)হাইপারটেনশন , বৃক্কের ক্ষতিকারক প্রভাব মনুষ্য দেহে দেখা যায় কার অভাবে  ?

Show Ans

Correct Answer: ক্যাডমিয়াম-এর অভাবে। 

29)ইটাই রোগ কোথায় প্রথম হয়েছিল ?

Show Ans

Correct Answer: জাপানের জিন্টুস নদীর উপত্যকায়। 

30)কার প্রভাবে ইটাই রোগ হয় ?

Show Ans

Correct Answer: ক্যাডমিয়ামের  প্রভাবে। 

আরো পড়ুনপ্রাইমারি টেট  প্রস্তুতি ২০২২ মকটেস্টের প্রাকটিস সেটের জন্য এখানে CLICK  করুন। 

1 thought on “প্রাইমারি টেট ২০২২ পরিবেশ বিদ্যা সেট-২”

  1. Pingback: wb primary tet online mock test-8 | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *