মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩

মাধ্যমিক বাংলা বাংলা প্রতিবেদন রচনার সাজেশন

পরীক্ষা প্রস্তুতি : মাধ্যমিক বাংলা প্রতিবেদন  রচনা সাজেশন ২০২৩ প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে parikshaprastuti .org এক্সপার্ট  টিমের  পক্ষ পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাই।  আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি মাধ্যমিক  বাংলা প্রতিবেদন রচনার সাজেশন। আমরা এখানে মাত্র দশটি প্রতিবেদন  রচনা নিয়ে আলোচনা করেছি ,যা ২০২৩ সালের  পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  আশা করছি তোমরা এই দশটি প্রতিবেদন  রচনা ভালো করে প্রস্তুতি নিবে, তাহলে একটি প্রতিবেদন রচনা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আমাদের এই পেজে আরো অনেক সাজেশন দেওয়া হবে।  বলো লাগলে আমাদের এই WWW.PARIKSHAPRASTUTI .ORG ওয়েব পেজটিকে বন্ধুদের মাঝে অবশ্যই  শেয়ার করবে। মাধ্যমিক বাংলা প্রতিবেদন   রচনা সাজেশন ২০২৩ মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩ মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩ মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩ মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩ মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩ মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩ মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩

Table of Contents

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ 

মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩

মাধ্যমিক  ২০২৩ পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০ টি বাংলা প্রতিবেদন রচনা নীচে আলোচনা করা হল  ——–

১)বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষ্যে প্রতিবেদন লেখা। 

উত্তরঃ                  নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন

নিজস্ব সংবাদদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮: প্রতি বছরের ন্যায় এবার ও শুরু হয়ে গেল নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন রায়গঞ্জ  চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে ।ইংরাজী ২৬শে আগষ্ট থেকে শুরু ,শেষ ৩১শে আগষ্ট ।সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচী-স্বাস্থ্যবিধান গান,শিশু সংসদ সভা,হাত ধোয়ার পাঁচটি ধাপ শেখানো রেলি,জল সংরক্ষণ ও উপকারিতা,নিরাপদ ও পানীয় জল ব্যবহারের সচেতনতা।সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মকাণ্ড শুরু হয় ।সকলেই পূর্ণ সহযোগিতা করে ও করেন । ছাত্রছাত্রীরা ও যথেষ্ট দক্ষতার সাথে এই কর্মে মনোনিবেশ করে ও নির্মল বিদ্যালয় সম্পর্কে সচেতন হয় ।শিশু সংসদের প্রধানমন্ত্রী দেবব্রত বিশ্বাস সবার মধ্যে উত্‍সাহ প্রদান করে ।বাকী মন্ত্রীরা ও যথেষ্ট ভূমিকা পালন করে ।খাদ্য,স্বাস্থ্য,ক্রীড়া, শিক্ষা ও পরিবেশ মন্ত্রীরা নিজেদের দায়িত্ব পালন করে ।পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা,রাঁধুনীদের পরিচ্ছন্নতার উপর আলোচনা চলে ।প্লাষ্টিক বর্জন সম্পর্কে সচেতনতা,ডাষ্টবিনের ব্যবহার,প্লাষ্টিক মুক্ত পরিবেশ তৈরীর উপর জোর আলোকপাত করা হয় ।স্কুল চত্ত্বরে বৃক্ষরোপণ,ও মনোরম পরিবশ তৈরীতে শিশুরা এগিয়ে আসে ।শিশু সংসদের নেতৃত্বে নির্মল বিদ্যালয় কর্মসূচী গ্রহণ করা হয় ।সবশেষে সকল শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ।উত্‍সাহী অনেক ছাত্রছাত্রী এতে অংশ গ্রহণ করে ।ইতিপূর্বে উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় ‘নির্মল বিদ্যালয় পুরস্কার ‘গ্রহণ করেছে ।নির্মল বিদ্যালয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা সকল শিশদের কাছে সহজ সরল ভাষায় তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই মহাশয় ।সকল শিশু এই অভিযানে খুশি ।তারা নিজ দায়িত্বে নানা কাজ সামলে নিচ্ছে ।খুশি সকল শিক্ষক-শিক্ষিকাগণ ও ।শিক্ষার আঙিনায় এই নির্মল বিদ্যালয় অভিযান সত্যিই এক গুরুত্বপূর্ণ দিক ।

২)সেলফি তুলতে গিয়ে মৃত্য এ বিষয়ে প্রতিবেদন লেখা। 

উত্তরঃ                      সেলফি তুলতে গিয়ে মৃত্য

নিজস্ব সংবাদদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮:বন্ধুকে সঙ্গে নিয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বন্ধু গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায়  এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা  জানিয়েছে, ২৪ বছর বয়সী তরুণী তার ছেলে বন্ধুর সঙ্গে রায়গঞ্জ  রেলস্টেশনে রেললাইনের ওপরে সেলফি তুলছিলেন। এমন সময় পাশের লাইন দিয়ে অপর একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ওই তরুণীর পা ট্রেনে কাটা পড়ে। পরে ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।ওই তরুণীর এক বন্ধুর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা পানীয় পান করছিলেন ও সেলফি তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পাশের রেললাইন দিয়ে আসা অপর একটি ট্রেন তারা দেখতে পাননি। পরে সেই ট্রেন ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা স্বপ্ন চৌধুরী । বিপজ্জনক জায়গায় সেলফি তোলার সময় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে খবরে বলা হচ্ছে।

৩)তোমার এলাকায় অতিরিক্ত বন্যার প্রকোপ সম্বন্ধে প্রতিবেদন রচনা কর। 

উত্তর:                     অতিরিক্ত বন্যার প্রকোপ সম্বন্ধে

নিজস্ব সংবাদদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮: রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি-শিলিগুড়ি শহর-সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু জায়গায় মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি কমার কোনও লক্ষণ দেখা যায়নি। ভুটান পাহাড়েও প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলি কার্যত ফুঁসছে। রেললাইন এবং জাতীয় সড়কের উপর দিয়ে জল বয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ট্রেন এবং যান চলাচল। জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি-জলপাইগুড়ির পুর এলাকা। জল বিপদসীমা অতিক্রম করার আশঙ্কায় তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।নির্ধারিত সময়ের পাঁচ দিন পরে এ বার উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল। জুন মাসে উত্তরবঙ্গের বন্যাপ্রবণ এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ গড়ে প্রায় হাজার মিলিমিটার ছাড়িয়ে যায়। এমনিতেই জলে ভরা ছিল উত্তরবঙ্গের নদীনালা। সেই টইটম্বুর অবস্থায় সোমবার রাত থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হয়। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাদ যায়নি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি পুর এলাকাও। প্রায় প্রতিটি ওয়ার্ডই কার্যত জলবন্দি হয়ে পড়ে। শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির দেওয়াল ধসে আহত হন এক জন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন সকাল ৯টা নাগাদ জলবন্দি হয়ে পড়া পুর-বাসিন্দারা শিলিগুড়ির কাওয়াখালি এবং ঝঙ্কার মোড়ে অবরোধ করেন। পরে পুলিশ এসে লাঠি উঁচিয়ে রাস্তা অবরোধমুক্ত করে। এরই পাশাপাশি, জলপাইগুড়ি পুর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার ২৫ নম্বর ওয়ার্ডে খোলা হয়েছে ত্রাণ শিবির।

৪)তোমার এলাকার / তোমার বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর একটি  প্রতিবেদন রচনা কর। [ মাধ্যমিক -২০১৯]

উত্তরঃ               বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা ,রায়গঞ্জ ,সেপ্টেম্বর ৬ : রায়গঞ্জের  বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বলরামপুর হাইস্কুলে গতকাল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিবস তথা শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল । বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে দুপুর ১২ টায় এই অনুষ্ঠানের সূচনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তিনি দেশ ও জাতি গঠনে শিক্ষকদের ভুমিকার কথা আলোচনা করেন । সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীগণ  উপস্থিত ছিলেন । বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সুন্দর ও সুপরিকল্পিত অনুষ্ঠানের শেষ পর্বে অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রবীণ শিক্ষকদের সম্বর্ধিত করা হয় । অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানের স্মারক রূপে বিদ্যালয়ের নামাঙ্কিত কলম উপহার দেওয়া হয় ।

৫)পলিথিনের অতিরিক্ত ব্যবহারে দূষণ বাড়ছে এবিষয়ে একটি সচেতনতা  উপর একটি প্রতিবেদন লেখা।

অথবা ,  প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর ।

উত্তরঃ  পলিথিনের অতিরিক্ত ব্যবহারে সচেতনতা অভিযান / প্লাস্টিক বর্জন অভিযান 

নিজস্ব সংবাদদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮: প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা । এই সমস্যা সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্বেও মানুষ সচেতন হচ্ছে না । সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে । রায়গঞ্জ  শহর, অন্যান্য শহর ও শহরতলির  ড্রেন গুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় । একটু বর্ষা নামলেই জল জমে যায় । মানুষের দুর্ভোগের অন্ত থাকে না । রায়গঞ্জের বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে । মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছে এবং প্লাস্টিক কিভাবে আমাদের সমাজের ক্ষতি করে, তা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছে । এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও শামিল করছে । তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে “প্লাস্টিক হঠাও পরিবেশ বাঁচাও ।”

৬)তােমাদের ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।

উত্তরঃ           রায়গঞ্জে স্বেচ্ছায় রক্তদান শিবির
নিজস্ব সংবাদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮: এলাকার ঐতিহ্যবাহী সংগঠন বিবেকানন্দ ইউনিয়ন ক্লাবের উদ্যোগে গতকাল অর্থাৎ শনিবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়ােজন করা হয়েছিল। রক্তদান মহৎ দান। বিশেষত, এই করোনা অতিমারির কবলে স্বাস্থ্য পরিষেবা যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রতিটি ব্লাডব্যাংকেই রক্তের অপ্রতুলতা দেখা দিয়েছে, সেই সময়ে এই মহতী উদ্যোগ বিশেষ প্রশংসার দাবি রাখে। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, বিগত দশ বছর ধরে বিবেকানন্দ ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে আসছে এবং প্রতিবছরই রক্তদাতার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। ক্লাবের সম্পাদক রানা ভট্টাচার্যের কথায়, “হাসপাতালে অসংখ্য মুমূর্ষ রােগী রক্তের অভাবে অকালে জীবন দিতে বাধ্য হন। এই করোনা আবহে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। মানুষজন রক্ত দান করতে আসতেও ভয় পাচ্ছেন। অন্যান্য বারের তুলনায় এবারের রক্তদাতার সংখ্যা যথেষ্ট কম”। রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে এদিন প্রায় তিনশ জন স্থানীয় মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে একটি করে ডোনার-কার্ড দেওয়া হয়।

৭)কোনাে গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদবােধন হল- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে। [মাধ্যমিক- ২০১৭]

উত্তরঃ          রামপুর গ্রামীণ হাসপাতাল উদ্বোধন
নিজস্ব সংবাদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮:গতকাল উত্তর দিনাজপুর জেলার রামপুর গ্রামে একটি গ্রামীণ হাসপাতাল উদ্বোধন করলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অজিতেশ ভট্টাচার্য। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা অনেকটাই কাটিয়ে উঠেছে। কিন্তু প্রত্যন্ত এলাকার এইসব গ্রামে এখনো ন্যূনতম স্বাস্থ্য পরিষেবাটুকুও পাওয়া যায়না। সাপে কাটা রোগী বা অন্য কোনো আপদকালীন চিকিৎসার জন্য গ্রামের মানুষকে দশ কিমি দূরে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। এইজন্য গত কয়েক বছর ধরে এলাকার মানুষ একটি গ্রামীণ চিকিৎসা কেন্দ্রের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের সেই দাবি পূরণ হওয়াতে গ্রামবাসীরা সকলেই খুশি। গ্রামের পঞ্চায়েত সদস্য নির্মল বাউরির কথায়, “আগে প্রসূতিদের সন্তান জন্ম দেওয়ার জন্য দশ কিমি দূরের হাসপাতালে যেতে হত। রাস্তাঘাটের যা অবস্থা, পৌঁছতে প্রায় এক ঘন্টা লেগে যেত। গ্রামে নতুন হাসপাতাল হওয়াতে আমরা অনেক উপকৃত হলাম।”

৮)তােমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল। এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।              [ মাধ্যমিক- ২০১৮]

উত্তরঃ       উদয়পুরে পাঠাগার উদ্বোধন করলেন গ্রন্থাগারমন্ত্রী
নিজস্ব সংবাদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮: রায়গঞ্জের উদয়পুরে  একটি গ্রামীণ পাঠাগার উদ্বোধন করলেন মাননীয় গ্রন্থাগারমন্ত্রী গোলাম রব্বানী । উল্লেখ্য যে, এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল যেন এই প্রত্যন্ত এলাকায় একটি উৎকৃষ্ট মানের গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি এখানে রাজ্য সরকারের উদ্যোগে একটি ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে এবং ইতিপূর্বে বেসরকারি উদ্যোগে একাধিক আইটিআই ও পলিটেকনিক কলেজ গড়ে উঠেছে। কিন্তু উপযুক্ত মানের কোনো গ্রন্থাগার ছিল না। এলাকার বিধায়ক কৃষ্ণ কল্যাণী সেই কথা উল্লেখ করে বলেন যে, “গ্রন্থাগারকে বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয়। গ্রামে একটি গ্রন্থাগার থাকলে শুধু সেই গ্রাম নয় আশেপাশে বহু গ্রামের মানুষও উপকৃত হবেন।” গ্রন্থাগারমন্ত্রী রব্বানী তার উদ্বোধনী ভাষণে বলেন, “এই ডিজিটাল যুগেও এখানকার মানুষের বইপ্রেম আমাকে মুগ্ধ করেছে।” প্রাথমিকভাবে এই পাঠাগারে দেশি-বিদেশি সাহিত্য ছাড়াও স্কুল-কলেজ পড়ুয়াদের উপযোগী বেশ কিছু বই সংগ্রহে রাখা হয়েছে। তাছাড়া ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন জনপ্রিয় পত্রপত্রিকা নিয়মিত সরবরাহ করা হবে বলে জানান ভারপ্রাপ্ত আধিকারিক প্রভাত ঘড়ুই।

৯)নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর ।

উত্তর :      নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে  প্রতিবাদ 

নিজস্ব সংবাদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮: অতিমারি করোনা ভাইরাসের দাপটে বিশ্ববাজারের অর্থনীতিতে এক ভয়ঙ্কর মন্দা দেখা দিয়েছে । আমাদের দেশের অর্থনীতিরও বেহাল অবস্থা । দেশের বেশিরভাগ কলকারখানা বন্ধ, যানবাহন, রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় তার প্রভাব পড়েছে । বেশি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান ঠিকমতো না থাকায় এবং অসাধু ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবার পরিজনদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দেওয়ার এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে । এইরকম অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েছে । এই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তাহলে দেশে চরম অবস্থার সম্মুখীন হবে । সুতরাং কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিষয়ে সজাগ দৃষ্টি আকর্ষণ করছি ।

১০)তােমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হল- এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে। [ মাধ্যমিক- ২০২০]

উত্তর:                     রঘুনাথপুরে পালিত হল অরণ্য সপ্তাহ
নিজস্ব সংবাদাতা ,রায়গঞ্জ ,অগাস্ট ২৮:এক হাজার চারাগাছ রোপন করে অরণ্য সপ্তাহ পালন করল রায়গঞ্জের রঘুনাথপুর ব্যবসায়ী উন্নয়ন সমিতি। সম্প্রতি জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে এলাকার বেশ কিছু পুরোনো গাছ কাটা হয়েছিল। অবশ্য পরে সরকারি উদ্যোগে নবনির্মিত সড়কের দু’পাশে অনেক নতুন গাছ লাগানো হয়েছিল কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। ফলে সবুজের ঘাটতি রয়েই গিয়েছিল।  গত ৫ই জুলাই থেকে ১১ই জুলাই পর্যন্ত রঘুনাথপুর এবং আশেপাশের বিভিন্ন এলাকায় এইসব গাছ রোপন করা হয়। এলাকার বিভিন্ন ক্লাবের সদস্য ছাড়াও অনেক সাধারণ মানুষ বৃক্ষরোপন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অরণ্য সপ্তাহের সাফল্যের কথা উল্লেখ করে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিরীশ কেডিয়া বলেন, “সাধারণ মানুষের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আগামী বছর দশ হাজার চারাগাছ রোপন করার কথা ভাবা হচ্ছে।”

আরো পড়ুন :

মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনার সাজেশন ২০২৩ 

মাধ্যমিক বাংলা ” আফ্রিকা ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

মাধ্যমিক বাংলা ” অভিষেক  ” কবিতার প্রশ্ন উত্তরের জন্য এখানে CLICK  করুন। 

FAQ :

মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনার সাজেশন ২০২৩ কোথায় পাওয়া যাবে ?

https://www.parikshaprastuti.org/madhyamik-bangla-rachana-suggestion-2023/ এই লিংকে ক্লিক করে।

মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনা কোটি পড়তে হবে ?

এই দশটি পড়লেই আশাকরি ১০০% কেমন পড়বে ।

মাধ্যমিক প্রতিবেদনে তারিখ হিসাবে কোনটি বসবে ?

পরীক্ষার দিনের তারিখ।

প্রতিবেদনের বিষয়বস্তু কিভাবে লিখতে হবে?

সহজ সরল নিজের ভাষায় লিখতে হবে।

প্রতিবেদনে শব্দ সংখ্যা কত হবে ?

৮০- ১০০ শব্দের মধ্যে লিখলেই যথেষ্ট।

1 thought on “মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনার সাজেশন ২০২৩”

  1. Pingback: মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন ২০২৩ | Pariksha Prastuti

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *