মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের MCQ & SAQ

মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

পরীক্ষা প্রস্তুতি: মাধ্যমিক ইতিহাস সপ্তম  অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ২০২৩ সালের পরীক্ষার্থীদের কাছে madhyamik  ইতিহাসের ষষ্ঠ  অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।  এই অধ্যায় থেকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে। তাই ২০২৩ সালের মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য এখানে মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় : ”বিশ শতকে ভারতের নারী ,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন”  থেকে অত্যন্ত গুরুত্বেপূর্ন মাধ্যমিক পরীক্ষায় আসতে  পারে এরকম  MCQ & SAQ প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হল প্রশ্ন-উত্তর আকারে।। মাধ্যমিক ইতিহাস সপ্তম  অধ্যায়ের MCQ & SAQ  মাধ্যমিক ইতিহাস সপ্তম  অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ইতিহাস সপ্তম  অধ্যায়ের MCQ & SAQ   মাধ্যমিক ইতিহাস সপ্তম  অধ্যায়ের MCQ & SAQ   মাধ্যমিক ইতিহাস সপ্তম  অধ্যায়ের MCQ & SAQ   মাধ্যমিক ইতিহাস সপ্তম  অধ্যায়ের MCQ & SAQ মাধ্যমিক ইতিহাস MCQ &SAQ মাধ্যমিক ইতিহাস MCQ &SAQ মাধ্যমিক ইতিহাস MCQ &SAQ মাধ্যমিক ইতিহাস MCQ &SAQ মাধ্যমিক ইতিহাস MCQ &SAQ 

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

: মাধ্যমিক ইতিহাস সপ্তম  অধ্যায়ের MCQ & SAQ

‘ভারত স্ত্রী’ মহামন্ডল কে , কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?

সরলা দেবী চৌধুরানী ১৯১০ খ্রিস্টাব্দে।

‘সঞ্জীবনী’পত্রিকার সম্পাদক কে ছিলরন ?

কৃষ্ণ কুমার মিত্র।

কবে বঙ্গভঙ্গকার্যকর হয়েছিল ?

১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর।

কবে কে লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠিত করেন ?

১৯০৩ খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী।

বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখা ?

কামুদিনী বসু (মিত্র)। তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন।

স্বদেশী / বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিখ্যাত ‘ছেড়ে দাও রেশমি চুড়ি’ গানটির রচয়িতা কে ছিলেন ?

চারণ কবি মুকুন্দ দাস।

‘স্বদেশ বান্ধব সমিতি’ কে কবে গড়ে তুলেন ?

অশ্বিনীকুমার দত্ত ১৯০৬ খ্রিস্টাব্দে।

ভারতের ‘নাইটিঙ্গেল’ নামে কে পরিচিত ছিলেন ?

সরোজিনী নাইডু। তিনি জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন।

ভারতে গান্ধীজির কোন আন্দোলনে সর্বপ্রথম মহিলারা যোগ দেন করেন ?

রাওলাট সত্যাগ্রহ (১৯১৯ খ্রিস্টাব্দে)।

অসহযোগ আন্দোলন কবে শুরু হয় ?

১৯২০ খ্রিস্টাব্দে।

গান্ধীজি কোন পত্রিকার মাধ্যমে নারীদের অসহযোগ আন্দোলনে যোগ দান করার আহ্বান জানান?

দ্যা হিন্দু পত্রিকার মাধ্যমে।

বাসন্তী দেবী কেন বিখ্যাত ছিলেন ?

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবী অসহযোগ আন্দোলনে কারাবরণ করে বিখ্যাত হয়ে আছেন।

উর্মিলা দেবী কেন বিখ্যাত হয়ে আছেন ?

উর্মিলা দেবী ছিলেন অসহযোগ আন্দোলনের অন্যত্তম নেত্রী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভগিনী।

কত খ্রিস্টাব্দে ‘নারী কর্ম মন্দির ‘ প্রতিষ্ঠিত হয় ?

১৯২১ খ্রিস্টাব্দে।

গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেন কবে ?

১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ।

আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?

১৯৩০ খ্রিস্টাব্দে।

আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলার নাম লেখা ?

কমলা দেবী চট্টোপাধ্যায়।

রাষ্ট্রীয় স্ত্রী সঙ্ঘ -এর প্রতিষ্ঠাতা কে ?

সরোজিনী নাইডু।

বাংলার কোন কোন নারী আইন অমান্য আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন ?

সত্যবালা দেবী ,আশালতা সেন ,সুষমা পালিত।

‘ভারত ছাড়ো আন্দোলন’ কবে শুরু হয় ?

১৯৪২ খ্রিস্টাব্দের ৯ অগাস্ট।

ভারত ছাড় আন্দোলনের একজন মুসলিম নেত্রী ছিলেন কে ?

রাজিয়া খাতুন।

‘গান্ধী’ বুড়ি নামে কে পরিচিত ছিলেন ?

মাতঙ্গিনী হাজরা।

মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়’ আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন কোন স্থানে ? [মাধ্যমিক – ২০১৭ ]

তমলুকে।

কোথায় কোন সময় তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠিত হয় ?

মেদিনীপুরের তমলুকে ১৯৪২ খ্রিস্টাব্দে।

তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা কে ?

ছিলেন সতীশচন্দ্র সামন্ত।

‘ভাগিনী সেনা’ কি ?

মেদিনীপুরের তমলুকে ভারত ছাড় আন্দোলনের সময় তৈরিও হওয়া তাম্রলিপ্ত জাতীয় সরকারের স্বেচ্ছাসেবিকা বাহিনীর নাম ছিল ‘ভাগিনী সেনা’ ।

ভারত ছাড়ো আন্দোলনে কোন নারী গোপনে নারীদের সংগঠিত করেন ?

অরুনা আসফ আলী এবং সুচেতা কৃপালিনী।

উষা মেহেতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ? তিনি কোথাকার বাসিন্দা ছিলেন ?

ভারত ছাড় আন্দোলনের সঙ্গে। তিনি পাঞ্জাবের বাসিন্দা ছিলেন।

ভারত ছাড় আন্দোলনের সময় ‘ভয়েস অফ ফ্রিডম’ রেডিও কে চালাতেন ?

উষা মেহেতা। তিনি গান্ধীজির ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ আদর্শ ভারত ছাড় আন্দোলনের সময় রেডিও মারফত প্রচার করেন।

”করেঙ্গে ইয়ে মরেঙ্গে” ডাক কে কবে দিয়েছিলেন।

গান্ধীজি ভারত ছাড় আন্দোলনের সময় ১৯৪২ খ্রিস্টাব্দে এই আহ্বান জানান।

কোন বিদেশিনী নারী ভারতীয় বিপ্লবীদের ক্ৰপ্টকিনের লেখা ”মেমোরিজ অফ এ রেভোলিউশনিস্ট’ বইটি উপহার দিয়ে বিপ্লবী আন্দোলনে উৎসাহ যোগান ?

ভাগিনী নিবেদিতা।

‘দ্য স্পার্ক অফ রিভলিউশন’ বইটির লেখক কে ?

অরুন চন্দ্র গুহ।

দীপালি সঙ্ঘ কে ,কোথায় , কি উদ্দেশ্যে, কবে প্রতিষ্ঠা করেন ? [মাধ্যমিক – ২০২০]

লীলা নাগ (মিত্র) ঢাকায় মেয়েদের মুক্তিযুদ্ধের জন্য তৈরী করতে ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেন ১৯২৩ খ্রিস্টাব্দে।

ভারতের প্রথম ছাত্রী সঙ্ঘের নাম কি ?

দীপালি সংঘ।

কোন পত্রিকা দীপালি সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিল ? এই পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

জয়শ্রী পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নাগ (মিত্র)।

ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন ?

প্রীতিলতা ওয়েদ্দার।

প্রীতিলতা ওয়াদ্দারের জীবনের সবচেয়ে বড় বিপ্লবী কর্মকান্ড কি ছিল ?

চট্রগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে যোগদান করা।

“ফুলতার” কার ছদ্মনাম ?

প্রীতিলতা ওয়াদ্দারের।

‘ঝাঁসির রানী’ রেজিমেন্ট কবে গঠিত হয় ?এর প্রধান দায়িত্বে কে ছিলেন ?

১৯৪৩ খ্রিস্টাব্দে। এর প্রধান দিয়িত্বে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন।

‘ঢাকা অনুশীলন সমিতি’ কে গঠন করেন ?

পুলিন বিহারি দাস।

‘অ্যান্টি-সারকুলার সোসাইটি’ কে , কবে ,কোথায় প্রতিষ্ঠা করেন ? [ মাধ্যমিক -২০১৮]

শচীন্দ্র প্রসাদ বসু ১৯০৫ খ্রিস্টাব্দের ৪ নভেম্বর কলকাতায় অ্যান্টি-সারকুলার সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।

অ্যান্টি-সারকুলার সোসাইটি’ -র সম্পাদক কে ছিলেন ?

শচীন্দ্র প্রসাদ বসু।

‘ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?

শচীন্দ্র মুখোপাধ্যায়।

‘ভারতের বিপ্লব বাদীর জনক’ কাকে বলা হয় ?

বাসুদেব বলবন্ত ফাদকে -কে।

‘অভিনব ভারত’ কে গঠন করেন ?

বিনায়ক দামোদর সাভারকার।

‘হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন’ কে গঠন করেন ?

চন্দ্র শেখর আজাদ।

‘গদর পার্টি’ কোথায় প্রতিঠিত হয়েছিল ?

আমেরিকায়।

‘গদর’ শব্দের অর্থ কি ?

বিপ্লব।

জাতীয় শিক্ষা প্রসারে কে ১ লক্ষ টাকা দান করেন ?

সুবোধ চন্দ্র মল্লিক।

‘জামিয়া মিলিয়া ইসলামিয়া’ কে কবে গড়ে তুলেন ?

অসহযোগ আন্দোলনের পর্বে জাকির হুসেন গড়ে তুলেন।

‘ডিফেন্স এসোসিয়েশন’ কবে প্রতিষ্ঠিত হয় ?

১৯০৫ খ্রিস্টাব্দে।

‘BV’ -এর পুরো নাম কি ?

বেঙ্গল ভলান্টিয়ার্স।

ঢাকায় ‘মুক্তি সংঘ’ বা বেঙ্গল ভলান্টিয়ার্স নামের সংঠনটি গড়ে তুলেন কে ?

হেমচন্দ্র ঘোষ।

১৯০২ খ্রিস্টাব্দে ‘অনুশীলন সমিতি’ গঠন করেন কে ?

সতীশচন্দ্র বসু।

বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্যদের নাম লেখা।

বিনয়কৃষ্ণ বসু , বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত প্রমুখরা ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্য। এরা ‘বি-বা-দি’ নাম পরিচিত ছিলেন।

রাইটার্স অভিযানে (১৯৩০ খ্রিস্টাব্দ) বিনয়-বাদল-দীনেশ কাকে হত্যা করে ?

আই জি কর্নেল সিম্পসন সাহেবকে।

মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন ?

সূর্য সেন।

মাস্টারদার সংগঠিত বিপ্লবী দলটির কি নাম ছিল ?

ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।

চট্টগ্রাম বিপ্লববাদের অগ্নিপুরুষ কাকে বলা হয় ?

মাস্টারদা সূর্য সেনকে।

রাশিদ আলী কে ছিলেন ?

আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন।

মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের (১৯৩০ খ্রিস্টাব্দ) অন্যত্তম মহিলা সদস্য ছিলেন কে ?

কল্পনা দত্ত।

বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত ছিলেন ?

কল্পনা দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা দত্ত কে ‘বাংলার অগ্নিকন্যা বলে অভিহিত করেছেন।

চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের পর বিপ্লবীরা কোথায় আশ্রয় নিয়ে ছিলেন ?

জালালাবাদ পাহাড়ে।

জ্যোতিবা ফুলে কে ছিলেন ?

মহারাষ্ট্রের ঊনবিংশ শতাব্দীর দলিত আন্দোলনের নেতা।

জ্যোতিবা ফুলের লেখা বই গুলির নাম কি ?

ব্রাহ্মনচে কসাব , শ্বেতকার্যচ , এবং গুলামগিরি।

‘সত্যশোধক সমাজ কে গঠন করেন ?এর মুখপত্রের নাম কি ?

জ্যোতিবা ফুলে। এর মুখপত্রের নাম দীন মিত্র।

‘জাস্টিস পাৰ্টি’ কবে গঠন করা হয় ?

১৯১৬ খ্রিস্টাব্দে।.

গান্ধীজি দলিত সম্প্রদায়ের কী নামকরন করেছিলেন ?

হরিজন।

হরিজনদের জন্য তৈরী করা গান্ধীজির সংগঠনটির কি নাম ছিল ?

হরিজন সেবক সংঘ।

ড. বি. আর. আম্বেদকরের পুরো নাম কি ? তিনি কবে জন্ম গ্রহণ করেন ?

ড. বি. আর. আম্বেদকরের পুরো নাম হল ভীমরাও রামজি আম্বেদকর। তিনি ১৮৯১ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল জন্ম গ্রহন করেন।

ড. বি. আর. আম্বেদকর কোন সম্প্রাদায়ের মানুষ ছিলেন ?

মাহার।

ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

ড : বি আর আম্বেদকর।

গান্ধী – আম্বেদকরের মধ্যে ‘পুণা চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়েছিল ?

১৯৩২ খ্রিস্টাব্দের ২৪ সেপ্টেম্বর।

সরকারি ক্ষেত্রে নমঃশূদ্রদের দাবিদাওয়া পেশের বিষয়ে কে নেতৃত্ব দেন ?

গুরুচাঁদ ঠাকুর।

নমঃশূদ্র সম্প্রদায়ের সংগঠনের নাম কি ছিল ?

হরিচাঁদ ঠাকুর।

মতুয়া মহাসঙ্ঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

হরিচাঁদ ঠাকুর।

‘যার দল নাই তার বল নাই’- এ কথা কে বলেছিলেন ?

গুরুচাঁদ ঠাকুর।

মতুয়া আন্দোলনের সূচনা কোথায় হয় ?

বাংলাদেশের ফরিদপুরে।

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হয়েছিল ? [মাধ্যমিক – ২০১৭]

১৯০৫ খ্রিস্টাব্দে।

বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মহিলাদের ‘অরন্ধন দিবস’ পালনের ডাক কে দিয়েছিলেন ?

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। তিনি বঙ্গলক্ষ্মীর ব্রতকথা বইটির মাধ্যমে এই প্রচার চালাতেন।

‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ বইটির লেখক কে ?

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

‘অল ইন্ডিয়া হোমরুল লীগ’ কে প্রতিষ্ঠা করেন ?

অ্যানি বেসান্ত।

হোমরুল কথাটির অর্থ কি ?

স্বায়ত্ব শাসন।

কলকাতায় ‘নারী সত্যাগ্রহ সমিতি’ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ? [ মাধ্যমিক – ২০২০ ]

১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের সময়।

‘নারী কর্ম মন্দির’ কে প্রতিষ্ঠা করেছিলেন ? [ মাধ্যমিক – ২০১৮ ]

উর্মিলা দেবী।

ভারতে বিপ্লববাদের জননী নামে কে বিখ্যাত ছিলেন ?

মাদাম কামা।

মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন কোথায় ?

জার্মানিতে।

বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে ? [ মাধ্যমিক – ২০১৯ ]

বীণা দাস।

শরৎচন্দ্রের যে রাজনৈতিক উপন্যাসটি বিপ্লবী নারীদের প্রভাবিত করেছিল ,তার নাম কি ছিল ?

পথের দাবি।

আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল ? এর নেত্রী কে ছিলেন ?

ঝাঁসির রানী ব্রিগেড। এর নেত্রী ছিলেন লক্ষ্মী স্বামীনাথন।

‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে কে পরিচিত ছিলেন ?

বীরেশলিঙ্গম।

মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন’ শুরু করেন কে ? [মাধ্যমিক – ২০২০]

রামস্বামী নাইকার।

‘ভাইকম সত্যাগ্রহ কবে কোথায় কার নেতৃত্বে সংগঠিত হয় ?

১৯২৪ খ্রিস্টাব্দে মালাবারে শ্রী নারায়ন গুরুর নেতৃত্বে।

‘সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি’ কে ঘোষণা করেন ?

রামসে ম্যাকডোনাল্ড।

১৯৩৫ খ্রিস্টাব্দের ‘ভারত শাসন আইনে’ দলিতদের জন্য আইন সভায় আসন সংরক্ষিত ছিল কত শতাংশ ?

২০ শতাংশ।

বাংলার মুতুয়া মহাসঙ্ঘ আন্দোলনের নেতা কে ছিলেন ?

প্রমথ রঞ্জন ঠাকুর।

‘মনুস্মৃতি’ পুড়িয়ে দেন কে ?

ই ভি রামস্বামী নাইকার।

ভারতে ‘দেবদাসী প্রথা’ বিলোপের জন্য কে বিল প্রণয়ন করেন কে ?

মুথুলক্ষ্মী পন্ডিত।

‘ডন সোসাইটি’ কবে প্রতিষ্ঠিত হয় ?

১৯০২ খ্রিস্টাব্দে।

‘প্রতিক্রিয়াশীল বিশ্ববিদ্যালয় আইন’ (১৯০৪ খ্রিস্টাব্দ ) কে পাশ করেন ?

লর্ড কার্জন।

‘ অ্যানিহিলেশন অফ দি কাস্ট ‘ বইটির লেখক কে ?

বি আর আম্বেদকর।

বঙ্গভঙ্গের সময়(১৯০৫)স্বদেশী আন্দোলনের যুগে রাখিবন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন কে ?

রবীন্দ্রনাথ ঠাকুর।

‘মিলন মন্দিরের ‘ প্রতিষ্ঠাতা কে ?

আনন্দমোহন বসু।

প্রতাপাদিত্য উৎসবের প্রচলন কে করেন ?

সরলাদেবী চৌধুরানী।

‘বুড়িবালামের যুদ্ধ’ কবে কোথায় হয়েছিল ?

১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর ওড়িশার বালেশ্বর বা বালাসোরে ব্রিটিশ সরকারের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষ হয় বাঘা যতীন বাহিনীর। এই যুদ্ধ ইতিহাসে বুড়িবালামের যুদ্ধ বা বালেশ্বর যুদ্ধ নাম পরিচিত। এই সংঘর্ষে বাঘা যতীন গুরুতর আহত হন, তার পরের দিন তাঁর মৃত্যু হয়।

‘বুড়িবালামের যুদ্ধে কারা অংশ নিয়েছিল ?

বিপ্লবী বাঘা যতীন ও তার দলবল।

আরো পড়ুন:

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ  এবং SAQ -এর জন্য এখানে  কিল্ক করুন। Click Here 

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ এবং SAQ -এর জন্য এখানে ক্লিক করুন। 

মাধ্যমিক প্রথম অধ্যয় বড় প্রশ্ন  উত্তরের জন্য এখানে ক্লিক করুন।     

মাধ্যমিক দ্বিতীয়  অধ্যয় বড় প্রশ্ন  উত্তরের জন্য এখানে ক্লিক করুন। 

মাধ্যমিক তৃতীয়  অধ্যয় বড় প্রশ্ন  উত্তরের জন্য এখানে ক্লিক করুন।              

মাধ্যমিক চতুর্থ অধ্যয় বড় প্রশ্ন  উত্তরের জন্য এখানে ক্লিক করুন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *